ETV Bharat / state

চিটফান্ড তদন্তে CBI হানা, নজরে রাজ্য সভার সাংসদ - CBI, RAID, TMC MLA, CGO COMPLEX

এবার CBI-এর নজর অন্য একটি বেআইনি অর্থলগ্নি সংস্থা । নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেড নামে বেআইনি অর্থলগ্নি সংস্থার কলকাতা ও জেলার 16 টি অফিস এবং কর্তাদের বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে ।

চিটফান্ড তদন্তে CBI হানা, নজরে রাজ্য সভার সাংসদ!
author img

By

Published : Jul 1, 2019, 2:45 PM IST

কলকাতা, 1 জুলাই : সারদা ও রোজ়ভ্যালি তদন্তে গতি বেড়েছে আগেই । এবার CBI-এর নজর অন্য একটি বেআইনি অর্থলগ্নি সংস্থা । নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেড নামে বেআইনি অর্থলগ্নি সংস্থার কলকাতা ও জেলার 16 টি অফিস এবং কর্তাদের বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে । সূত্রের খবর, এই অর্থলগ্নি সংস্থার তদন্তে CBI ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার এক সাংসদের নাম পেয়েছে ।

জানা গেছে, ওই বেআইনি অর্থলগ্নি সংস্থার অন্যতম ডিরেক্টর সৌরভ মণ্ডলের বাড়ি কলকাতার বউবাজার এলাকায় । সেখানেই সংস্থার মূল অফিস । আজ সকালেই সেখানে হানা দেয় CBI-এর তদন্তকারী দল । পাশাপাশি হানা দেওয়া হয়েছে, সংস্থার আর এক কর্তা প্রসেনজিৎ সরকারের আরামবাগের বাড়িতেও । আরামবাগের পি সি সেন রোডে অভিযুক্তের বাড়ি । আজ সকাল এগারোটা নাগাদ প্রসেনজিতের বাড়িতে যান তাঁরা । প্রায় ঘণ্টা দুই তাঁর আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করেন । যদিও প্রসেনজিৎ বাড়িতে ছিলেন না । বাড়িতে তল্লাশি করে বেলা একটা নাগাদ বেড়িয়ে যান CBI আধিকারিকরা ।

সূত্রের খবর কলকাতা,আরামবাগ শহর ছাড়াও উত্তর 24 পরগনার কামারহাটি, বর্ধমানসহ বিভিন্ন জেলায় সংস্থার সব ক'টি দপ্তরেই তল্লাশি চলছে। ইতিমধ্যেই সংস্থার মূল ষড়যন্ত্রকারী এবং সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে। সেই সূত্রেই উঠে এসেছে তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম। শুরু হয়েছে তাঁদের নোটিশ পাঠানোর কাজও।

কলকাতা, 1 জুলাই : সারদা ও রোজ়ভ্যালি তদন্তে গতি বেড়েছে আগেই । এবার CBI-এর নজর অন্য একটি বেআইনি অর্থলগ্নি সংস্থা । নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেড নামে বেআইনি অর্থলগ্নি সংস্থার কলকাতা ও জেলার 16 টি অফিস এবং কর্তাদের বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে । সূত্রের খবর, এই অর্থলগ্নি সংস্থার তদন্তে CBI ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার এক সাংসদের নাম পেয়েছে ।

জানা গেছে, ওই বেআইনি অর্থলগ্নি সংস্থার অন্যতম ডিরেক্টর সৌরভ মণ্ডলের বাড়ি কলকাতার বউবাজার এলাকায় । সেখানেই সংস্থার মূল অফিস । আজ সকালেই সেখানে হানা দেয় CBI-এর তদন্তকারী দল । পাশাপাশি হানা দেওয়া হয়েছে, সংস্থার আর এক কর্তা প্রসেনজিৎ সরকারের আরামবাগের বাড়িতেও । আরামবাগের পি সি সেন রোডে অভিযুক্তের বাড়ি । আজ সকাল এগারোটা নাগাদ প্রসেনজিতের বাড়িতে যান তাঁরা । প্রায় ঘণ্টা দুই তাঁর আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করেন । যদিও প্রসেনজিৎ বাড়িতে ছিলেন না । বাড়িতে তল্লাশি করে বেলা একটা নাগাদ বেড়িয়ে যান CBI আধিকারিকরা ।

সূত্রের খবর কলকাতা,আরামবাগ শহর ছাড়াও উত্তর 24 পরগনার কামারহাটি, বর্ধমানসহ বিভিন্ন জেলায় সংস্থার সব ক'টি দপ্তরেই তল্লাশি চলছে। ইতিমধ্যেই সংস্থার মূল ষড়যন্ত্রকারী এবং সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে। সেই সূত্রেই উঠে এসেছে তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম। শুরু হয়েছে তাঁদের নোটিশ পাঠানোর কাজও।

Intro:কলকাতা, ১ জুলাই: সারদা ও রোজভ্যালি তদন্তে গতি বাড়ানো হয়েছে আগেই। এবার অন্যটি বেআইনি অর্থলগ্নি সংস্থা সিবিআইয়ের নজরে। নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেড নামে বেআইনি অর্থলগ্নি সংস্থার কলকাতা ও জেলার 16 টি অফিস এবং কর্তাদের বাড়িতে আজ সকাল থেকেই চালানো হচ্ছে তল্লাশি। সূত্র জানাচ্ছে, এই অর্থলগ্নি সংস্থার তদন্তে সিবিআই ইতিমধ্যেই পেয়েছে তৃণমূলের রাজ্যসভার সংসদের নাম। তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
Body:জানা গেছে, ওই বেআইনি অর্থলগ্নি অন্যতম ডিরেক্টর সৌরভ মন্ডলের বাড়ি কলকাতার বউবাজার এলাকায়। সেখানেই সংস্থার মূল অফিস। আজ সকালেই সেখানে হানা দেয় সিবিআইয়ের তদন্তকারী দল। পাশাপাশি হানা দেওয়া হয়েছে, সংস্থার আর এক কর্তা প্রসেনজিৎ সরকারের আরামবাগের বাড়িতেও। আরামবাগের পি সি সেন রোডে অভিযুক্তের বাড়ি। আজ সকাল এগারোটা নাগাদ প্রসেনজিতের বাড়িতে যান তারা। প্রায় ঘন্টা দুই তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন বাড়ির আত্মীয় স্বজন দের। যদিও প্রসেনজিত বাড়িতে ছিলেন না। যাবতীয় খোঁজ খবর করে, খতিয়ে দেখে বেলা একটা নাগাদ বেড়িয়ে যান তারা।Conclusion:সূত্রে জানা গেছে, কলকাতা,আরামবাগ শহর ছাড়াও উত্তর 24 পরগনার কামারহাটি, বর্ধমান সহ বিভিন্ন জেলায় সংস্থার সব ক'টি দপ্তরেই তল্লাশি চলছে। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই সংস্থার মূল ষড়যন্ত্রকারী এবং সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে। সেই সূত্রেই উঠে এসেছে তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম। শুরু হয়েছে তাদের নোটিশ পাঠানোর কাজও।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.