ETV Bharat / state

কলকাতায় রবিবাসরীয় প্রচারে বামপ্রার্থীরা, মিছিলে হাঁটলেন সব্যসাচী, বাদশা

সকাল থেকে কলকাতা উত্তর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রেপ্রচারে বামপ্রার্থীরা । সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র সহ একাধিক কলাকুশলী এবং সাংস্কৃতিক কর্মীরা যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে মিছিল করেন ।

রবিবাসরীয় প্রচারে বামপ্রার্থীরা
author img

By

Published : May 12, 2019, 5:11 PM IST

কলকাতা, 12 মে : কলকাতা উত্তর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় ভোটগ্রহণ । নির্বাচনের আগের শেষ রবিবার আজ । আজ তাই সকাল থেকেই এই দুই কেন্দ্রের বামপ্রার্থী প্রচারে ঝড় তুললেন । কলকাতা উত্তর কেন্দ্রে হুড খোলা জিপে চেপে প্রচার করলেন বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী কনীনিকা ঘোষ । তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সুজন চক্রবর্তী । চিড়িয়া মোড় থেকে শুরু হয়ে মধ্য কলকাতার এন্টালি মার্কেটে শেষ হয় কনীনিকার প্রচার মিছিল ।

প্রচারে বিমান বসু বলেন, "বামপন্থীদের লক্ষ্য BJP এবং তৃণমূলকে উৎখাত করা । দেশের মানুষ দেখেছে বামপন্থীদের সমর্থনে কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ সরকার মানে গ্রামীণ কর্মসংস্থান যোজনা প্রকল্পে গ্রামের মানুষের কাজের সুযোগ, অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা, আদিবাসী মানুষের বনাঞ্চলের অধিকার এবং বেসরকারিকরণ-বিলগ্নিকরণের শ্লথ গতি ।"

তিনি আরও বলেন, "আগামী লোকসভা নির্বাচনে বামপন্থীদের সমর্থনে কেন্দ্রে এমন একটি ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, যারা দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষা করবে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করবে, রেশনের মাধ্যমে কম দামে খাদ্য দেবে, গরিব কৃষকের কৃষি ঋণ মুকুব করবে ও ফসলের ন্যায্য দাম দেবে । শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসিক 18000 টাকা ও পেনশন 6000 টাকা করবে । মহিলাদের সমস্ত রকম নিরাপত্তা ও সম্মান দেবে, শহর ও গ্রামের সমস্ত বেকার যুবক যুবতীর কাজের ব্যবস্থা করবে, সাম্প্রদায়িকতা মুক্ত সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করবে, লাভজনক সংস্থার শেয়ার বিক্রি বন্ধ করবে, শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করবে, আদিবাসী মানুষের বনাঞ্চলের অধিকার রক্ষা করবে, তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দেবে ।"

অন্যদিকে, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে মিছিল বের করা হয় যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে । সেটি বিজয়গর বাজার, পল্লিশ্রী মোড় হয়ে শ্রীকলোনি বাজার, আই-ব্লক, বাঘাযতীন বাজারে এসে শেষ হয় । DYFI ও SFI-এর যৌথ উদ্যোগে এই মিছিল হয়। সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র সহ একাধিক কলাকুশলী এবং সাংস্কৃতিক কর্মী বিকাশবাবুর সমর্থনে মিছিল করেন । লোকসভায় বামপ্রার্থীদের জেতানোর আহ্বান জানানো হয় প্রচারে ।

কলকাতা, 12 মে : কলকাতা উত্তর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় ভোটগ্রহণ । নির্বাচনের আগের শেষ রবিবার আজ । আজ তাই সকাল থেকেই এই দুই কেন্দ্রের বামপ্রার্থী প্রচারে ঝড় তুললেন । কলকাতা উত্তর কেন্দ্রে হুড খোলা জিপে চেপে প্রচার করলেন বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী কনীনিকা ঘোষ । তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সুজন চক্রবর্তী । চিড়িয়া মোড় থেকে শুরু হয়ে মধ্য কলকাতার এন্টালি মার্কেটে শেষ হয় কনীনিকার প্রচার মিছিল ।

প্রচারে বিমান বসু বলেন, "বামপন্থীদের লক্ষ্য BJP এবং তৃণমূলকে উৎখাত করা । দেশের মানুষ দেখেছে বামপন্থীদের সমর্থনে কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ সরকার মানে গ্রামীণ কর্মসংস্থান যোজনা প্রকল্পে গ্রামের মানুষের কাজের সুযোগ, অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা, আদিবাসী মানুষের বনাঞ্চলের অধিকার এবং বেসরকারিকরণ-বিলগ্নিকরণের শ্লথ গতি ।"

তিনি আরও বলেন, "আগামী লোকসভা নির্বাচনে বামপন্থীদের সমর্থনে কেন্দ্রে এমন একটি ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, যারা দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষা করবে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করবে, রেশনের মাধ্যমে কম দামে খাদ্য দেবে, গরিব কৃষকের কৃষি ঋণ মুকুব করবে ও ফসলের ন্যায্য দাম দেবে । শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসিক 18000 টাকা ও পেনশন 6000 টাকা করবে । মহিলাদের সমস্ত রকম নিরাপত্তা ও সম্মান দেবে, শহর ও গ্রামের সমস্ত বেকার যুবক যুবতীর কাজের ব্যবস্থা করবে, সাম্প্রদায়িকতা মুক্ত সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করবে, লাভজনক সংস্থার শেয়ার বিক্রি বন্ধ করবে, শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করবে, আদিবাসী মানুষের বনাঞ্চলের অধিকার রক্ষা করবে, তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দেবে ।"

অন্যদিকে, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে মিছিল বের করা হয় যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে । সেটি বিজয়গর বাজার, পল্লিশ্রী মোড় হয়ে শ্রীকলোনি বাজার, আই-ব্লক, বাঘাযতীন বাজারে এসে শেষ হয় । DYFI ও SFI-এর যৌথ উদ্যোগে এই মিছিল হয়। সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র সহ একাধিক কলাকুশলী এবং সাংস্কৃতিক কর্মী বিকাশবাবুর সমর্থনে মিছিল করেন । লোকসভায় বামপ্রার্থীদের জেতানোর আহ্বান জানানো হয় প্রচারে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.