ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে তপ্ত মাথাভাঙা, জখম 7

তৃণমূল-BJP সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা । এক মহিলা সহ উভয় পক্ষের জখম 7 জন ৷

BJP
author img

By

Published : Aug 21, 2019, 9:07 PM IST

কোচবিহার, 21 অগাস্ট : ফের তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা ৷ মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জের চকিয়ারছড়া গ্রামের ঘটনা ৷ সংঘর্ষে এক মহিলা সহ দুই পক্ষের 7 জন জখম হয়েছে । এর মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেসের ও 3 জন BJP-র সমর্থক বলে জানা গিয়েছে । আহতদের মধ্যে দুই তৃণমূল সমর্থক নমীরুদ্দিন মিয়া ও মোমেদুল হকের অবস্থা গুরুতর ৷ তাঁদের দু'জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

স্থানীয় তৃণমূল নেতা আলিজার রহমান বলেন, "BJP কর্মীরা ধারাল অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে ৷ একজন মহিলা সহ আমাদের চার কর্মী আহত হয়েছেন । বাড়িঘর লুটপাট করেছে BJP । আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । এবার আমরা BJP-র ভাষাতেই জবাব দেব ।”

এদিকে স্থানীয় BJP নেতা অরবিন্দ বিশ্বাস বলেন , " তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ৷ বাজার থেকে ফেরার পথে আমাদের কর্মীদের মারধর করা হয় । রাজনৈতিক জমি হারিয়ে এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল ৷ আমাদের তিনজন কর্মী জখম হয়েছেন । বর্তমান তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ "

কোচবিহার, 21 অগাস্ট : ফের তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা ৷ মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জের চকিয়ারছড়া গ্রামের ঘটনা ৷ সংঘর্ষে এক মহিলা সহ দুই পক্ষের 7 জন জখম হয়েছে । এর মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেসের ও 3 জন BJP-র সমর্থক বলে জানা গিয়েছে । আহতদের মধ্যে দুই তৃণমূল সমর্থক নমীরুদ্দিন মিয়া ও মোমেদুল হকের অবস্থা গুরুতর ৷ তাঁদের দু'জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

স্থানীয় তৃণমূল নেতা আলিজার রহমান বলেন, "BJP কর্মীরা ধারাল অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে ৷ একজন মহিলা সহ আমাদের চার কর্মী আহত হয়েছেন । বাড়িঘর লুটপাট করেছে BJP । আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । এবার আমরা BJP-র ভাষাতেই জবাব দেব ।”

এদিকে স্থানীয় BJP নেতা অরবিন্দ বিশ্বাস বলেন , " তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ৷ বাজার থেকে ফেরার পথে আমাদের কর্মীদের মারধর করা হয় । রাজনৈতিক জমি হারিয়ে এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল ৷ আমাদের তিনজন কর্মী জখম হয়েছেন । বর্তমান তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ "

Intro:তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা।উভয় পক্ষের জখম ৭৷


কোচবিহার :২১ আগষ্ট :

ফের তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা ৷ মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জের চকিয়ারছড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এক মহিলা সহ দুই পক্ষের ৭ জন আহত হয়। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪ সমর্থক ও বিজেপির ৩জন সমর্থক বলে জানা গেছে ।তৃণমূল সুত্রে জানা গেছে আহতদের মধ্যে নমীরুদ্দিন মিয়া ও মোমেদুল হক নামে দুই তৃণমূল কংগ্রেস সমর্থকের অবস্থা গুরুতর , তাদের দুজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা আলিজার রহমান জানান " আজ বিজেপি কর্মীরা ধারাল অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীদেরআক্রমন করে । এতে এক মহিলা সহ চার জন আহত হয়েছে। বাড়িঘর লুটপাট করা হয়েছে। বিজেপি যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে তাতে আমরা এবার বিজেপির ভাষাতেই জবাব দেবো ।”


যদিও বিজেপির পাল্টা অভিযোগ করেন ৷ বিজেপির অভিযোগ " তাদের কর্মীদের উপরেই তৃণমূল কংগ্রেস হামলা চালায়। এতে তাদের তিনজন সমর্থক আহত হয়েছেন। বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় বিজেপি নেতা অরবিন্দ বিশ্বাস জানান "
" বাজার থেকে ফেরার পথে তৃণমূলের লোকেরা আমাদের বিজেপির কর্মীদের মারধোর করে । পুলিশ উল্টে আমাদের বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। রাজনৈতিক জমি হারিয়ে ওই এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল ।"


ঐ বিষয়ে কোচবিহার বিজেপি জেলা সভাপতি মালতি রাভা জানান " গোটা মাথাভাঙ্গা জুড়ে তৃণমূলরাই আমাদের কর্মীদের মারধোর করছে ,ওই এলাকায় তাদের কর্মীদেরই মারধোর করা হয়,আহত হন কয়েকজন ,বার বার মিথ্যে অভিযোগ আনছে তৃণমূল ৷ভাংচুর করা হচ্ছে বিজেপি কর্মীদের বাড়ি ঘর ,দলীয় কার্যালয় ৷ "Body:COBConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.