ETV Bharat / state

Anubrata Mondal: গ্রেফতারি থেকে জেলযাত্রা, অনুব্রতর কীর্তির কথা এবার তুলে ধরল 'উইকিপিডিয়া' - শ্রীঘর

অনুব্রতকে নিয়ে উইকিপিডিয়া তুলে ধরল তাঁর 'কর্মকাণ্ড' ৷ তাঁর শ্রীঘরে যাওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে উইকি'তে ৷

Anubrata Mondal
গ্রেফতারি ও জেলযাত্রার তথ্য তুলে ধরল উইকিপিডিয়া
author img

By

Published : Jun 1, 2023, 8:12 PM IST

বোলপুর, 1 জুন: বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় জড়িয়ে এবার তাঁর জেল যাত্রার বর্ণনা তুলে ধরল জনপ্রিয় তথ্য সমৃদ্ধ সাইট উইকিপিডিয়া। গুগল সার্চ ইঞ্জিনে অনুব্রত মণ্ডলের পরিচয় দেওয়ার পরেই তারিখ-সহ বিতর্কিত গরু পাচার মামলায় অনুব্রতর সিবিআই ও ইডির হাতে গ্রেফতারি ও জেল হেফাজতের তথ্য তুলে ধরছে উইকি।

2011 পালাবদলের পর থেকে ধীরে-ধীরে রাজ্য-রাজনীতির শিরোনামে উঠে এসেছিলেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ কখনও পুলিশকে বোমা মারতে বলা, কখনও বিরোধীদের মেরে পা-হাত পা ভেঙে দেওয়ার নিদান, কখনও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছিল কেষ্ট (অনুব্রতর ডাকনাম)র ৷ এমনকী, তার দাপটের অভিঘাত এতটাই ছিল যে, প্রত্যেক নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে অনুব্রতকে নজরবন্দি রাখতেও দেখা গিয়েছে ৷ সবমিলিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের 'কেষ্ট' দোর্দণ্ডপ্রতাপ হিসেবেই শিরোনামে থেকেছেন বরাবর। তাঁর গড় বীরভূমে সেভাবে কখনই দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা ৷

প্রসঙ্গত, বীরভূমের ইলামবাজারের সুখবাজার পশুহাট থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের গরু পাচারের নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। একাধিকবার তলবের পর 2022 সালের 11 অগস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় তদন্তে নেমে অফিসাররা অনুব্রতর আয় বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ পান ৷ এবছরের 7 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা হাতে নিয়ে তাঁকে দিল্লি নিয়ে যায় ৷ গত 21 মার্চ অনুব্রতকে তিহার জেলে পাঠানো হয় ৷ বর্তমানে সেখানেই রয়েছেন তিনি ৷

Anubrata Mondal
গ্রেফতারি ও জেলযাত্রার তথ্য তুলে ধরল উইকিপিডিয়া

আরও পড়ুন: অনুব্রত আর তৃণমূলে থাকবে না বিজেপিতে যাবে, দাবি অধীরের

এবার অনুব্রত মণ্ডলের জেল যাত্রার বর্ণনা তারিখ-সহ তুলে ধরল জনপ্রিয় তথ্য সমৃদ্ধ সোশাল সাইট উইকিপিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এই পরিচয় দেওয়ার পরেই উইকিপিডিয়া তুলে ধরে গরু পাচার মামলায় সিবিআই ও ইডির হাতে গ্রেফতারি ও জেল হেফাজতের তথ্য। বহু চর্চিত অনুব্রত এবার উইকিপিডিয়ার কাছেও চর্চার ৷

বোলপুর, 1 জুন: বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় জড়িয়ে এবার তাঁর জেল যাত্রার বর্ণনা তুলে ধরল জনপ্রিয় তথ্য সমৃদ্ধ সাইট উইকিপিডিয়া। গুগল সার্চ ইঞ্জিনে অনুব্রত মণ্ডলের পরিচয় দেওয়ার পরেই তারিখ-সহ বিতর্কিত গরু পাচার মামলায় অনুব্রতর সিবিআই ও ইডির হাতে গ্রেফতারি ও জেল হেফাজতের তথ্য তুলে ধরছে উইকি।

2011 পালাবদলের পর থেকে ধীরে-ধীরে রাজ্য-রাজনীতির শিরোনামে উঠে এসেছিলেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ কখনও পুলিশকে বোমা মারতে বলা, কখনও বিরোধীদের মেরে পা-হাত পা ভেঙে দেওয়ার নিদান, কখনও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছিল কেষ্ট (অনুব্রতর ডাকনাম)র ৷ এমনকী, তার দাপটের অভিঘাত এতটাই ছিল যে, প্রত্যেক নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে অনুব্রতকে নজরবন্দি রাখতেও দেখা গিয়েছে ৷ সবমিলিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের 'কেষ্ট' দোর্দণ্ডপ্রতাপ হিসেবেই শিরোনামে থেকেছেন বরাবর। তাঁর গড় বীরভূমে সেভাবে কখনই দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা ৷

প্রসঙ্গত, বীরভূমের ইলামবাজারের সুখবাজার পশুহাট থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের গরু পাচারের নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। একাধিকবার তলবের পর 2022 সালের 11 অগস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় তদন্তে নেমে অফিসাররা অনুব্রতর আয় বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ পান ৷ এবছরের 7 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা হাতে নিয়ে তাঁকে দিল্লি নিয়ে যায় ৷ গত 21 মার্চ অনুব্রতকে তিহার জেলে পাঠানো হয় ৷ বর্তমানে সেখানেই রয়েছেন তিনি ৷

Anubrata Mondal
গ্রেফতারি ও জেলযাত্রার তথ্য তুলে ধরল উইকিপিডিয়া

আরও পড়ুন: অনুব্রত আর তৃণমূলে থাকবে না বিজেপিতে যাবে, দাবি অধীরের

এবার অনুব্রত মণ্ডলের জেল যাত্রার বর্ণনা তারিখ-সহ তুলে ধরল জনপ্রিয় তথ্য সমৃদ্ধ সোশাল সাইট উইকিপিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এই পরিচয় দেওয়ার পরেই উইকিপিডিয়া তুলে ধরে গরু পাচার মামলায় সিবিআই ও ইডির হাতে গ্রেফতারি ও জেল হেফাজতের তথ্য। বহু চর্চিত অনুব্রত এবার উইকিপিডিয়ার কাছেও চর্চার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.