কলকাতা, 22 মার্চ : অনুব্রত মণ্ডলের জল-নকুলদানা মন্তব্যের জন্য বীরভূমের জেলাশাসক মৌমিতা গোধরা বসুর কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। আজ সেই রিপোর্ট পাঠালেন জেলাশাসক।
আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর ভোটারদের শরীর ভালো রাখতে জল-নকুলদানা দেওয়ার কথা বলেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডল। সেই মন্তব্যের জেরে অনুব্রতর বিরুদ্ধে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অভিযোগ জানায় BJP, CPI(M)সহ বিরোধী দলগুলি।
তারপর বীরভূমের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়। ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার হিসেবে অনুব্রতকে শোকজ় করেন জেলাশাসক। শোকজ়ের জবাব পাওয়ার পর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান তিনি।
মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, জেলাশাসকের রিপোর্ট খতিয়ে দেখে তা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।