কোচবিহার, 5 এপ্রিল : কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেলাশাসকের অফিসের সামনে গতকাল ধরনায় বসে BJP কর্মী সমর্থকরা। BJP কর্মী সমর্থকদের ধরনা চলাকালীন মঞ্চে আসেন BJP নেতা মুকুল রায়, BJP প্রার্থী নিশীথ প্রামাণিকসহ অন্যরা।
গোটা বিষয়টি নিয়ে জেলাশাসক তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে চান তাঁরা। কিন্তু তাঁর দেখা পাননি। এরপর মুকুল রায় বলেন, "কোচবিহারের জেলাশাসক আমাদের সঙ্গে দেখা করেননি। রিটার্নিং অফিসার প্রার্থীর সঙ্গে দেখা করতে বাধ্য। আমরা পরবর্তীতে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করব। উনি যদি আমাদের সাথে দেখা না করেন তাহলে রাতে তাঁর বাড়ির সামনে BJP কর্মী সমর্থকরা দেখা করতে যাবে। গোটা বিষয়টি একজন নির্বাচনী আধিকারিককেও জানানো হয়েছে বলে জানান তিনি।"
এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "ওরা হেরে যাবে। তাই আগেভাগেই এসব নাটক করছে।"
আগামী 11 এপ্রিল প্রথম দফায় কোচবিহারে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে কোচবিহারে। বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। এখনও জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়নি।