ETV Bharat / state

তৃতীয় দফায় প্রথম 5 ঘণ্টায় অভিযোগ জমা 862টি - evm

প্রথম দফায় মোট অভিযোগ জমা পড়েছিল 500টি । দ্বিতীয় পর্যায়ে মোট 723টি । আর এই দফায় নির্বাচন শুরুর প্রথম 5 ঘণ্টায় 862টি অভিযোগ জমা পড়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড ।

রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনের দপ্তর
author img

By

Published : Apr 23, 2019, 2:08 PM IST

কলকাতা, 23 এপ্রিল: তৃতীয় দফায় প্রথম পাঁচ ঘণ্টায় মোট 862টি অভিযোগ কমিশনে জমা পড়েছে । সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব । বেলা 12টা পর্যন্ত 5টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে মোট 862টি জমা পড়েছে ।


প্রথম দফায় মোট অভিযোগ জমা পড়েছিল 500টি। দ্বিতীয় পর্যায়ে মোট 723টি অভিযোগ জমা পড়েছিল। আর এই দফায় নির্বাচন শুরুর প্রথম 5 ঘণ্টায় 862টি অভিযোগ জমা পড়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড ।

আজ ভোটগ্রহণ চলছে দেশের 13টি রাজ্য ও 2 টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 116টি লোকসভা আসনে । রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট ও জঙ্গিপুর কেন্দ্রে চলছে নির্বাচন । সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ জমা পড়েছে । কোনও কোনও বুথে EVM খারাপের জেরে সকালের দিকে ভোট স্থগিত থাকে । কিছু জায়গা থেকে বোমাবাজির অভিযোগও পাওয়া যায় । কয়েকটি বুথে বহিরাগতদের আনাগোনার খবরও পাওয়া যায় । ইলেকশন কমিশনের পোর্টালে, কমিশনের নির্বাচনী অভিযোগ সংক্রান্ত বিশেষ অ্যাপ cVIGIL ও সেইসঙ্গে কমিশনের টোল ফ্রি নম্বরে অভিযোগগুলি জমা পড়েছে । এর মধ্যে এখনও পর্যন্ত 790টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে ।

মাত্র 5 ঘণ্টায় এত সংখ্যক অভিযোগ জমা পড়ায় কপালে ভাঁজ পড়েছে কমিশনের । তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক অফিসার বলেন, এত সংখ্যক অভিযোগ জমা পড়ার অর্থই হল সাধারণ মানুষ আগের চেয়ে বেশি সচেতন ও সক্রিয় হয়েছেন । তাই ছোটো থেকে ছোটো অনিয়মও তাঁদের চোখ এড়াতে পারছে না ।

কলকাতা, 23 এপ্রিল: তৃতীয় দফায় প্রথম পাঁচ ঘণ্টায় মোট 862টি অভিযোগ কমিশনে জমা পড়েছে । সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব । বেলা 12টা পর্যন্ত 5টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে মোট 862টি জমা পড়েছে ।


প্রথম দফায় মোট অভিযোগ জমা পড়েছিল 500টি। দ্বিতীয় পর্যায়ে মোট 723টি অভিযোগ জমা পড়েছিল। আর এই দফায় নির্বাচন শুরুর প্রথম 5 ঘণ্টায় 862টি অভিযোগ জমা পড়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড ।

আজ ভোটগ্রহণ চলছে দেশের 13টি রাজ্য ও 2 টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 116টি লোকসভা আসনে । রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট ও জঙ্গিপুর কেন্দ্রে চলছে নির্বাচন । সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ জমা পড়েছে । কোনও কোনও বুথে EVM খারাপের জেরে সকালের দিকে ভোট স্থগিত থাকে । কিছু জায়গা থেকে বোমাবাজির অভিযোগও পাওয়া যায় । কয়েকটি বুথে বহিরাগতদের আনাগোনার খবরও পাওয়া যায় । ইলেকশন কমিশনের পোর্টালে, কমিশনের নির্বাচনী অভিযোগ সংক্রান্ত বিশেষ অ্যাপ cVIGIL ও সেইসঙ্গে কমিশনের টোল ফ্রি নম্বরে অভিযোগগুলি জমা পড়েছে । এর মধ্যে এখনও পর্যন্ত 790টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে ।

মাত্র 5 ঘণ্টায় এত সংখ্যক অভিযোগ জমা পড়ায় কপালে ভাঁজ পড়েছে কমিশনের । তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক অফিসার বলেন, এত সংখ্যক অভিযোগ জমা পড়ার অর্থই হল সাধারণ মানুষ আগের চেয়ে বেশি সচেতন ও সক্রিয় হয়েছেন । তাই ছোটো থেকে ছোটো অনিয়মও তাঁদের চোখ এড়াতে পারছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.