কোচবিহার, 10 ফেব্রুয়ারি : বিজেপির ‘রথে’ হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ সূত্রের খবর, বুধবার ভোরে কিশানগঞ্জ-ডালখোলা সীমানা পেরিয়ে বাংলায় প্রবেশ করতেই সিভিক ভলান্টিয়ার ও এক পুলিশকর্মী ওই গাড়ি আটকে তাতে লাঠি মারেন৷ ভেঙে ফেলা হয় গাড়ির দরজার হাতলও। এমনকী গাড়িচালক মহম্মদ গুলবসনকে মারধর করা হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, বৃহস্পতিবার কোচবিহার থেকে উত্তরবঙ্গে রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই উপলক্ষ্য়েই রথ হিসাবে নির্দিষ্ট ওই গাড়িটি আনা হচ্ছিল৷ তখনই এই ঘটনা ঘটে বলে অভিযোগ৷
আরও পড়ুন: আপাতত স্বস্তিতে বিজেপি, রথযাত্রা স্থগিত রাখার আর্জি খারিজ হাইকোর্টে
গাড়ির চালক মহম্মদ গুলবসনের দাবি, সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকতেই লাঠি দিয়ে গাড়ির উপর হামলা চালানো হয়। বিজেপি উত্তরবঙ্গ জ়োনের পরিবর্তন যাত্রার প্রধান নিখিলরঞ্জন দে বলেন, ‘‘আমাদের পরিবর্তন যাত্রা বৃহস্পতিবার শুরু হবে। তার আগেই সেই রথ যখন বিহার সীমানা পেরিয়ে বাংলায় প্রবেশ করে, তখন পুলিশ হামলা চালায়। মানুষই এর জবাব দেবে।’’