ETV Bharat / state

সোমবার খুলছে তারাপীঠ মন্দির - ভক্তদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা তারাপীঠ মন্দির

31 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তারাপীঠ মন্দির ৷ ভক্তদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা ৷ পুনরায় ভক্তদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত মন্দির কমিটির ৷

তারাপীঠ মন্দির
তারাপীঠ মন্দির
author img

By

Published : Aug 22, 2020, 3:49 PM IST

তারাপীঠ, 22 অগাস্ট : সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির । আজ মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার থেকেই মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা । কোরোনা পরিস্থিতির জেরে 31 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির ।

মন্দির কমিটি জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে মায়ের মূর্তিকে স্পর্শ করতে পারবেন না পুণ্যার্থীরা ৷ ভিড় এড়াতে মন্দির চত্বরেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। কৌশিকী অমাবস্যার ভিড় এড়াতেও বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হবে স্থানীয় প্রশাসন, পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের তরফে ৷ এই সিদ্ধান্ত ঘোষণার পর অনেকটাই স্বস্তিতে স্থানীয় ব্যবসায়ীরা ।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "কোরোনা পরিস্থিতি পরিবর্তন করা যাবে না। এর মধ্যেই আমাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে। তাই সকলের কথা ভেবে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কঠোরভাবে পালন করা হবে স্বাস্থ্যবিধি ।"

তারাপীঠ, 22 অগাস্ট : সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির । আজ মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার থেকেই মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা । কোরোনা পরিস্থিতির জেরে 31 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির ।

মন্দির কমিটি জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে মায়ের মূর্তিকে স্পর্শ করতে পারবেন না পুণ্যার্থীরা ৷ ভিড় এড়াতে মন্দির চত্বরেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। কৌশিকী অমাবস্যার ভিড় এড়াতেও বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হবে স্থানীয় প্রশাসন, পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের তরফে ৷ এই সিদ্ধান্ত ঘোষণার পর অনেকটাই স্বস্তিতে স্থানীয় ব্যবসায়ীরা ।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "কোরোনা পরিস্থিতি পরিবর্তন করা যাবে না। এর মধ্যেই আমাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে। তাই সকলের কথা ভেবে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কঠোরভাবে পালন করা হবে স্বাস্থ্যবিধি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.