কাকদ্বীপ, 12 জুলাই : সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে পড়ল ট্রলার । এর জেরে মাঝ সমুদ্রেই অস্থির পরিস্থিতি তৈরি হয় । তবে কোনও হতাহতের খবর নেই । ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর প্রচেষ্টায় 15 জন মৎস্য়জীবীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে ।
মৎস্য়জীবীদের একাংশের তরফে জানা গেছে, বৃহস্পতিবার কাকদ্বীপ থেকে এফ বি কৃষ্ণ কানাইয়া নামের একটি ট্রলার 15 জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরতে যায় । পরের দিনই ট্রলারটির পাখা বিকল হয়ে পড়ে । বিপাকে পড়েন ট্রলারের মৎস্যজীবীরা । বিকল অবস্থাতেই গভীর সমুদ্রে ভারত-বাংলাদেশ জলসীমার কাছে ভাসতে থাকে ট্রলারটি । পশ্চিমী ঝড়ঝঞ্জার জেরে ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে থাকে । সেই সময় ভারতীয় উপকূলরক্ষীবাহিনীর একটি জাহাজ জলসীমা এলাকায় নজরদারি চালাচ্ছিল । তারাই দুর্ঘটনাগ্রস্থ ট্রলার থেকে মৎস্য়জীবীদের উদ্ধার করে ।
পরে খবর দেওয়া হয় মৎস্যজীবী সংগঠনকে । এ বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক বিজন মাইতি বলেন, "উপকূল রক্ষীবাহিনী 15 জন মৎস্যজীবী ও ট্রলারটি উদ্ধার করে কেঁদো দ্বীপের কাছে পৌঁছেছে । মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে কাকদ্বীপ থেকে একটি ট্রলার রওনা দিয়েছে কেঁদো দ্বীপের উদ্দেশে । ওরা সকলেই সুস্থ আছেন । রাতের মধ্যেই কাকদ্বীপ মৎস্য বন্দরে ফিরে যাবেন ।"