কলকাতা, 29 মার্চ : অমিত শাহর সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP-র বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, "BJP কু- কথার ইতিহাস তৈরি করছে। ভোটের বাক্সে এর প্রভাব পড়বে। BJP-আর ক্ষমতায় আসবে না। তাই ওদের কথার কোনও গুরুত্ব নেই।"
যত ভোটের দিন কাছে আসছে ততই প্রচারের পারদ চড়ছে। চলছে অভিযোগ, পালটা অভিযোগের পালা। আজ আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আলিপুরদুয়ারের সভা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা অমিত শাহকে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, "স্বয়ং মোদি থেকে শুরু করে সায়ন্তন বসু, এরা রাজনীতিতে যে ধরনের বাক্যচয়ন করছেন তা থেকে পরিষ্কার মানুষ এদের মেনে নেবেন না। মানুষ ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছেন।"
বাংলাতেও NRC হবে এমনটাই আজ সভামঞ্চ থেকে জানিয়েছেন অমিত শাহ। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "দু'ধরনের কথাবার্তা বলছেন ওরা। একজায়গায় বলছে NRC করব না। এই জায়গায় এসে বলছে করব। আগে ঠিক করুক ওরা কী করবে? ক্ষমতায় ওরা আসবে না। সুতরাং ওদের কথার এত গুরুত্ব দিয়ে লাভ নেই। আমাদের তো ঘোষিত নীতি NRC করতে দেব না। ভোটের জন্য সমাজকে দ্বিখণ্ডিত করার যে চেষ্টা ওরা করছে, তা বাংলার মানুষ প্রতিহত করবে। ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষও প্রতিহত করবে।" বাম ও কংগ্রেসের একাংশের সঙ্গে BJP-র অশুভ আঁতাত রয়েছে বলে আজ আবার অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, এতগুলো বিরোধী পক্ষের বিরুদ্ধে উন্নয়ন, সংহতি, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে তাঁদের এগোতে হচ্ছে।