ETV Bharat / state

ট্যাবকাণ্ড-সহ যাবতীয় আর্থিক তছরুপ রুখবে নয়া অ্যাপ, বিধানসভায় কী জানালেন মুখ্যমন্ত্রী - MAMATA ON TAB SCANDAL

ট্যাবকাণ্ড-সহ যাবতীয় আর্থিক তছরুপ রুখতে এবার নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ এবিষয়ে আজ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV BHARAT
আর্থিক তছরুপ রুখতে উদ্যোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 5:54 PM IST

কলকাতা, 28 নভেম্বর: ট্যাবকাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল । এই নিয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে জামতারা গাংয়ের যোগের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে জালিয়াতি রুখতে নয়া মেকানিজমের কথা বললেন তিনি । একইসঙ্গে, বিধানসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, আগামী দিনে এ ধরনের ঘটনা রুখতে তাঁর সরকার বদ্ধপরিকর ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সত্যি কথা বলতে কী, আমরা সকলকে সহজ সরল মনে বিশ্বাস করি । বিশ্বাস বা ভরসা করা এটা আমাদের একটা ধর্ম । সবাই নয়, তবে এক শতাংশ হলেও এই ভরসাকে মিসইউজ করে । সেজন্য আমরা একটা নতুন অ্যাপ তৈরি করেছি । এই অ্যাপকে যদি কেউ মিসইউজ করে তাহলে সেটা অ্যাপের মধ্যে চলে আসবে ।"

এ ধরনের অর্থ তছরুপের ঘটনার সঙ্গে জামতারা গ্রুপের যোগ রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের ধরতে পেরেছি । সাম্প্রতিক সময়ে রাজস্থান, উত্তরপ্রদেশ, মুম্বই, বিহার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এই জামতারা গ্রুপ সক্রিয় রয়েছে । তারা ব্যাংকের টাকা হ্যাক করছে । জনগণের টাকা হ্যাক করেছে । তা রুখতে এবার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের যে ট্যাব দেওয়া হয় তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা প্রায় 1600 কোটি টাকা ট্যাব দেওয়ার ক্ষেত্রে খরচ করেছি । সেখানে দু'হাজারের মতো কেস ধরা পড়েছে, যেখানে তাঁদের টাকা অন্যের কাছে চলে গিয়েছে । সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়া হয়েছে ।"

এরপরই তিনি জানিয়েছেন, রাজ্য সরকার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি ব্যবস্থা করছে । মুখ্যমন্ত্রী বলেন, "এবার সবকটা প্রকল্পের জন্য একটা সিস্টেম তৈরি করছি । একটা মেকানিজম তৈরি হচ্ছে । যাতে এই টাকা অন্য কারও কাছে গেলে, যেই দায়ী থাকুক তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে । বাইরের গুন্ডারাও জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে ।"

এদিন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ তারা এই আর্থিক প্রতারণার সঙ্গে যুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন, "অন্য রাজ্য এ ধরনের ঘটনার পেছনে কারা রয়েছে জানতেও পারেনি । তাদের চোখের সামনে থেকে সবকিছু হয়ে যাচ্ছিল । কিন্তু আমাদের সাফল্য আমরা তাদের সামনে তুলে ধরতে পেরেছি । কান টানলে মাথা আসে । কাজেই আগামী দিনে এই চক্রের বড় চাঁই ধরা পড়বে । এই ধরনের অপকর্ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না ।"

কলকাতা, 28 নভেম্বর: ট্যাবকাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল । এই নিয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে জামতারা গাংয়ের যোগের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে জালিয়াতি রুখতে নয়া মেকানিজমের কথা বললেন তিনি । একইসঙ্গে, বিধানসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, আগামী দিনে এ ধরনের ঘটনা রুখতে তাঁর সরকার বদ্ধপরিকর ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সত্যি কথা বলতে কী, আমরা সকলকে সহজ সরল মনে বিশ্বাস করি । বিশ্বাস বা ভরসা করা এটা আমাদের একটা ধর্ম । সবাই নয়, তবে এক শতাংশ হলেও এই ভরসাকে মিসইউজ করে । সেজন্য আমরা একটা নতুন অ্যাপ তৈরি করেছি । এই অ্যাপকে যদি কেউ মিসইউজ করে তাহলে সেটা অ্যাপের মধ্যে চলে আসবে ।"

এ ধরনের অর্থ তছরুপের ঘটনার সঙ্গে জামতারা গ্রুপের যোগ রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের ধরতে পেরেছি । সাম্প্রতিক সময়ে রাজস্থান, উত্তরপ্রদেশ, মুম্বই, বিহার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এই জামতারা গ্রুপ সক্রিয় রয়েছে । তারা ব্যাংকের টাকা হ্যাক করছে । জনগণের টাকা হ্যাক করেছে । তা রুখতে এবার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের যে ট্যাব দেওয়া হয় তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা প্রায় 1600 কোটি টাকা ট্যাব দেওয়ার ক্ষেত্রে খরচ করেছি । সেখানে দু'হাজারের মতো কেস ধরা পড়েছে, যেখানে তাঁদের টাকা অন্যের কাছে চলে গিয়েছে । সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়া হয়েছে ।"

এরপরই তিনি জানিয়েছেন, রাজ্য সরকার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি ব্যবস্থা করছে । মুখ্যমন্ত্রী বলেন, "এবার সবকটা প্রকল্পের জন্য একটা সিস্টেম তৈরি করছি । একটা মেকানিজম তৈরি হচ্ছে । যাতে এই টাকা অন্য কারও কাছে গেলে, যেই দায়ী থাকুক তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে । বাইরের গুন্ডারাও জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে ।"

এদিন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ তারা এই আর্থিক প্রতারণার সঙ্গে যুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন, "অন্য রাজ্য এ ধরনের ঘটনার পেছনে কারা রয়েছে জানতেও পারেনি । তাদের চোখের সামনে থেকে সবকিছু হয়ে যাচ্ছিল । কিন্তু আমাদের সাফল্য আমরা তাদের সামনে তুলে ধরতে পেরেছি । কান টানলে মাথা আসে । কাজেই আগামী দিনে এই চক্রের বড় চাঁই ধরা পড়বে । এই ধরনের অপকর্ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.