শান্তিনিকেতন , 20 মে : আমফানের দাপটে যাতে কাঁচের তৈরি উপাসনা গৃহ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে । তাছাড়া ঝড়ের দাপটে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে শান্তিনিকেতনের বিভিন্ন মূল্যবান ভাস্কর্য থেকে শুরু করে ঐতিহ্যবাহী ভবনগুলি । তাই ক্রেন মজুত করে রাখা হয়েছে । এছাড়া , বিপর্যয় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।
আমফানের দাপটে সকাল থেকেই চলছে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত । শান্তিনিকেতনে বড় গাছের সংখ্যা অনেক বেশি । ঝড়ের দাপটে ভেঙে পড়তে পারে সেই সব গাছ । তাছাড়া , বিশ্বভারতী চত্বর জুড়ে রয়েছে একাধিক মূল্যবান ভাস্কর্য । রামকিঙ্কর বেইজ , নন্দলাল বসু , কেজি সুব্রমনিয়ম প্রমুখ প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শান্তিনিকেতন জুড়ে । এছাড়া রয়েছে ঐতিহ্যবাহী বাড়ি । সবথেকে উল্লেখযোগ্য চতুর্দিকে গাছে ঘেরা শান্তিনিকেতনের উপাসনা গৃহটি সম্পূর্ণ কাচ দিয়ে তৈরি । তাই আমফানের দাপটে যাতে কোনও ক্ষতি না হয় সেই কারণেই আগাম ব্যবস্থা নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷
তাছাড়াও উপাসনা গৃহ, রবীন্দ্র ভবন, বাংলাদেশ ভবন , মাটির তৈরি তালধ্বজ , শ্যামলী গৃহ , চৈতি বাড়ি ও মূল্যবান ভাস্কর্যগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে । এই জন্য আগাম ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে বিশ্বভারতীতে । ক্রেন সহ বিপর্যয় মোকাবিলার আগাম ব্যবস্থা রাখা হয়েছে । এখনও চলছে ঝড়ের দাপট । একদিকে লকডাউন অন্যদিকে আমফানের দাপট । সব মিলিয়ে জনশূন্য শান্তিনিকেতন ।