ETV Bharat / state

অবস্থানের হুঁশিয়ারি দিয়ে পর্যবেক্ষকের কাছে অভিযোগ নিশীথের

নির্বাচনী পর্যবেক্ষক চন্দ্রপ্রকাশ ভার্মার কাছে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করলেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক। ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দেন তিনি।

BJP প্রার্থী নিশীথ প্রামাণিক
author img

By

Published : Apr 2, 2019, 9:43 PM IST

Updated : Apr 2, 2019, 10:39 PM IST

কোচবিহার, ২ এপ্রিল : কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করলেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক। আজ দুপুরে তিনি নির্বাচনী পর্যবেক্ষক চন্দ্রপ্রকাশ ভার্মার সঙ্গে দেখা করে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পরে BJP প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করব।"

১১ এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। তবে BJP-র অভিযোগ, বিভিন্ন থানার OC, IC-রা BJP-র প্রচারে বাধা দিচ্ছে। অথচ তৃণমূল কংগ্রেস অনুমতি না নিয়েই প্রচার করছে। জেলাশাসক ও পুলিশ সুপার পক্ষপাতমূলক আচরণ করছেন। আজ এই বিষয়ে BJP-র তরফে নির্বাচনী পর্যবেক্ষক চন্দ্রপ্রকাশ ভার্মার কাছে লিখিত অভিযোগ করা হয়।

নিশীথ বলেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। যারা পশ্চিমবঙ্গ সরকারের দলদাসত্ব করছে তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্বাচনী পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানানো হয়েছে। আমাদের মিটিং-মিছিল, পথসভা আটকে দেওয়া হচ্ছে। DM, SP থেকে শুরু করে সবাই আজ দলদাসে পরিণত হয়েছে। BJP-র আঞ্চলিক নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ-রাজ চলছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। মমতা ব্যানার্জির থেকে কোচবিহারের সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। নির্বাচনী পর্যবেক্ষককে এই বিষয়ে জানানো হয়েছে। সমস্যা না মিটলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করব।"

এই বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "BJP প্রার্থী একজন দাগি আসামি ও গুন্ডা। তাঁর নামে বিভিন্ন থানায় ফৌজদারি মামলা রয়েছে। তাই তিনি ভয়ে প্রচারে যাচ্ছেন না।"

কোচবিহার, ২ এপ্রিল : কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করলেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক। আজ দুপুরে তিনি নির্বাচনী পর্যবেক্ষক চন্দ্রপ্রকাশ ভার্মার সঙ্গে দেখা করে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পরে BJP প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করব।"

১১ এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। তবে BJP-র অভিযোগ, বিভিন্ন থানার OC, IC-রা BJP-র প্রচারে বাধা দিচ্ছে। অথচ তৃণমূল কংগ্রেস অনুমতি না নিয়েই প্রচার করছে। জেলাশাসক ও পুলিশ সুপার পক্ষপাতমূলক আচরণ করছেন। আজ এই বিষয়ে BJP-র তরফে নির্বাচনী পর্যবেক্ষক চন্দ্রপ্রকাশ ভার্মার কাছে লিখিত অভিযোগ করা হয়।

নিশীথ বলেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। যারা পশ্চিমবঙ্গ সরকারের দলদাসত্ব করছে তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্বাচনী পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানানো হয়েছে। আমাদের মিটিং-মিছিল, পথসভা আটকে দেওয়া হচ্ছে। DM, SP থেকে শুরু করে সবাই আজ দলদাসে পরিণত হয়েছে। BJP-র আঞ্চলিক নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ-রাজ চলছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। মমতা ব্যানার্জির থেকে কোচবিহারের সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। নির্বাচনী পর্যবেক্ষককে এই বিষয়ে জানানো হয়েছে। সমস্যা না মিটলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করব।"

এই বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "BJP প্রার্থী একজন দাগি আসামি ও গুন্ডা। তাঁর নামে বিভিন্ন থানায় ফৌজদারি মামলা রয়েছে। তাই তিনি ভয়ে প্রচারে যাচ্ছেন না।"

sample description
Last Updated : Apr 2, 2019, 10:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.