ETV Bharat / entertainment

মৃত্যু মুহূর্তে পাশে ছিলেন, বাবাকে নিয়ে আবেগঘন রিয়া

বাবার শেষ মুহূর্তে পাশে ছিলেন রিয়া সেন ৷ স্ত্রী মুনমুন সেন ও আরেক মেয়ে রাইমা ছিলেন কলকাতার বাইরে ৷ বাবাকে নিয়ে স্মৃতিচারণে রিয়া ৷

RIYA SEN
বাবাকে নিয়ে আবেগঘন রিয়া (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 28, 2024, 5:46 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: সম্প্রতি বাবাকে হারিয়েছেন অভিনেত্রী রিয়া সেন দেব ৷ 19 নভেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা ৷ বাবাকে নিয়ে মনের কথা সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন রাইমা ৷ বৃহস্পতিবার ভারাক্রান্ত মন নিয়ে বাবাকে মনে করলেন রিয়া ৷

অভিনেত্রী লেখেন, "যখন বাবা আমাদের ছেড়ে গেলেন মনের উপর গভীর প্রভাব পরে ৷ তিনি যে ভালোবাসা আমাদের দিয়েছেন এবং যে শিক্ষা আমাদের দিয়েছেন তা আজও পথ দেখায় ৷ আমাদের একসঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত চিরস্মরণীয় ৷ মনে হয় এখনও তিনি আমাদের সঙ্গেই আছেন ৷"

রিয়া লেখেন, "তিনি যা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন সেটাই আগামী দিনে পাথেয় হবে ৷ এটা ভেবে ভালো লাগে যে আমি সবসময় তাঁর পাশে থাকতে পেরেছিলাম ৷ সেটা খারাপ সময় হোক বা ভালো সময় ৷ আমি মনের গভীর থেকে বাবাকে ভালোবাসি ৷ আমি চেষ্টা করেছি তাঁকে সবসময় ভালো রাখার ৷ এমনকী, আমার মন খারাপ থাকলেও বাবাকে দেখে আমি ভালো থাকতাম ৷" মুনমুন সেনের মেয়ে এরপর লেখেন, "ভবগান দয়ালু ৷ মৃত্যুর সময়ও তিনি যন্ত্রণামুক্ত ছিলেন ৷ তিনি সত্যিই জীবন উপভোগ করেছেন একজন রাজার মতো ৷ তিনি পৃথিবীতে সবচেয়ে দয়াবান, মজার ও ভালো মানুষ ছিলেন ৷"

প্রসঙ্গত, 19 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা ৷ 1978 সালে মুনমুন সেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। একসঙ্গে পথ চলেন 46টি বছর। 19 তারিখ সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে ভরত দেব বর্মার। শারীরিক অস্বস্তি বোধ করায় তাঁকে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু সেখানে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত দেব বর্মা।

হায়দরাবাদ, 28 নভেম্বর: সম্প্রতি বাবাকে হারিয়েছেন অভিনেত্রী রিয়া সেন দেব ৷ 19 নভেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা ৷ বাবাকে নিয়ে মনের কথা সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন রাইমা ৷ বৃহস্পতিবার ভারাক্রান্ত মন নিয়ে বাবাকে মনে করলেন রিয়া ৷

অভিনেত্রী লেখেন, "যখন বাবা আমাদের ছেড়ে গেলেন মনের উপর গভীর প্রভাব পরে ৷ তিনি যে ভালোবাসা আমাদের দিয়েছেন এবং যে শিক্ষা আমাদের দিয়েছেন তা আজও পথ দেখায় ৷ আমাদের একসঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত চিরস্মরণীয় ৷ মনে হয় এখনও তিনি আমাদের সঙ্গেই আছেন ৷"

রিয়া লেখেন, "তিনি যা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন সেটাই আগামী দিনে পাথেয় হবে ৷ এটা ভেবে ভালো লাগে যে আমি সবসময় তাঁর পাশে থাকতে পেরেছিলাম ৷ সেটা খারাপ সময় হোক বা ভালো সময় ৷ আমি মনের গভীর থেকে বাবাকে ভালোবাসি ৷ আমি চেষ্টা করেছি তাঁকে সবসময় ভালো রাখার ৷ এমনকী, আমার মন খারাপ থাকলেও বাবাকে দেখে আমি ভালো থাকতাম ৷" মুনমুন সেনের মেয়ে এরপর লেখেন, "ভবগান দয়ালু ৷ মৃত্যুর সময়ও তিনি যন্ত্রণামুক্ত ছিলেন ৷ তিনি সত্যিই জীবন উপভোগ করেছেন একজন রাজার মতো ৷ তিনি পৃথিবীতে সবচেয়ে দয়াবান, মজার ও ভালো মানুষ ছিলেন ৷"

প্রসঙ্গত, 19 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা ৷ 1978 সালে মুনমুন সেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। একসঙ্গে পথ চলেন 46টি বছর। 19 তারিখ সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে ভরত দেব বর্মার। শারীরিক অস্বস্তি বোধ করায় তাঁকে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু সেখানে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত দেব বর্মা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.