ETV Bharat / state

মুসলমানরাও দিদির উপর আস্থা হারিয়েছেন, তোপ মোদির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

হুগলিতে তৃণমূলের এক প্রচার সভা থেকে আইএসএফের বিরুদ্ধে বলতে গিয়ে, সংখ্যালঘুদের এক হওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই আবেদনকেই এদিন কোচবিহারের জনসভা থেকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷

bengal-election-2021-narendra-modi-takes-mamata-banerjee-on-religious-polarization-in-west-bengal-assembly-election
মুসলমানরাও দিদির উপর আস্থা হারিয়েছেন, তোপ মোদির
author img

By

Published : Apr 6, 2021, 10:28 PM IST

কোচবিহার, 6 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ভরসায় নির্বাচনে লড়ছেন, তাঁরাও আর দিদির উপর আস্থা হারিয়েছেন ৷ আজ কোচবিহারের রাস মেলার মাঠে বিজেপির প্রচার সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির মুখ্য় প্রচারক নরেন্দ্র মোদি ৷ যেখানে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক ভোট রাজনীতির অভিযোগ করলেন তিনি ৷ প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, ‘‘দিদি মুসলমানদের তৃণমূলকে ভোট দিতে এক হওয়ার ডাক দিচ্ছেন ৷’’

প্রসঙ্গত, হুগলিতে তৃণমূলের এক প্রচার সভা থেকে আইএসএফের বিরুদ্ধে বলতে গিয়ে, সংখ্যালঘুদের এক হওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই আবেদনকেই এদিন কোচবিহারের জনসভা থেকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘ভোটে জিততে এখন মুসলমানদের এক হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে হচ্ছে দিদিকে ৷ দিদি যে মুসলমান ভোটারদের ভরসায় নির্বাচনে নেমেছেন, তাঁরাই এখন দিদির উপর থেকে ভরসা হারিয়েছেন ৷ তাঁর সঙ্গে নেই ৷ তাঁর প্রমাণ দিদিকে এখন মুসলমান ভোটারদের একজোট হয়ে তৃণমূলকে ভোট দিতে আবেদন করতে বলা হচ্ছে ৷ এর থেকেই স্পষ্ট তৃণমূল কংগ্রেস হেরে গেছে ৷’’

মুসলমানরাও দিদির উপর আস্থা হারিয়েছেন, তোপ মোদির

আরও পড়ুন :সম্মান জানাতেই বাংলায় কথা, ভাষা কটাক্ষের জবাব মোদির

এ প্রসঙ্গেই মোদি বিজেপির উদাহরণ দিয়ে বলেন, এখানে বিজেপির তরফে মঞ্চে দাঁড়িয়ে বলা হতো সব হিন্দু এক হয়ে বিজেপিকে ভোট দিয়ে জেতাও, তবে এতক্ষণে বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ প্রার্থী ও জেলা নেতৃত্বকে কমিশন শোকজ করত ৷ কিন্তু, আপনাকে কি করা হয়েছে?’’ যদিও মোদি বলেন, তিনি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে কমিশন কোনও নোটিস দিয়েছে কি না!

কোচবিহার, 6 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ভরসায় নির্বাচনে লড়ছেন, তাঁরাও আর দিদির উপর আস্থা হারিয়েছেন ৷ আজ কোচবিহারের রাস মেলার মাঠে বিজেপির প্রচার সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির মুখ্য় প্রচারক নরেন্দ্র মোদি ৷ যেখানে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক ভোট রাজনীতির অভিযোগ করলেন তিনি ৷ প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, ‘‘দিদি মুসলমানদের তৃণমূলকে ভোট দিতে এক হওয়ার ডাক দিচ্ছেন ৷’’

প্রসঙ্গত, হুগলিতে তৃণমূলের এক প্রচার সভা থেকে আইএসএফের বিরুদ্ধে বলতে গিয়ে, সংখ্যালঘুদের এক হওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই আবেদনকেই এদিন কোচবিহারের জনসভা থেকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘ভোটে জিততে এখন মুসলমানদের এক হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে হচ্ছে দিদিকে ৷ দিদি যে মুসলমান ভোটারদের ভরসায় নির্বাচনে নেমেছেন, তাঁরাই এখন দিদির উপর থেকে ভরসা হারিয়েছেন ৷ তাঁর সঙ্গে নেই ৷ তাঁর প্রমাণ দিদিকে এখন মুসলমান ভোটারদের একজোট হয়ে তৃণমূলকে ভোট দিতে আবেদন করতে বলা হচ্ছে ৷ এর থেকেই স্পষ্ট তৃণমূল কংগ্রেস হেরে গেছে ৷’’

মুসলমানরাও দিদির উপর আস্থা হারিয়েছেন, তোপ মোদির

আরও পড়ুন :সম্মান জানাতেই বাংলায় কথা, ভাষা কটাক্ষের জবাব মোদির

এ প্রসঙ্গেই মোদি বিজেপির উদাহরণ দিয়ে বলেন, এখানে বিজেপির তরফে মঞ্চে দাঁড়িয়ে বলা হতো সব হিন্দু এক হয়ে বিজেপিকে ভোট দিয়ে জেতাও, তবে এতক্ষণে বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ প্রার্থী ও জেলা নেতৃত্বকে কমিশন শোকজ করত ৷ কিন্তু, আপনাকে কি করা হয়েছে?’’ যদিও মোদি বলেন, তিনি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে কমিশন কোনও নোটিস দিয়েছে কি না!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.