ETV Bharat / state

তৃণমূল নেতা দিলীপ খুনের জের? সরানো হল পুলিশ কমিশনারকে - tmc leader

বদলি করা হল চন্দননগরের পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে । নতুন কমিশনারের পদে পাঠানো হল হুমায়ুন কবীরকে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 1, 2019, 10:13 PM IST

Updated : Jul 1, 2019, 10:19 PM IST

কলকাতা, 1 জুলাই : আজ চন্দননগরের পুলিশ কমিশনার বদলের কথা জানিয়ে দিল নবান্ন । পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে ওই পদে পাঠানো হল হুমায়ুন কবীরকে । ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুনের জেরেই এই বদলি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর

এর আগেই সরানো হয়েছিল চুঁচুড়া থানার IC নিরুপম ঘোষকে । তাঁর জায়গায় আনা হয়েছিল অরিজিৎ দাশগুপ্তকে । গতকাল সন্ধ্যায় বদলি করা হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকে । শনিবার ব্যান্ডেল স্টেশনের কাছে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম । ঘটনায় CBI তদন্ত দাবি করেন দিলীপবাবুর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান নীতু সিং । তিনি গতকাল অভিযোগ করেছিলেন, "24 ঘণ্টা হয়ে গেছে । পুলিশ এখনও কিছু করতে পারেনি । গত মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি ।"

শুধু নীতু সিং নন, এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অনেকেই । এখনও তদন্তে সেভাবে পুলিশ কিছুই প্রায় করতে পারেনি বলে সূত্রের খবর । এরপরই আজ সন্ধ্যায় নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয় কমিশনার বদলের কথা ।

কলকাতা, 1 জুলাই : আজ চন্দননগরের পুলিশ কমিশনার বদলের কথা জানিয়ে দিল নবান্ন । পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে ওই পদে পাঠানো হল হুমায়ুন কবীরকে । ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুনের জেরেই এই বদলি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর

এর আগেই সরানো হয়েছিল চুঁচুড়া থানার IC নিরুপম ঘোষকে । তাঁর জায়গায় আনা হয়েছিল অরিজিৎ দাশগুপ্তকে । গতকাল সন্ধ্যায় বদলি করা হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকে । শনিবার ব্যান্ডেল স্টেশনের কাছে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম । ঘটনায় CBI তদন্ত দাবি করেন দিলীপবাবুর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান নীতু সিং । তিনি গতকাল অভিযোগ করেছিলেন, "24 ঘণ্টা হয়ে গেছে । পুলিশ এখনও কিছু করতে পারেনি । গত মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি ।"

শুধু নীতু সিং নন, এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অনেকেই । এখনও তদন্তে সেভাবে পুলিশ কিছুই প্রায় করতে পারেনি বলে সূত্রের খবর । এরপরই আজ সন্ধ্যায় নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয় কমিশনার বদলের কথা ।

Intro:কলকাতা, ১ জুলাই: আগেই সরানো হয়েছিল চুঁচুড়া থানার IC নিরুপম ঘোষকে। তাঁর জায়গায় অরিজিৎ দাশগুপ্তকে আনা হয় । সেইসঙ্গে বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকে। আর আজ চন্দননগরের পূলিশ কমিশনার বদলের কথা জানিয়ে দিল নবান্ন। পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে ওই পদে পাঠানো হল হুমায়ুন কবীরকে। দীর্ঘদিন গুরুত্বহীন থাকার পর, হঠাৎ গুরুত্বপূর্ণ পদ পেলেন তিনি। এই বদলিতে প্রশাসনের অন্দরে তৃণমূল নেতা দীলিপ রাম খুনের জের দেখছেন অনেকেই। Body:শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে হাঁটছিলেন দিলীপবাবু । তিনি যখন GT রোড সংলগ্ন প্ল্যাটফর্মে উঠছিলেন তখন তাঁকে পিছন থেকে গুলি করা হয় । তাঁকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় CBI তদন্ত দাবি করেন মৃতের স্ত্রী নীতু। তিনি আবার পঞ্চায়েত প্রধান। নীতু গতকাল অভিযোগ করে বলেন , "24 ঘণ্টা হয়ে গেছে । এখনও কিছু করতে পারেনি । চলতি মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।" Conclusion:এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অনেকেই। সঙ্গে এখনো তদন্তে সেভাবে পুলিশ কিছুই প্রায় করতে পারেনি বলে সূত্রের খবর। তারপর আজ সন্ধ্যায় নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল কমিশনার বদলের কথা।
Last Updated : Jul 1, 2019, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.