ETV Bharat / state

বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলায় যাবেন ? থাকছে একাধিক স্পেশাল ট্রেন

বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলা । তাই পূর্ব রেল জসিডি ও দেওঘর থেকে বিভিন্ন রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 11, 2019, 3:25 AM IST

কলকাতা, 11 জুলাই : প্রতি বছরের মতো এ বারও বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলা হবে । তাই পূর্ব রেল জসিডি ও দেওঘর থেকে বিভিন্ন রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনগুলি 16 জুলাই ও 15 অগাস্ট চালানো হবে ।

এক নজরে স্পেশাল স্পেশাল ট্রেনগুলির তালিকা :

03511/03512 আসানসোল-পাটনা- আসানসোল শ্রাবণী মেলা বাই উইকলি স্পেশাল সপ্তাহে দু'বার । চলবে 17 জুলাই ও 14 অগাস্ট।

03511/03512 আসানসোল-পাটনা- আসানসোল শ্রাবণী মেলা বাই উইকলি স্পেশাল আসানসোল ও পাটনা থেকে বুধবার ও সোমবার যথাক্রমে বিকাল 4টা 50 মিনিটে ও রাত 11টা 55 মিনিটে ছাড়বে। ট্রেনটি সেদিনই পাটনা পৌঁছাবে 10 টা 55 মিনিটে ও আসানসোল পৌঁছাবে পরদিন সকাল 7 টা 40 মিনিটে।

ট্রেনগুলি যে সব স্টেশনে থামবে সেগুলি হল চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, জামুই, কিউল, লুকিসরাই, মানকাঠা, বাঢ়িয়া, হাতিদহ, মোকামা, বড় বাখাতিয়ারপুর, খুসরপুর, পাতুয়া, পাটনা সাহেব ও রাজেন্দ্রনগর স্টেশন।

স্পেশাল ট্রেনগুলিতে সেকেন্ড ক্লাস ও জেনেরাল ক্লাস থাকবে।

টাটানগর-জসিডি শ্রাবণী মেলা স্পেশাল

08183 টাটানগর-জসিডি শ্রাবণী মেলা স্পেশাল টাটানগর থেকে রাত 11টা 45 মিনিটে ছাড়বে । ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার বাদে সপ্তাহে বাকি পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটি 15 জুলাই থেকে 14 অগাস্ট পর্যন্ত চলবে । পরদিন ট্রেনটি জসিডি পৌঁছাবে সকাল 7টা 20 মিনিটে।

08184 জসিডি-টাটানগর মেলা স্পেশাল জসিডি থেকে বেলা 11টা 10 মিনিটে ছাড়বে । 16 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত বুধবার ও শনিবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিন ট্রেনটি চলবে । যেদিন জসিডি থেকে ছাড়বে সেদিনই ট্রেনটি টাটানগরে বিকাল 5টা 30 মিনিটে পৌঁছাবে । ট্রেনটিতে জেনেরাল ক্লাস থাকবে । ট্রেনটি যাত্রাপথে 12টি স্টেশনে থামবে।

05009/05010 দেওঘর-গোরখপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি মুঙ্গের ও রতনপুর হয়ে যাবে

05009 দেওঘর-গোরখপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি 16 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত পরিষেবা দেবে । ট্রেনটি দেওঘর থেকে বিকাল 4টা 40 মিনিটে ছাড়বে এবং পরদিন বেলা 11 টা 20 মিনিটে গোরখপুর পৌঁছাবে। ট্রেনটিতে শুধুমাত্র জেনেরাল কোচ থাকবে । ট্রেনটি 25টি স্টেশনে থামবে।

এই ট্রেনগুলি ছাড়াও জসিডি ও বৈদ্যনাথ ধাম-এর মধ্যে চলবে MEMU স্পেশাল ট্রেন । আরও চার জোড়া MEMU স্পেশাল ট্রেন প্রতিদিন মেলা উপলক্ষে পরিষেবা দেবে।

মেলা উপলক্ষে একাধিক ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়ানো হয়েছে । সেই ট্রেনগুলি হল :

(12253/12254) সুলতানগঞ্জ-যশবন্তপুর-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস ,
(13423/13424) ভাগলপুর আজমের উইকলি এক্সপ্রেস
(13429/13430) মালদা টাউন আনন্দবিহার এক্সপ্রেস
(15619/15620) গয়া কামাখ্যা এক্সপ্রেস

উপরের ট্রেনগুলি সুলতানগঞ্জ স্টেশনে মেলা উপলক্ষে দুই মিনিটের জন্য থামবে। এছাড়াও 73426 কিউল জামালপুর DEMU প্যাসেঞ্জার ট্রেনটি মেলার দিনগুলি সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে ।

স্পেশাল ট্রেন ছাড়াও মেলায় আসা যাত্রীদের জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা করেছে। যাত্রীদের জন্য স্পেশাল বুকিং কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, বাড়তি আলোর ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । এছাড়া থাকছে মে আই হেল্প ইউ ডেস্ক পরিষেবা । যেসব স্টেশনে পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেগুলি হল বৈদ্যনাথ ধাম, জসিডি, বাসুকিনাথ ও দেওঘর।

কলকাতা, 11 জুলাই : প্রতি বছরের মতো এ বারও বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলা হবে । তাই পূর্ব রেল জসিডি ও দেওঘর থেকে বিভিন্ন রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনগুলি 16 জুলাই ও 15 অগাস্ট চালানো হবে ।

এক নজরে স্পেশাল স্পেশাল ট্রেনগুলির তালিকা :

03511/03512 আসানসোল-পাটনা- আসানসোল শ্রাবণী মেলা বাই উইকলি স্পেশাল সপ্তাহে দু'বার । চলবে 17 জুলাই ও 14 অগাস্ট।

03511/03512 আসানসোল-পাটনা- আসানসোল শ্রাবণী মেলা বাই উইকলি স্পেশাল আসানসোল ও পাটনা থেকে বুধবার ও সোমবার যথাক্রমে বিকাল 4টা 50 মিনিটে ও রাত 11টা 55 মিনিটে ছাড়বে। ট্রেনটি সেদিনই পাটনা পৌঁছাবে 10 টা 55 মিনিটে ও আসানসোল পৌঁছাবে পরদিন সকাল 7 টা 40 মিনিটে।

ট্রেনগুলি যে সব স্টেশনে থামবে সেগুলি হল চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, জামুই, কিউল, লুকিসরাই, মানকাঠা, বাঢ়িয়া, হাতিদহ, মোকামা, বড় বাখাতিয়ারপুর, খুসরপুর, পাতুয়া, পাটনা সাহেব ও রাজেন্দ্রনগর স্টেশন।

স্পেশাল ট্রেনগুলিতে সেকেন্ড ক্লাস ও জেনেরাল ক্লাস থাকবে।

টাটানগর-জসিডি শ্রাবণী মেলা স্পেশাল

08183 টাটানগর-জসিডি শ্রাবণী মেলা স্পেশাল টাটানগর থেকে রাত 11টা 45 মিনিটে ছাড়বে । ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার বাদে সপ্তাহে বাকি পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটি 15 জুলাই থেকে 14 অগাস্ট পর্যন্ত চলবে । পরদিন ট্রেনটি জসিডি পৌঁছাবে সকাল 7টা 20 মিনিটে।

08184 জসিডি-টাটানগর মেলা স্পেশাল জসিডি থেকে বেলা 11টা 10 মিনিটে ছাড়বে । 16 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত বুধবার ও শনিবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিন ট্রেনটি চলবে । যেদিন জসিডি থেকে ছাড়বে সেদিনই ট্রেনটি টাটানগরে বিকাল 5টা 30 মিনিটে পৌঁছাবে । ট্রেনটিতে জেনেরাল ক্লাস থাকবে । ট্রেনটি যাত্রাপথে 12টি স্টেশনে থামবে।

05009/05010 দেওঘর-গোরখপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি মুঙ্গের ও রতনপুর হয়ে যাবে

05009 দেওঘর-গোরখপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি 16 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত পরিষেবা দেবে । ট্রেনটি দেওঘর থেকে বিকাল 4টা 40 মিনিটে ছাড়বে এবং পরদিন বেলা 11 টা 20 মিনিটে গোরখপুর পৌঁছাবে। ট্রেনটিতে শুধুমাত্র জেনেরাল কোচ থাকবে । ট্রেনটি 25টি স্টেশনে থামবে।

এই ট্রেনগুলি ছাড়াও জসিডি ও বৈদ্যনাথ ধাম-এর মধ্যে চলবে MEMU স্পেশাল ট্রেন । আরও চার জোড়া MEMU স্পেশাল ট্রেন প্রতিদিন মেলা উপলক্ষে পরিষেবা দেবে।

মেলা উপলক্ষে একাধিক ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়ানো হয়েছে । সেই ট্রেনগুলি হল :

(12253/12254) সুলতানগঞ্জ-যশবন্তপুর-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস ,
(13423/13424) ভাগলপুর আজমের উইকলি এক্সপ্রেস
(13429/13430) মালদা টাউন আনন্দবিহার এক্সপ্রেস
(15619/15620) গয়া কামাখ্যা এক্সপ্রেস

উপরের ট্রেনগুলি সুলতানগঞ্জ স্টেশনে মেলা উপলক্ষে দুই মিনিটের জন্য থামবে। এছাড়াও 73426 কিউল জামালপুর DEMU প্যাসেঞ্জার ট্রেনটি মেলার দিনগুলি সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে ।

স্পেশাল ট্রেন ছাড়াও মেলায় আসা যাত্রীদের জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা করেছে। যাত্রীদের জন্য স্পেশাল বুকিং কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, বাড়তি আলোর ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । এছাড়া থাকছে মে আই হেল্প ইউ ডেস্ক পরিষেবা । যেসব স্টেশনে পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেগুলি হল বৈদ্যনাথ ধাম, জসিডি, বাসুকিনাথ ও দেওঘর।

Intro:বৈদ্যনাথ ধামে শ্রাবনী মেলা আয়োজিত হবে প্রতি বছরের মতো এ বছরেও। তাই পূর্ব রেল জসিডি ও দেওঘর থেকে বিভিন্ন রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই স্পেশাল ট্রেনগুলি 16 জুলাই ও 15 ই আগস্ট চালান হবে। Body:এক নজরে স্পেশাল স্পেশাল ট্রেনগুলির তালিকা:

03511/03512 আসানসোল-পাটনা- আসানসোল শ্রাবণী মেলা বাইউইকলি স্পেশাল সপ্তাহে দু'বার চালানো হবে 17 জুলাই ও 14 আগস্ট।

03511/03512 আসানসোল-পাটনা- আসানসোল শ্রাবণী মেলা বাইউইকলি স্পেশাল আসানসোল ও পাটনা থেকে বুধবার ও সোমবার 16:50 মিনিটে ও 23:55 মিনিটে ছাড়বে। ট্রেনটি সেদিনই পাটনা পৌঁছাবে 22:55 মিনিটে ও আসানসোল পৌঁছবে পরেরদিন 07:40 মিনিটে।

ট্রেনগুলি যে স্টেশনগুলিতে থামবে সেগুলি হল- চিত্তরঞ্জন মধুপুর,জসিডি, ঝাঁঝা, জামুই,কিউল,লুকিসরাই, মানকাঠা, বাঢ়িয়া,হাতিদহ, মোকামা, বড় বাখাতিয়ারপুর, খুসরপুর, পাতুয়া, পাটনা সাহেব ও রাজেন্দ্রনগর স্টেশন।

স্পেশাল ট্রেন গুলিতে সেকেন্ড ক্লাস ও জেনারেল ক্লাস থাকবে।

টাটানগর জসিডি টাটানগর শ্রাবণী মেলা স্পেশাল

08183 টাটানগর-জসিডি শ্রাবণী মেলা স্পেশল টাটানগর থেকে থেকে টাটানগর থেকে 23:45 মিনিটে ছাড়বে। ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার বাদে সপ্তাহের পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটি 15 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত পরিষেবা দেবে। যেদিন রওনা হবে সেদিনই ট্রেনটি জসিডি পৌঁছাবে 07:20 মিনিটে।

08184 জসিডি-টাটানগর মেলা স্পেশাল- জসিডি থেকে 11:10 মিনিটে ছাড়বে, 16 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত বুধবার ও শনিবার বাদ সপ্তাহের পাঁচ দিন পরিষেবা দেবে। যেদিন ছাড়বে সেদিনই ট্রেনটি টাটানগরে 17:30 মিনিটে পৌছাব। এতে জেনারেল ক্লাস কোচ থাকবে এবং ট্রেনটি 12টি স্টেশনে থামবে।

05009/05010 দেওঘর গোরখপুর শ্রাবণী মেলা স্পেশাল যেটি যেটি মুঙ্গের ও রতনপুর হয়ে যাবে

05009 দেওঘর-গোরখপুর শ্রাবণী মেলা স্পেশালটি 16 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত পরিষেবা দেবে। ট্রেনটি দেওঘর থেকে 16:40 মিনিটে ছাড়বে এবং পরদিন এবং পরদিন 11:20 মিনিটে গোরখপুর পৌঁছাবে।
ট্রেনটিতে শুধুমাত্র জেনারেল ক্লাব থাকবে এবং ট্রেনটি 25 টি স্টেশনে থামবে।

এই ট্রেনগুলি ছাড়াও আর একটি জসিডি- বৈদ্যনাথ ধাম এমইএমইউ স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। পাশাপাশি আরও চার জোড়া এমইএমইউ স্পেশাল ট্রেন প্রতিদিন মেলা উপলক্ষে পরিষেবা দেবে।

মেলা উপলক্ষে স্টপেজ বাড়ানো হয়েছে:

(12253/12254) সুলতানগঞ্জ-যশবন্তপুর-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস ,
(13423/13424) ভাগলপুর আজমের উইকলি এক্সপ্রেস
(13429/13430) মালদা টাউন আনন্দবিহার আনন্দবিহার এক্সপ্রেস
(15619/15620) গয়া কামাখ্যা বিক্রি এক্সপ্রেস

এই ট্রেনগুলি সুলতানগঞ্জ স্টেশনে মেলা উপলক্ষে দুই মিনিটের জন্য থামবে।

এছাড়াও 73426 কিউল জামালপুর ডি ইএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি মেলা চলার ক'টি দিন সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দিন সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা ক'টি দিন সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দিন সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে।

Conclusion:স্পেশল ট্রেন ছাড়াও মেলায় আসা যাত্রীদের জন্য পূর্বরেল যাত্রী ঢালাও ব্যবস্থা করেছে। যেসব স্টেশনে পূণ্যার্থীদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে সেগুলি হল বৈদ্যনাথ ধাম, জসিডি বাসুকিনাথ ও দেওঘর। বিশেষ সুবিধাগুলির মধ্যে রয়েছে স্পেশাল বুকিং কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, বাড়তি আলোর ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা ও স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখা দিকে বিশেষ নজরও দেওয়া হয়েছে। এছাড়াও করা হয়েছে 'মে আই হেল্প ইউ ডেস্ক' পরিষেবা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.