ETV Bharat / state

মেখলিগঞ্জে ফসল নিয়ে বিবাদের জেরে হাতাহাতি, জখম 2

author img

By

Published : Apr 9, 2020, 11:47 AM IST

Updated : Apr 9, 2020, 12:44 PM IST

আলু চাষের জমির ফসল নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের হাতাহাতিতে জখম দুই মহিলা । মেখলিগঞ্জের ঘটনা । জখম একজনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

aa
জখম

কোচবিহার, 9 এপ্রিল : জমির ফসল নিয়ে বিবাদের সময় দুই পক্ষের মারপিটে জখম হল দুই মহিলা । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের খাসবস দ্বারিকামারি গ্রামের ঘটনা । জখম একজনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গ্রামের মায়া বর্মণ নামে এক মহিলা তার কিছু জমি প্রতিবেশী প্রফুল্ল রায় কার্জিকে লিজ় দেয় আলু চাষের জন্য । সেইমতো ওই জমিতে আলু চাষ করে প্রফুল্ল । আজ জমির কিছু অংশের আলু দাবি করে মায়া ৷ এরপরই মায়া ও প্রফুল্লের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ আর তা হাতাহাতিতে গিয়ে পৌঁছায় ৷ ঘটনায় দু'পক্ষের পরিবারের লোকজন আসে । শুরু হয় উভয়পক্ষের মধ্যে বচসা ও মারপিট । ঘটনার জেরে জখম হয় মায়া । তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনায় মায়ার বোন ছায়া বর্মণও জখম হয়েছে । এই বিষয়ে মায়ার বক্তব্য, "আমার স্বামী সখীন্দ্র বর্মণ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে । তাই আমি কিছু জমি আলু চাষের জন্য লিজ়ে দিই ৷ আজ আলুর ভাগ চাইতে গেলে আমায় ও আমার বোনকে মারধর করে প্রফুল্ল বর্মণ ও তার পরিবারের লোকরা ।"

অন্যদিকে , অভিযুক্ত প্রফুল্ল রায় কার্জিও মায়া ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ তুলেছে । স্থানীয় সূত্রে খবর, জখম দুই বোনের পরিবারিক জমি লিজ়ে নিয়ে প্রফুল্ল রায় কার্জি আলু চাষ করছিল । সেই আলু তোলা নিয়েই বিবাদের সূত্রপাত হয় । মায়া ও ছায়ার দাবি, শর্তানুযায়ী অর্ধেক জমির ফসল ওরা আগেই তুলে নিয়ে গিয়েছিল । আজ বাকি অর্ধেক জমির ফসল তুলে আনতে গেলে তাদের বাধা দেওয়া হয় । মারধরও করা হয় । আলুর গাড়ি রাস্তায় আটকে দেওয়া হয় ৷ অপরদিকে, প্রফুল্ল রায় কার্জির পালটা দাবি, আলু চাষ করতে তার 25 হাজার টাকা খরচ হয়েছে । সেই খরচ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম । কিন্তু, ন্যায্য টাকা চাইতেই তাকে মারধর করা হয়েছে । ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । থানার OC রাজু সোনার জানান , "উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷"

কোচবিহার, 9 এপ্রিল : জমির ফসল নিয়ে বিবাদের সময় দুই পক্ষের মারপিটে জখম হল দুই মহিলা । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের খাসবস দ্বারিকামারি গ্রামের ঘটনা । জখম একজনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গ্রামের মায়া বর্মণ নামে এক মহিলা তার কিছু জমি প্রতিবেশী প্রফুল্ল রায় কার্জিকে লিজ় দেয় আলু চাষের জন্য । সেইমতো ওই জমিতে আলু চাষ করে প্রফুল্ল । আজ জমির কিছু অংশের আলু দাবি করে মায়া ৷ এরপরই মায়া ও প্রফুল্লের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ আর তা হাতাহাতিতে গিয়ে পৌঁছায় ৷ ঘটনায় দু'পক্ষের পরিবারের লোকজন আসে । শুরু হয় উভয়পক্ষের মধ্যে বচসা ও মারপিট । ঘটনার জেরে জখম হয় মায়া । তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনায় মায়ার বোন ছায়া বর্মণও জখম হয়েছে । এই বিষয়ে মায়ার বক্তব্য, "আমার স্বামী সখীন্দ্র বর্মণ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে । তাই আমি কিছু জমি আলু চাষের জন্য লিজ়ে দিই ৷ আজ আলুর ভাগ চাইতে গেলে আমায় ও আমার বোনকে মারধর করে প্রফুল্ল বর্মণ ও তার পরিবারের লোকরা ।"

অন্যদিকে , অভিযুক্ত প্রফুল্ল রায় কার্জিও মায়া ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ তুলেছে । স্থানীয় সূত্রে খবর, জখম দুই বোনের পরিবারিক জমি লিজ়ে নিয়ে প্রফুল্ল রায় কার্জি আলু চাষ করছিল । সেই আলু তোলা নিয়েই বিবাদের সূত্রপাত হয় । মায়া ও ছায়ার দাবি, শর্তানুযায়ী অর্ধেক জমির ফসল ওরা আগেই তুলে নিয়ে গিয়েছিল । আজ বাকি অর্ধেক জমির ফসল তুলে আনতে গেলে তাদের বাধা দেওয়া হয় । মারধরও করা হয় । আলুর গাড়ি রাস্তায় আটকে দেওয়া হয় ৷ অপরদিকে, প্রফুল্ল রায় কার্জির পালটা দাবি, আলু চাষ করতে তার 25 হাজার টাকা খরচ হয়েছে । সেই খরচ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম । কিন্তু, ন্যায্য টাকা চাইতেই তাকে মারধর করা হয়েছে । ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । থানার OC রাজু সোনার জানান , "উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷"

Last Updated : Apr 9, 2020, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.