কোচবিহার , 14 জুন : ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি । শীতলকুচির মোলাঙ্গি বাজার এলাকার চলল গুলি । আহত এক তৃণমূল কর্মী । তাঁর নাম মিরাজ মিঞা (26) । পলাতক দুষ্কৃতীরা ।
গতকাল রাত আটটা নাগাদ মোলাঙ্গি বাজার এলাকার একটি দোকানে বসেছিলেন মিরাজ মিঞা নামের এক যুবক । আচমকা বাইক করে এসে দুই জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । স্থানীয় দোকানদার ও এলাকার মানুষ ছুটে এসে দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । পরে কোচবিহার মেডিকেল কলেজ-হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় ৷
মিরাজ মিঞা বলেন, "রাতে আমি বসেছিলাম একটি দোকানে । বাইকে করে দুই জন আসে । আমাকে লক্ষ্য করে গুলি চালায়।" তাঁর অভিযোগ, এর পিছনে রয়েছে BJP ।