কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে দিনহাটা থানার অন্তর্গত মাসানকুড়া এলাকা থেকে তাকে ধরা হয়।
গতকাল কোচবিহার কোতোয়ালির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দিনহাটার মাসানকুড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছে। এরপর কোতোয়ালির IC সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে স্পেশাল টিম অভিযান চালানো হয়।
দুষ্কৃতীদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, একটি খুকরি ও একটি রড উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে দুটি ৭.৬৫ mm পিস্তল এবং একটি দেশি বন্দুক। ধৃতদের বাড়ি দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায়।
কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে যথেচ্ছ বোমা ও আগ্নেয়াস্ত্রর ব্যবহার চলছে। কোচবিহারে এসে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বোম-বন্দুক উদ্ধারের জন্য পুলিশকে কড়া নির্দেশ দেন। তারপর পুলিশের অভিযানে গতবছরের শেষ কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোচবিহার জেলার বিভিন্ন থানার পুলিশ।