রামপুরহাট (বীরভূম), 13 জুন: একটা সময় ছিল বীরভূমের রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের বগটুই সংসদে ভাদু শেখ মনোনয়ন জমা দিলে ভয়ে আর কেউ মনোনয়ন জমা দেওয়ার সাহস পেতেন না । আজ সেই ভাদু শেখের খুনের পর সেই সংসদে বিজেপির প্রার্থী তাঁরই খুনের মূল অভিযুক্ত পলাশ শেখের মা এবং বগটুই হত্যাকাণ্ডে স্বজনহারা মেরিনা বিবি ।
এ দিন রামপুরহাট-1 ব্লক অফিসে বগটুই সংসদ থেকে বিজেপির মনোনীত প্রার্থী মেরিনা বিবি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলেন "আমার পরিবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, আমার নির্দোষ ছেলেকে জেলে ভরেছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছি ৷ আমরা তৃণমূল কংগ্রেস করতাম, ওদের অত্যাচারে বিজেপি করছি ।"
প্রসঙ্গত, মেরিনা বিবির মা নুরনেহার বিবি ও মেরিনা বিবির বোন রূপালি বিবি-সহ বেশ কয়েকজন বগটুই গণহত্যা কাণ্ডে মারা গিয়েছেন । সোমবার মিহিলাল শেখ, সীমা খাতুন নামে তাঁর পরিবারের এক গৃহবধূকে সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা করান । সেই মিহিলাল শেখের পরিবারের আরও একজন মহিলা মেরিনা বিবি বগটুই গ্রাম সংসদ পদে মনোনয়নপত্র জমা দিলেন ।
2022 সালের 21 মার্চ পানাগড়-মুরারই 14 নম্বর জাতীয় সড়কের পাশে রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে । তারপরই খুনের বদলা নিতে বগটুই গ্রামে 10-12 টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পরদিন সকালে শিশু ও মহিলা-সহ সাতজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয় । অভিযোগ ওঠে, তাঁদের খুন করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে । পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় ৷
ভাদু শেখ খুনের কয়েক দিন পরই সামনে আসে সিসিটিভি ফুটেজ । সেই ফুটেজ দেখে চারজনকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁদের মধ্যে অন্যতম পলাশ শেখ । সেই পলাশ শেখের মা মেরিনা বিবি এবার বগটুই সংসদের বিজেপির প্রার্থী । সংখ্যালঘু আধুষিত বগটুই গ্রামে বিজেপির সংগঠন না থাকলেও মেরিনা বিবির দাবি, তিনি জিতবেন । গ্রামের মানুষের সম্মতি নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছেন ।
তবে বগটুইকে তৃণমূল তেমন গুরুত্ব দিচ্ছে না । বরং বগটুই সংসদে তৃণমূলের প্রার্থী তালিকায় কয়েক জনের নাম ভেসে আসছে । জেতার ক্ষেত্রে তৃণমূলের মনোবল তুঙ্গে । ভাদু শেখ প্রার্থী হতেন এই সংসদে । তাঁর অনুগামীদের মধ্যে কেউ নেই এখন সক্রিয় রাজনীতিতে । বেশিরভাগই হত্যাকাণ্ডে জেলে আছেন । তাই তৃণমূলের প্রার্থী নিয়েও এখনও মুখে খুলতে নারাজ কেউই ।
আরও পড়ুন: রক্ত দেব নন্দীগ্রামে চোরেদের জায়গা দেব না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর