ETV Bharat / state

"তোমার জমানা শেষ", বীরভূমের 'মসিহা'-কে পালটা দিলেন কালোসোনা - TMC

"ওর হুমকিকে আমি পাত্তা দিই না । ও যদি আমার কর্মীদের মারে, আমরা শুধু মার খাব না, পালটা দেব ।" নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন BJP নেতা কালোসোনা ।

কালোসোনা
author img

By

Published : Jun 21, 2019, 6:05 AM IST

Updated : Jun 21, 2019, 6:10 AM IST

বীরভূম, 21 জুন : "বীরভূমের মসিহা আমাকে হুমকি দিয়েছে, আমাকে নাকি কথাবার্তায় সংযত হতে হবে । আমি তাকে বলে দিয়েছি, তোমার জমানা শেষ ।" নাম না করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গতকাল আক্রমণ করলেন BJP নেতা কালোসোনা মণ্ডল ।

লোকসভা নির্বাচনের পর থেকে অনুব্রতর গড় বীরভূমে তৃণমূলে ভাঙন দেখা গিয়েছে । তৃণমূলের একাধিক নেতা-কর্মী BJP-তে যোগ দেন । গতকাল ইলামবাজারের দলীয় সভা করেন কালোসোনা । BJP-র দাবি, সেই সভায় 2500 জন তৃণমূল নেতা-কর্মী তাদের দলে যোগ দিয়েছেন ।

ভিডিয়োয় শুনুন কালোসোনার বক্তব্য

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন কালোসোনা । বলেন, "বীরভূমে একজন নিজেকে মসিহা ভাবে । সে নিজেকে বীর, বিক্রমশালী ভাবে । কিন্তু, জনগণ প্রমাণ করে দিয়েছে বোমা, বারুদ, বন্দুকের চাইতে ব্যালট অনেক বড় ।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে অনুব্রতকে কটাক্ষ করে বলেন, "ওর হুমকিকে আমি পাত্তা দেই না । যে লোক পুলিশ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, তার হুমকির আমি কী পরোয়া করব ? ও যদি আমার কর্মীদের মারে, আমরা শুধু মার খাব না, পালটা দেব ।"

বীরভূম, 21 জুন : "বীরভূমের মসিহা আমাকে হুমকি দিয়েছে, আমাকে নাকি কথাবার্তায় সংযত হতে হবে । আমি তাকে বলে দিয়েছি, তোমার জমানা শেষ ।" নাম না করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গতকাল আক্রমণ করলেন BJP নেতা কালোসোনা মণ্ডল ।

লোকসভা নির্বাচনের পর থেকে অনুব্রতর গড় বীরভূমে তৃণমূলে ভাঙন দেখা গিয়েছে । তৃণমূলের একাধিক নেতা-কর্মী BJP-তে যোগ দেন । গতকাল ইলামবাজারের দলীয় সভা করেন কালোসোনা । BJP-র দাবি, সেই সভায় 2500 জন তৃণমূল নেতা-কর্মী তাদের দলে যোগ দিয়েছেন ।

ভিডিয়োয় শুনুন কালোসোনার বক্তব্য

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন কালোসোনা । বলেন, "বীরভূমে একজন নিজেকে মসিহা ভাবে । সে নিজেকে বীর, বিক্রমশালী ভাবে । কিন্তু, জনগণ প্রমাণ করে দিয়েছে বোমা, বারুদ, বন্দুকের চাইতে ব্যালট অনেক বড় ।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে অনুব্রতকে কটাক্ষ করে বলেন, "ওর হুমকিকে আমি পাত্তা দেই না । যে লোক পুলিশ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, তার হুমকির আমি কী পরোয়া করব ? ও যদি আমার কর্মীদের মারে, আমরা শুধু মার খাব না, পালটা দেব ।"

খড়গপুরে চন্ডিপুরে দোকানে থাকা কালীন দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে আক্রান্ত ব্যবসায়ী, অভিযোগ দোকান থাকাকালীন দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে সামনে থেকে গুলি করে l গুলি হাতে লেগে ছাতিতে ঢুকে যায় এই ঘটনায় উত্তেজনা ছড়াল মেদিনীপুরের খড়গপুর এলাকায় দীর্ঘদিন শান্ত থাকার পর আবার উত্তপ্ত খড়গপুর এ দিন রাত্রি নটা নাগাদ এই খুব সামনে থেকে গুলি করে দুষ্কৃতীরা l ঘটনা সুত্রে জানা যায় মোনাই বেহারা 36 , এদিন দোকানে বন্ধ করার আগের মুহূর্তে তিনি যখন দোকানের মালপত্র গুছাচ্ছিলাম ঠিক সেইসময় দুষ্কৃতীরা গাড়িতে করে এসে তাকে সামনে থেকে গুলি করে l প্রথমে গুলি করে তার হাতে ,গুলিটি হাত থেকে ছিটকে তার পাঁজরে ঢুকে যায় l এরপরে রক্তাক্ত মোনাই বেহারা লুটিয়ে পড়ে l এরপর রক্তাক্ত ব্যক্তিকে নিয়ে খড়গপুর চাঁদমারি তে দৌড়ান পাড়া-প্রতিবেশীরা কিন্তু খরগোপুর থেকে তাকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল l
Last Updated : Jun 21, 2019, 6:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.