ETV Bharat / state

10 জুন খুলবে স্কুল, ফেসবুক পোস্টে জানালেন শিক্ষামন্ত্রী - schools will reopen on 10th june

আজ ফেসবুকে পোস্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 10 জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল খুলবে ।

10 জুন খুলবে স্কুল
author img

By

Published : May 30, 2019, 4:43 PM IST

Updated : May 30, 2019, 6:03 PM IST

কলকাতা, 30 মে : কমতে চলেছে গরমের ছুটির মেয়াদ । শিক্ষা দপ্তর প্রথমে ঘোষণা করেছিল টানা 1 মাস 29 দিন সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি চলবে । অর্থাৎ 30 জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি চলার কথা ছিল । কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তার আগেই স্কুলগুলি খুলবে । 28 মে ছুটি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের কাছে 30 জুনের আগেই স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ ফেসবুকে পোস্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 10 জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল খুলবে ।

2 মে একটি বিজ্ঞপ্তি জারি করে ফণীর জন্য স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর । সেই সঙ্গে গরমের ছুটিও ঘোষণা করা হয়েছিল । সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 3 মে থেকে 30 জুন পর্যন্ত টানা 1 মাস 29 দিন স্কুল বন্ধ রাখার কথা বলা হয় । কিন্তু, এত দীর্ঘ গরমের ছুটির জেরে পড়াশোনায় ব্যাঘাত হবে বলে শিক্ষা দপ্তরের জমা পড়েছিল একাধিক অভিযোগ ।

এর আগে গত সোমবার শিক্ষামন্ত্রী ফেসবুকে শিক্ষার মান উন্নয়নে যে পরামর্শ চেয়েছিলেন তার উত্তরেও এই দীর্ঘ ছুটি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকাশ ভবনে পর্যালোচনা বৈঠক করেন শিক্ষামন্ত্রী । বৈঠকে ছিলেন শিক্ষা দপ্তরের সচিবরাও । এই বৈঠকেই গরমের ছুটির মেয়াদ কমানোর বিষয়ে আলোচনা হয় ।

আজ শিক্ষামন্ত্রী এক ফেসবুক পোস্টে লিখেছেন, "আগে যেরকম জানানো হয়েছিল সেই অনুযায়ী গরমের ছুটি সংশোধন করা হল । 2019 সালের 10 জুন প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলগুলি খুলবে। প্রয়োজনীয় বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সেকেন্ডারি সেল জারি করবে ।"

কলকাতা, 30 মে : কমতে চলেছে গরমের ছুটির মেয়াদ । শিক্ষা দপ্তর প্রথমে ঘোষণা করেছিল টানা 1 মাস 29 দিন সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি চলবে । অর্থাৎ 30 জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি চলার কথা ছিল । কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তার আগেই স্কুলগুলি খুলবে । 28 মে ছুটি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের কাছে 30 জুনের আগেই স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ ফেসবুকে পোস্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 10 জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল খুলবে ।

2 মে একটি বিজ্ঞপ্তি জারি করে ফণীর জন্য স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর । সেই সঙ্গে গরমের ছুটিও ঘোষণা করা হয়েছিল । সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 3 মে থেকে 30 জুন পর্যন্ত টানা 1 মাস 29 দিন স্কুল বন্ধ রাখার কথা বলা হয় । কিন্তু, এত দীর্ঘ গরমের ছুটির জেরে পড়াশোনায় ব্যাঘাত হবে বলে শিক্ষা দপ্তরের জমা পড়েছিল একাধিক অভিযোগ ।

এর আগে গত সোমবার শিক্ষামন্ত্রী ফেসবুকে শিক্ষার মান উন্নয়নে যে পরামর্শ চেয়েছিলেন তার উত্তরেও এই দীর্ঘ ছুটি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকাশ ভবনে পর্যালোচনা বৈঠক করেন শিক্ষামন্ত্রী । বৈঠকে ছিলেন শিক্ষা দপ্তরের সচিবরাও । এই বৈঠকেই গরমের ছুটির মেয়াদ কমানোর বিষয়ে আলোচনা হয় ।

আজ শিক্ষামন্ত্রী এক ফেসবুক পোস্টে লিখেছেন, "আগে যেরকম জানানো হয়েছিল সেই অনুযায়ী গরমের ছুটি সংশোধন করা হল । 2019 সালের 10 জুন প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলগুলি খুলবে। প্রয়োজনীয় বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সেকেন্ডারি সেল জারি করবে ।"

Intro:কলকাতা, 30 মে: গত 28 তারিখে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে লম্বা ছুটি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক বৈঠকে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ইঙ্গিতই সত্যি হল আজ। আজ ফেসবুকে একটি পোস্ট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী 10 জুন রাজ্যের সমস্ত প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল খুলবে।
Body:শিক্ষামন্ত্রী ফেসবুক পোস্টে বলেছেন, আগে যেরকম জানানো হয়েছিল সেই অনুযায়ী গরমের ছুটি সংশোধন করা হল। 2019 সালের 10 জুন প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলগুলি খুলবে। প্রয়োজনীয় বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সেকেন্ডারি সেল জারি করবে।

গত ২ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে ফণীর ছুটির সঙ্গে গরমের ছুটি ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত টানা ১ মাস ২৯ দিন স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এই লম্বা ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত ছিল গরমের ছুটি। কিন্তু, এত লম্বা গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের জমা পড়ে একাধিক অভিযোগ। গত 26 মে শিক্ষামন্ত্রী ফেসবুকে শিক্ষার মানোন্নয়নের সাজেশন চেয়েছিলেন। তাতেও এই লম্বা ছুটি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত 27 মে বিকাশ ভবনে পর্যালোচনা বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন শিক্ষা দপ্তরের সচিবরাও। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিডিউল করা গরমের ছুটির অধিক ছুটি যাতে স্কুলগুলিতে না দেওয়া হয় তা পর্যালোচনা করা হবে। তবে, সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই। আজ শিক্ষামন্ত্রী জানান, 10 জুন খুলবে স্কুলগুলিতে।

27 মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, "মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাইমারি পর্ষদের সঙ্গে আমরা কথা বলেছি। গরমের ছুটি যেটা ছিল এবং তা ফণীর ছুটির সঙ্গে যুক্ত হয়ে 30 জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এই ছুটি গরমের ছুটি আগে যেরকম দেওয়া ছিল সেই রকম ছুটির অধিক যাতে না হয় সেটা আমরা রিভিউ করব। আমরা আবহাওয়া দপ্তরের সঙ্গেও কথা বলছি যে, কবে থেকে এখানে বর্ষা নামবে। একটু গরম কমে যাবে। বেশ কিছু ছাত্র-ছাত্রী আমাকে অনুরোধ করেছে। মুখ্যমন্ত্রী আমাকে নিজে বলেছেন এটা পুনর্বিবেচনা করার জন্য। আমি সমস্ত সেক্রেটারি এবং শিক্ষা দপ্তরের সবার সঙ্গে বসে ঠিক করেছি এটা আমরা পুনর্বিবেচনা করব। এবং আমরা দেখব গরমের ছুটি যা দেওয়া হয়েছে তার থেকে অধিক ছুটি দরকার আছে কী নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।"

তবে, ৩০ জুনের আগেই স্কুল খুলে দেওয়ার পরও যদি গরম আবহাওয়া বজায় থাকে তাহলে কী করা হবে? শিক্ষামন্ত্রী বলেছিলেন, "যদি গরম কন্টিনিউ করে তাহলে সেটাও আমরা রিভিউ করব। আর যদি না করে তাহলে সেটা তো আমরা আগেই বলছি গরমের ছুটি যে পর্যন্ত আছে সেই পর্যন্তই রাখার কথা পুনর্বিবেচনা আজকের মিটিংয়ে হয়েছে।"


Conclusion:
Last Updated : May 30, 2019, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.