ETV Bharat / state

ফুটপাথ উচ্ছেদের নামে পুলিশের সামনেই লুঠপাটের অভিযোগ কীর্ণাহারে

ফুটপাথ উচ্ছেদের নামে পুলিশের সামনেই লুঠপাট করার অভিযোগ উঠল কীর্ণাহারে ৷ রাস্তা অবরোধ করলেন ব্যবসায়ীরা ৷

road block agitation by small businessmen at kirnahar
ফুটপাথ উচ্ছেদের নামে পুলিশের সামনেই লুঠপাটের অভিযোগ কীর্ণাহারে
author img

By

Published : Jun 4, 2021, 8:02 PM IST

কীর্ণাহার, 4 জুন : ফুটপাথ উচ্ছেদের নামে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের সামনেই লুঠপাট চলে বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কীর্ণাহার এলাকা । পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পরেন ব্যবসায়ীরা ।

কীর্ণাহার বাজারে এ দিন ফুটপাথ উচ্ছেদে নামে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েত প্রধান শিবরাম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কীর্ণাহার থেকে বোলপুর ও সিউড়ি থেকে কাটোয়া যাওয়ার রাস্তায় ফুটপাথ উচ্ছেদ শুরু হয় । অভিযোগ, উচ্ছেদের নামে চলে লুঠপাট । খবর পেয়ে কীর্ণাহার ফাঁড়ি ও নানুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে । পুলিশের সামনেও লুঠপাট চলে বলে অভিযোগ । উচ্ছেদ করতে এসে বস্তা ও প্লাস্টিকে ভরে সবজি, ফল, মাছ ইত্যাদি সামগ্রী নিয়ে যান অনেকেই । সেই ছবি তুলতে গেলে সাংবাদিককেও হেনস্থা করা হয় ।

আরও পড়ুন: এবার করোনার টিকাকরণের শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি

ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে উচ্ছেদ শুরু হয় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত ব্যবসায়ীরা ৷ পরে বেশ কিছুক্ষণ বোলপুর-কীর্ণাহার রাস্তা অবরোধও করা হয় । ব্যবসায়ীরা বলেন, "পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে উচ্ছেদের নামে লুঠপাট চলে । পুলিশের সামনেই চলে লুঠপাট ।"

রাস্তা অবরোধ কীর্ণাহারে

যদিও, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবরাম চট্টোপাধ্যায় ।

কীর্ণাহার, 4 জুন : ফুটপাথ উচ্ছেদের নামে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের সামনেই লুঠপাট চলে বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কীর্ণাহার এলাকা । পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পরেন ব্যবসায়ীরা ।

কীর্ণাহার বাজারে এ দিন ফুটপাথ উচ্ছেদে নামে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েত প্রধান শিবরাম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কীর্ণাহার থেকে বোলপুর ও সিউড়ি থেকে কাটোয়া যাওয়ার রাস্তায় ফুটপাথ উচ্ছেদ শুরু হয় । অভিযোগ, উচ্ছেদের নামে চলে লুঠপাট । খবর পেয়ে কীর্ণাহার ফাঁড়ি ও নানুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে । পুলিশের সামনেও লুঠপাট চলে বলে অভিযোগ । উচ্ছেদ করতে এসে বস্তা ও প্লাস্টিকে ভরে সবজি, ফল, মাছ ইত্যাদি সামগ্রী নিয়ে যান অনেকেই । সেই ছবি তুলতে গেলে সাংবাদিককেও হেনস্থা করা হয় ।

আরও পড়ুন: এবার করোনার টিকাকরণের শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি

ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে উচ্ছেদ শুরু হয় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত ব্যবসায়ীরা ৷ পরে বেশ কিছুক্ষণ বোলপুর-কীর্ণাহার রাস্তা অবরোধও করা হয় । ব্যবসায়ীরা বলেন, "পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে উচ্ছেদের নামে লুঠপাট চলে । পুলিশের সামনেই চলে লুঠপাট ।"

রাস্তা অবরোধ কীর্ণাহারে

যদিও, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবরাম চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.