ETV Bharat / state

ছাপ্পা ভোট নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, ভোটগ্রহণ বন্ধ - ছাপ্পা ভোট

তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল BJP ৷ ঘটনায় দুই দলের মধ্যে বচসা বাধে ৷ আহত হয় 4 BJP কর্মী ৷

জখম BJP কর্মী
author img

By

Published : Apr 29, 2019, 4:35 PM IST

দুবরাজপুর, 29 এপ্রিল : ছাপ্পা ভোট দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে BJP কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়৷ এই ঘটনায় জখম হয়েছে 4 BJP কর্মী৷ সাহাপুর গ্রাম পঞ্চায়েতের থোবড়া গ্রামের 283 নম্বর বুথের ঘটনা ৷ এর জেরে সেখানে ভোটগ্রহণ আপাতত বন্ধ ৷

আজ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে সাহাপুরের থোবড়া গ্রামের 283 নম্বর বুথের BJP এজেন্ট৷ এরপরেই দুই দলের মধ্যে শুরু হয় বচসা ৷ পরে শুরু হয় সংঘর্ষ ৷ ঘটনায় জখম হয় 4 BJP কর্মী ৷ তাঁরা বর্তমানে দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী ও দুবরাজপুর থানার পুলিশ টহল দিচ্ছে৷

দুবরাজপুর, 29 এপ্রিল : ছাপ্পা ভোট দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে BJP কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়৷ এই ঘটনায় জখম হয়েছে 4 BJP কর্মী৷ সাহাপুর গ্রাম পঞ্চায়েতের থোবড়া গ্রামের 283 নম্বর বুথের ঘটনা ৷ এর জেরে সেখানে ভোটগ্রহণ আপাতত বন্ধ ৷

আজ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে সাহাপুরের থোবড়া গ্রামের 283 নম্বর বুথের BJP এজেন্ট৷ এরপরেই দুই দলের মধ্যে শুরু হয় বচসা ৷ পরে শুরু হয় সংঘর্ষ ৷ ঘটনায় জখম হয় 4 BJP কর্মী ৷ তাঁরা বর্তমানে দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী ও দুবরাজপুর থানার পুলিশ টহল দিচ্ছে৷

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.