ETV Bharat / state

দিনহাটার গীতালদহে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান - corruption

তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ ৷ দিনহাটার গীতালদহে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা ৷

দিনহাটার গীতালদহে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ
দিনহাটার গীতালদহে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ
author img

By

Published : Jun 14, 2021, 9:39 AM IST

দিনহাটা, 14 জুন : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য দিনহাটার গীতালদহে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর ভাঙন রোধে বোল্ডার পিচিং, গ্রামের বাড়ি বাড়ি মাছের ট্যাঙ্ক তৈরি করা এবং কলের পাড় তৈরিতে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে ।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে ব্লক প্রশাসন থেকে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছে বলে জানান তাঁরা । যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান । গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী প্রদীপ বর্মন বলেন, ‘‘পঞ্চায়েতের কিছু সদস্য যাঁরা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁরাই এ ধরণের ভিত্তিহীন অভিযোগ এনেছে ।’’

দিনহাটার গীতালদহে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ


প্রসঙ্গত, দিনহাটা-1 ব্লকের গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে ধরলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে । প্রতি বছরই বর্ষার সময় নদীতে ভাঙন দেখা দেয় । নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের তরফে 21টি বোল্ডার পিচিং বরাদ্দ করা হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বোল্ডার পিচিংগুলো যে মাপের হওয়ার কথা ছিল সেগুলি হয়নি । ভাঙন রোধে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ার জন্য মাস দুয়েকের মধ্যে সেগুলি ভেঙে পড়তে শুরু করেছে বলে বাসিন্দাদের অভিযোগ ।

অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের 273 জন বাসিন্দার মাছের ট্যাঙ্ক তৈরির কথা ছিল । প্রতিটা ট্যাঙ্কের জন্য বরাদ্দ ছিল 65 হাজার টাকা । অভিযোগ অর্ধেক বাড়িতেও মাছের ট্যাঙ্ক তৈরি হয়নি । গ্রাম পঞ্চায়েতে প্রায় 1200টি বাড়িতে 14 হাজার টাকা ব্যয়ে কলের পাড় তৈরির কথা থাকলেও মাত্র 300টি বাড়িতে কলের পাড় তৈরি হয়েছে । বাকি বাড়িতে কলের পাড় হয়নি এবং সে টাকার হিসেবও নেই । সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ ।

আরও পড়ুন : Corona In Bengal : চার হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ

ইতিমধ্যে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন বাসিন্দা এইসব দুর্নীতি নিয়ে দিনহাটা-1 ব্লকের বিডিও, এসডিও ও জেলা এনআরইজিএস সেলে অভিযোগ জানান । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন প্রশাসনের কর্তারা ।

দিনদুয়েক আগে গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে অভিযোগ ওঠা কাজকর্মগুলো খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা । গোটা বিষয়টি নিয়ে দিনহাটা-1 ব্লকের বিডিও মদনমোহন মুর্মু বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷’’

দিনহাটা, 14 জুন : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য দিনহাটার গীতালদহে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর ভাঙন রোধে বোল্ডার পিচিং, গ্রামের বাড়ি বাড়ি মাছের ট্যাঙ্ক তৈরি করা এবং কলের পাড় তৈরিতে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে ।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে ব্লক প্রশাসন থেকে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছে বলে জানান তাঁরা । যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান । গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী প্রদীপ বর্মন বলেন, ‘‘পঞ্চায়েতের কিছু সদস্য যাঁরা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁরাই এ ধরণের ভিত্তিহীন অভিযোগ এনেছে ।’’

দিনহাটার গীতালদহে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ


প্রসঙ্গত, দিনহাটা-1 ব্লকের গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে ধরলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে । প্রতি বছরই বর্ষার সময় নদীতে ভাঙন দেখা দেয় । নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের তরফে 21টি বোল্ডার পিচিং বরাদ্দ করা হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বোল্ডার পিচিংগুলো যে মাপের হওয়ার কথা ছিল সেগুলি হয়নি । ভাঙন রোধে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ার জন্য মাস দুয়েকের মধ্যে সেগুলি ভেঙে পড়তে শুরু করেছে বলে বাসিন্দাদের অভিযোগ ।

অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের 273 জন বাসিন্দার মাছের ট্যাঙ্ক তৈরির কথা ছিল । প্রতিটা ট্যাঙ্কের জন্য বরাদ্দ ছিল 65 হাজার টাকা । অভিযোগ অর্ধেক বাড়িতেও মাছের ট্যাঙ্ক তৈরি হয়নি । গ্রাম পঞ্চায়েতে প্রায় 1200টি বাড়িতে 14 হাজার টাকা ব্যয়ে কলের পাড় তৈরির কথা থাকলেও মাত্র 300টি বাড়িতে কলের পাড় তৈরি হয়েছে । বাকি বাড়িতে কলের পাড় হয়নি এবং সে টাকার হিসেবও নেই । সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ ।

আরও পড়ুন : Corona In Bengal : চার হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ

ইতিমধ্যে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন বাসিন্দা এইসব দুর্নীতি নিয়ে দিনহাটা-1 ব্লকের বিডিও, এসডিও ও জেলা এনআরইজিএস সেলে অভিযোগ জানান । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন প্রশাসনের কর্তারা ।

দিনদুয়েক আগে গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে অভিযোগ ওঠা কাজকর্মগুলো খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা । গোটা বিষয়টি নিয়ে দিনহাটা-1 ব্লকের বিডিও মদনমোহন মুর্মু বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.