ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ, খোঁজ নেই ভাইস চেয়ারম্যানের - vice chairman

মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় ৷ সেই মতো গতকাল টাকা ফেরত নিতে তাঁর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা ৷ কিন্তু, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ এরপরই তাঁর বাড়ির সমানে অবস্থানে বসেন স্থানীয়রা ৷ জানান, টাকা না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান ৷

কাটমানি ফেরতের দাবিতে ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ
author img

By

Published : Jul 23, 2019, 3:33 PM IST

Updated : Jul 23, 2019, 3:49 PM IST

মেখলিগঞ্জ, 23 জুলাই : চলতি মাসের 22 তারিখ (সোমবার) ফেরত দেবেন কাটমানি ৷ মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় ৷ সেই মতো গতকাল টাকা ফেরত নিতে তাঁর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা ৷ কিন্তু, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ এরপরই তাঁর বাড়ির সমানে অবস্থানে বসেন স্থানীয়রা ৷

ভিডিয়োয় দেখুন

অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90 জন উপভোক্তার কাছ থেকে মোট 21 লাখ টাকা কাটমানি নিয়েছিলেন অমিতাভবাবু ৷ টাকা ফেরতের দাবিতে 2 জুলাই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতির চাপে তিনি মুচলেকা দিয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । জানান 22 জুলাই টাকা ফেরত দেবেন ৷

গতকাল টাকা ফেরত নেওয়ার জন্য তাঁর বাড়িতে ভিড় জমান উপভোক্তারা ৷ কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ তাঁকে না পেয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান শুরু করেন স্থানীয়রা ৷ জানান, টাকা না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান ৷

মিঠু বিশ্বাস (বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা ) বলেন, "আমরা ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরত নিতে আসি । কিন্তু এসে দেখি সব ঘরে তালা ঝোলানো রয়েছে ৷ গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার বদলে সপরিবারে পালিয়ে গেছেন ৷ কিন্তু কতদিন এইভাবে বাড়ি ছাড়া হয়ে থাকবে । ধরনায় বসেছি ৷ কাটমানি ফেরত না পাওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ ৷ "

যদিও এবিষয়ে অমিতাভবাবুকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি ৷

মেখলিগঞ্জ, 23 জুলাই : চলতি মাসের 22 তারিখ (সোমবার) ফেরত দেবেন কাটমানি ৷ মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় ৷ সেই মতো গতকাল টাকা ফেরত নিতে তাঁর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা ৷ কিন্তু, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ এরপরই তাঁর বাড়ির সমানে অবস্থানে বসেন স্থানীয়রা ৷

ভিডিয়োয় দেখুন

অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90 জন উপভোক্তার কাছ থেকে মোট 21 লাখ টাকা কাটমানি নিয়েছিলেন অমিতাভবাবু ৷ টাকা ফেরতের দাবিতে 2 জুলাই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতির চাপে তিনি মুচলেকা দিয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । জানান 22 জুলাই টাকা ফেরত দেবেন ৷

গতকাল টাকা ফেরত নেওয়ার জন্য তাঁর বাড়িতে ভিড় জমান উপভোক্তারা ৷ কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ তাঁকে না পেয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান শুরু করেন স্থানীয়রা ৷ জানান, টাকা না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান ৷

মিঠু বিশ্বাস (বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা ) বলেন, "আমরা ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরত নিতে আসি । কিন্তু এসে দেখি সব ঘরে তালা ঝোলানো রয়েছে ৷ গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার বদলে সপরিবারে পালিয়ে গেছেন ৷ কিন্তু কতদিন এইভাবে বাড়ি ছাড়া হয়ে থাকবে । ধরনায় বসেছি ৷ কাটমানি ফেরত না পাওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ ৷ "

যদিও এবিষয়ে অমিতাভবাবুকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি ৷

Intro:ফেরাতে হবে কাটমানি ,ভয়ে বাড়ি ছাড়া ভাইস চেয়ারম্যান,
কাটমানি ফেরৎ পেতে ধর্না ভাইস চেয়ারম্যানের বাড়িতে৷

কোচবিহার :২২জুলাই :

রবিবার ২১জুলাই এর সভামঞ্চ থেকে কাটমানির বদলে বিজেপির কাছে ব্লাকমানি ফেরৎ চাওয়ার হুঙ্কার এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দিলেও আজ কিন্তু তার বিপরীত চিত্র লক্ষ করা গেলো কোচবিহারে ৷কাট মানি ফেরত দেবেন বলে লিখিত মুচ্লেখা দেন তৃনমূল নেতা তথা কোচবিহারের মেখলিগঞ্জ পৌর সভার উপপৌরপতি । মেখলিগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরৎ নিতে দেখা গেল সাধারণ জনতার ভিড়। অভিযোগ, প্রধান মন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় ৯০ জন বেনিফিসারির কাছ থেকে ২১লক্ষ টাকা অবৈধভাবে নিয়েছিলেন ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়। মেখলিগঞ্জ পুর এলাকার বাসিন্দারা এই অভিযোগ এনে গত ২ই জুলাই তার বাড়িতে কাটমানি ফেরৎ নিতে আন্দোলনও গড়ে তোলে।এরপর সেদিনই পরিস্থিতির চাপে পড়ে ভাইস চেয়ারম্যান জনতার সামনে নিজের বাড়িতে বসে একটি মুচলেখা দেন। সেখানে লিখিত আকারে উল্লেখ করা থাকে যে, আগামী ২২ জুলাই তিনি যে সমস্ত মানুষের কাছ থেকে সরকারি ঘর দেওয়ার নাম করে অবৈধভাবে টাকা নিয়েছেন তা ফেরৎ দেবেন। সোমবার সেই মোতাবেক পৌর এলাকার বাসিন্দারা সেই টাকা ফেরত নেওয়ার জন্য অভিতাভের বাড়িতে জমায়েত হয়। কাটমানি ফেরত ত দূরের কথা বাড়িতে সব ঘরে তালা মেরে স্বপরিবারে পালিয়েযান অন্যত্র ৷ বাড়িতে এসে পৌরপতি কে না পেয়ে অবস্থান বিক্ষোভ দেখান সেখানেই ৷টাকা না পাওয়া পর্যন্ত অবস্থান তুলবেন না ঐ দাবিতে চলে অবস্থান বিক্ষোভ ৷


পুর এলাকার বাসিন্দা মিঠু বিশ্বাস জানান "আমরা ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরৎ নিতে আসি। কিন্তু এসে দেখি সব ঘরে তালা ঝোলানো রয়েছে, শুনশান গোটা বাড়ি। গরীব মানুষের টাকা ফেরৎ দেওয়ার বদলে স্ব-পরিবারে গা ঢাকা দিয়ে কোথাও পালিয়ে গেছে?। কিন্তু কতদিন এভাবে বাড়ি ছাড়া হয়ে থাকবে। ধর্ণায় বসেছি ,কাটমানি ফেরত না পাওয়া পর্যন্ত চলবে ঐ বিক্ষোভ ৷ বাসিন্দারা জানান অনির্দিষ্টকালের জন্য ঐ বিক্ষোভ চলবে ৷


যদিও ঐ বিষয়ে পৌর পতি অমিতাভ রায়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ,মোবাইলে ফোনে একাধিকবার যোগোযোগ করার চেষ্টা করা হলেও ফোন তোলেননি ৷Body:COB Conclusion:
Last Updated : Jul 23, 2019, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.