বীরভূম, 21 জুন : "বীরভূমের মসিহা আমাকে হুমকি দিয়েছে, আমাকে নাকি কথাবার্তায় সংযত হতে হবে । আমি তাকে বলে দিয়েছি, তোমার জমানা শেষ ।" নাম না করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গতকাল আক্রমণ করলেন BJP নেতা কালোসোনা মণ্ডল ।
লোকসভা নির্বাচনের পর থেকে অনুব্রতর গড় বীরভূমে তৃণমূলে ভাঙন দেখা গিয়েছে । তৃণমূলের একাধিক নেতা-কর্মী BJP-তে যোগ দেন । গতকাল ইলামবাজারের দলীয় সভা করেন কালোসোনা । BJP-র দাবি, সেই সভায় 2500 জন তৃণমূল নেতা-কর্মী তাদের দলে যোগ দিয়েছেন ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন কালোসোনা । বলেন, "বীরভূমে একজন নিজেকে মসিহা ভাবে । সে নিজেকে বীর, বিক্রমশালী ভাবে । কিন্তু, জনগণ প্রমাণ করে দিয়েছে বোমা, বারুদ, বন্দুকের চাইতে ব্যালট অনেক বড় ।"
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে অনুব্রতকে কটাক্ষ করে বলেন, "ওর হুমকিকে আমি পাত্তা দেই না । যে লোক পুলিশ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, তার হুমকির আমি কী পরোয়া করব ? ও যদি আমার কর্মীদের মারে, আমরা শুধু মার খাব না, পালটা দেব ।"