কোচবিহার, 21 সেপ্টেম্বর: মাথাভাঙ্গা-কোচবিহার 16 নম্বর রাজ্য সড়কের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বেলতলা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এদিন সকালে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । মৃতের নাম মনসুর মিঞা বলে জানা গিয়েছে ৷ তবে পুলিশের তরফে নাম নিশ্চিত করা হয়নি ৷
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ভিড় জমান । ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা, এসডিপিও সুরজিৎ মণ্ডল, আইসি ভাস্কর প্রধান-সহ বিশাল পুলিশবাহিনী । দেহটিকে হাত বাঁধা এবং গলায় মোবাইলের চার্জার পেচানো অবস্থায় পাওয়া যায় (Body Recovered beside of state highway in Mathabhanga) ।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান উদয় সরকার বলেন, "ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি । মনে হচ্ছে তাঁকে খুন করে এভাবে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে । তবে তাঁকে চেনা যাচ্ছে না । পুলিশে খবর দেওয়া হয়েছে ।"
আরও পড়ুন: যুবকের দেহ উদ্ধারে ক্ষুব্ধ বাসিন্দারা, মদ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ
পুলিশ এসে দেহ দেখার পর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে ৷ এরপরেই ঘটনাস্থলে আসেন বাড়ির লোক । এক আত্মীয়ের দাবি, যে মারা গিয়েছে তাঁর মোবাইল থেকে ম্যাসেজ আসে যেখানে বলা হয় 8 লক্ষ টাকা দিতে হবে ।