ETV Bharat / state

"সাবধানে থাকবেন, ঘটনা ঘটে যাবে" বিধায়ককে হুমকি চিঠি - letter

"দাদা, খুব গোপনীয় খবর । আপনি সাবধানে থাকবেন । ঘটনা ঘটে যাবে ।" হুমকি চিঠি এল মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের কাছে ।

বিধায়ক অর্ঘ্য রায় প্রধান
author img

By

Published : Jun 12, 2019, 10:14 PM IST

জলপাইগুড়ি, 12 জুন : হুমকি চিঠি পেলেন মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্ঘ্য রায় প্রধান । জানা গেছে, উকিল রায় নামে এক ব্যক্তি স্পিড পোস্টে বিধায়ককে এই চিঠি পাঠিয়েছেন তাঁর হলদিবাড়ির বাড়ির ঠিকানায় ।

স্পিড পোস্টে আসা চিঠিতে লেখা রয়েছে, "দাদা, খুব গোপনীয় খবর । আপনি সাবধানে থাকবেন । মেখলিগঞ্জে যাবেন না । মিটিং মিছিল করবেন না । ঘটনা ঘটে যাবে ।" চিঠি পাওয়ার পরই হলদিবাড়ি থানায় অভিযোগ জানান বিধায়ক । থানার IC দেবাশিস বোস জানান, অভিযোগ ও চিঠি তাঁরা পেয়েছেন । তদন্ত করে দেখা হচ্ছে ।

threat letter
বিধায়ককে পাঠানো হুমকি চিঠি

বিধায়ক বলেন, "আমি একজন বিধায়ক । পাশাপাশি দলের সাংগঠনিক দায়িত্বেও রয়েছি । মেখলিগঞ্জের মানুষ আমাদের কাছে উন্নয়নের কাজ আশা করেন । কর্মীদের নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই । যতই হুমকি আসুক না কেন আমি মেখলিগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই ।"

জলপাইগুড়ি, 12 জুন : হুমকি চিঠি পেলেন মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্ঘ্য রায় প্রধান । জানা গেছে, উকিল রায় নামে এক ব্যক্তি স্পিড পোস্টে বিধায়ককে এই চিঠি পাঠিয়েছেন তাঁর হলদিবাড়ির বাড়ির ঠিকানায় ।

স্পিড পোস্টে আসা চিঠিতে লেখা রয়েছে, "দাদা, খুব গোপনীয় খবর । আপনি সাবধানে থাকবেন । মেখলিগঞ্জে যাবেন না । মিটিং মিছিল করবেন না । ঘটনা ঘটে যাবে ।" চিঠি পাওয়ার পরই হলদিবাড়ি থানায় অভিযোগ জানান বিধায়ক । থানার IC দেবাশিস বোস জানান, অভিযোগ ও চিঠি তাঁরা পেয়েছেন । তদন্ত করে দেখা হচ্ছে ।

threat letter
বিধায়ককে পাঠানো হুমকি চিঠি

বিধায়ক বলেন, "আমি একজন বিধায়ক । পাশাপাশি দলের সাংগঠনিক দায়িত্বেও রয়েছি । মেখলিগঞ্জের মানুষ আমাদের কাছে উন্নয়নের কাজ আশা করেন । কর্মীদের নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই । যতই হুমকি আসুক না কেন আমি মেখলিগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই ।"

Intro:
জলপাইগুড়িঃঃ " দাদা, খুব গোপনীয় খবর।আপনি সাবধানে থাকবেন।আর কোন ক্রমে মেখলিগঞ্জে যাবেন না।মিটিং মিছিল করবেন না।ঘটনা ঘটে যাবে।মেখলিগঞ্জএর বিধায়ক অর্ঘ রায় প্রধানের কাছে এমনই হুমকি চিঠি এসে পৌছাল।উকিল রায় নামে এক ব্যক্তি স্পিড পোস্টে বিধায়ককে হুমকি চিঠি পাঠিয়েছেন তার হলদিবাড়ির বাড়িতে।

মেখলিগঞ্জের বিধায়ক তথা মেখলিগঞ্জ মহকুমার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতিত দায়িত্বে থাকা অর্ঘ্য রায় প্রধান এর বাড়িতে বুধবার হুমকি সহযোগে স্পীড পোস্ট এর মাধ্যমে চিঠি পৌঁছালো।

স্পিড পোস্টে আসা চিঠিতে উল্লেখ করা হয়েছে তিনি যাতে মেখলিগঞ্জে কোন মিটিং মিছিল না করেন। মিটিং মিছিল করলে কোন ঘটনা ঘটতে পারে। এ গেলে আপনার অসুবিধা হবে। বুধবার হলদিবাড়ি থানায় স্পিড পোস্টে আসা চিঠির বিষয়ে অভিযোগ জানানো হয় বিধায়ক এর পক্ষ থেকে।

হলদিবাড়ি থানার আই সি দেবাশীষ বোস জানান অভিযোগ ও চিঠি তারা পেয়েছেন ।তারা তদন্ত করে দেখছেন।

এদকে চিঠির বিষয়ে বিধায়ক অর্ঘ্য রায় প্রধান জানান আমি একজন বিধায়ক পাশাপাশি দলের সাংগঠনিক দায়িত্বেও রয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের কাছে উন্নয়নের কাজ আশা করেন এমনকি দলের কর্মিদের নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।এমন যতই হুমকি আসুক না কেন আমি মেখলিগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই।দলনেত্রী কিছুদিন আগেই জেলা সভাপতি বদল করেছেন পুরনো সব কমিটি কোচবিহার জেলার সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন বৈঠক ডেকে ভেবগে দিয়েছেন।ফলে ফলের সাংগঠনিক দায়িত্বও লোপ পেয়েছে বিধায়কের। সেই সময়ে এমন একটা হুমকি চিঠি আসায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে তৃনমুল কর্মিদের মধ্যে।

Body:WB_JAL_12JUNE_THREAT _LETTER_ABHIJIT_7203437
Conclusion:WB_JAL_12JUNE_THREAT _LETTER_ABHIJIT_7203437
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.