কোচবিহার, 22 মার্চ : কোরোনা মোকাবিলায় এবার বেআইনি জমায়েত রুখতে পথে নামল কোতয়ালি থানার পুলিশ। রবিবার সন্ধ্যা হতেই শহরের দাস ব্রাদার্স মোড়, বাধের পাড়, ভাওয়াল মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশ টহলদারি শুরু করেছে।
বেআইনি জমায়েত দেখলেই হঠিয়ে দিচ্ছে। প্রয়োজনে লাঠিও মারছে বেপরোয়াভাবে । জেলা সদর কোচবিহারের পাশাপাশি দিনহাটা, তুফানগঞ্জ ও মাথাভাঙা মহকুমাতেও রাস্তায় বে আইনি জমায়েত হঠাচ্ছে পুলিশ।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।