ETV Bharat / state

উত্তপ্ত কোচবিহারে চলল গুলি; জখম 8, এলাকায় 144

কোচবিহারের শীতলকুচিতে BJP-র বিজয় মিছিলে গুলি চলল । আহত 8 ।

author img

By

Published : Jun 9, 2019, 6:32 PM IST

Updated : Jun 9, 2019, 10:52 PM IST

ছবিটি প্রতীকী

শীতলকুচি(কোচবিহার), 9 জুন : বিজয়মিছিল ঘিরে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি । তৃণমূল-BJP সংঘর্ষ । চলল গুলি । গুলিবিদ্ধ তিন BJP কর্মী সহ আহত আটজন । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ।

আজ সকাল সাড়ে 10টা নাগাদ শীতলকুচি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হয় BJP-র বিজয় মিছিল । মিছিলে মাইকে ঘোষণা বন্ধের জন্য কয়েকজন তৃণমূল কর্মী প্রথমে বাধা দেয় । ঘোষণা বন্ধ না করায়, শুরু হয় বচসা । মুহূর্তে শুরু হয় সংঘর্ষ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

এদিকে, পুলিশ কেন মিছিল আটকাচ্ছে না, এর প্রতিবাদে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শীতলকুচি থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা । অন্যদিকে, ঠিক তখনই মিছিলে গুলি চলে । তিন BJP কর্মী সহ আহত আটজন । অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । জারি করা হয়েছে 144 ধারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ । পৌঁছেছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার ।

কোচবিহারে BJP-র প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র বর্মন বলেন, "আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে । এই ঘটনার পেছনে তৃণমূলের মদত রয়েছে ।"

bjp
মিছিল ঘিরে উত্তেজনা

তৃণমূল নেতা আবেদ আলি বলেন, "এখন তো তৃণমূল কর্মীরা বাড়িতেই থাকতে পারছে না । ওরা হামলা করবে কী করে ? নিজেদের মধ্যে অশান্তি করে অন্যের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ।"

কোচবিহারের SP অভিষেক গুপ্তা বলেন, "ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে আটক করা হয়েছে । পুলিশি টহল চলছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।"

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

এই সংক্রান্ত খবর : থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

শীতলকুচি(কোচবিহার), 9 জুন : বিজয়মিছিল ঘিরে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি । তৃণমূল-BJP সংঘর্ষ । চলল গুলি । গুলিবিদ্ধ তিন BJP কর্মী সহ আহত আটজন । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ।

আজ সকাল সাড়ে 10টা নাগাদ শীতলকুচি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হয় BJP-র বিজয় মিছিল । মিছিলে মাইকে ঘোষণা বন্ধের জন্য কয়েকজন তৃণমূল কর্মী প্রথমে বাধা দেয় । ঘোষণা বন্ধ না করায়, শুরু হয় বচসা । মুহূর্তে শুরু হয় সংঘর্ষ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

এদিকে, পুলিশ কেন মিছিল আটকাচ্ছে না, এর প্রতিবাদে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শীতলকুচি থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা । অন্যদিকে, ঠিক তখনই মিছিলে গুলি চলে । তিন BJP কর্মী সহ আহত আটজন । অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । জারি করা হয়েছে 144 ধারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ । পৌঁছেছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার ।

কোচবিহারে BJP-র প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র বর্মন বলেন, "আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে । এই ঘটনার পেছনে তৃণমূলের মদত রয়েছে ।"

bjp
মিছিল ঘিরে উত্তেজনা

তৃণমূল নেতা আবেদ আলি বলেন, "এখন তো তৃণমূল কর্মীরা বাড়িতেই থাকতে পারছে না । ওরা হামলা করবে কী করে ? নিজেদের মধ্যে অশান্তি করে অন্যের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ।"

কোচবিহারের SP অভিষেক গুপ্তা বলেন, "ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে আটক করা হয়েছে । পুলিশি টহল চলছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।"

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

এই সংক্রান্ত খবর : থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

sample description
Last Updated : Jun 9, 2019, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.