জলপাইগুড়ি, 12 জুন : হুমকি চিঠি পেলেন মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্ঘ্য রায় প্রধান । জানা গেছে, উকিল রায় নামে এক ব্যক্তি স্পিড পোস্টে বিধায়ককে এই চিঠি পাঠিয়েছেন তাঁর হলদিবাড়ির বাড়ির ঠিকানায় ।
স্পিড পোস্টে আসা চিঠিতে লেখা রয়েছে, "দাদা, খুব গোপনীয় খবর । আপনি সাবধানে থাকবেন । মেখলিগঞ্জে যাবেন না । মিটিং মিছিল করবেন না । ঘটনা ঘটে যাবে ।" চিঠি পাওয়ার পরই হলদিবাড়ি থানায় অভিযোগ জানান বিধায়ক । থানার IC দেবাশিস বোস জানান, অভিযোগ ও চিঠি তাঁরা পেয়েছেন । তদন্ত করে দেখা হচ্ছে ।
বিধায়ক বলেন, "আমি একজন বিধায়ক । পাশাপাশি দলের সাংগঠনিক দায়িত্বেও রয়েছি । মেখলিগঞ্জের মানুষ আমাদের কাছে উন্নয়নের কাজ আশা করেন । কর্মীদের নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই । যতই হুমকি আসুক না কেন আমি মেখলিগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই ।"