ETV Bharat / state

CBI in Bagtui Massacre Probe : বগটুই-কাণ্ডে ধৃত সমীর শেখের চারদিনের সিবিআই হেফাজত - Samir Sheikh four day in CBI custody

বগটুই গণহত্যা-কাণ্ডে ধৃত সমীর শেখকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত (Samir Sheikh four day in CBI custody)।

CBI in Bagtui Massacre Probe
ধৃত সমীর শেখ
author img

By

Published : Apr 11, 2022, 7:15 PM IST

রামপুরহাট, 11 এপ্রিল : বগটুই গণহত্যা-কাণ্ডে রবিবার সমীর শেখকে গ্রেফতার করে সিবিআই ৷ এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করল সিবিআই ৷ ধৃত সমীর শেখ ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের শ্বশুর। বগটুই হত্যালীলার পরদিন থেকে মূল অভিযুক্ত লালন শেখ এখনও পলাতক (Samir Sheikh four day in CBI custody) ৷

ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ানের ভিত্তিতে গতকাল রামপুরহাট থেকে আরও একজনকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত সমীর শেখ। তড়িঘড়ি সিবিআইয়ের টিম তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে গত রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সোমবার রামপুরহাট মহকুমা আদালত তাকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন : বগটুইকাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, ধৃত বেড়ে 5

21 মার্চ বগটুই গ্রামে যে অগ্নিকাণ্ড ও হত্যালীলার ঘটনা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার তদন্তভার পায় সিবিআই ৷ সংস্থার তদন্তকারী আধিকারীকরা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় তৃণমূল নেতা আনারুল-সহ মোট 27 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় বগটুইয়ে তাঁর বাড়িতে 3 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে সিবিআই। সূত্রের খবর, তল্লাশির পর দু‘টি হিসাবের খাতা ও একটি পকেট ডাইরি পেয়েছে সিবিআই।

রামপুরহাট, 11 এপ্রিল : বগটুই গণহত্যা-কাণ্ডে রবিবার সমীর শেখকে গ্রেফতার করে সিবিআই ৷ এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করল সিবিআই ৷ ধৃত সমীর শেখ ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের শ্বশুর। বগটুই হত্যালীলার পরদিন থেকে মূল অভিযুক্ত লালন শেখ এখনও পলাতক (Samir Sheikh four day in CBI custody) ৷

ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ানের ভিত্তিতে গতকাল রামপুরহাট থেকে আরও একজনকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত সমীর শেখ। তড়িঘড়ি সিবিআইয়ের টিম তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে গত রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সোমবার রামপুরহাট মহকুমা আদালত তাকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন : বগটুইকাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, ধৃত বেড়ে 5

21 মার্চ বগটুই গ্রামে যে অগ্নিকাণ্ড ও হত্যালীলার ঘটনা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার তদন্তভার পায় সিবিআই ৷ সংস্থার তদন্তকারী আধিকারীকরা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় তৃণমূল নেতা আনারুল-সহ মোট 27 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় বগটুইয়ে তাঁর বাড়িতে 3 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে সিবিআই। সূত্রের খবর, তল্লাশির পর দু‘টি হিসাবের খাতা ও একটি পকেট ডাইরি পেয়েছে সিবিআই।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.