ETV Bharat / state

বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ; বোমাবাজি, গুলি

বীরভূমের কাঁকরতলা থানার বড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । এলাকা দখলকে কেন্দ্র করে চলে বোমাবাজি, গুলি । ভাঙচুর করা হয় একাধিক বাড়ি ।

বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : May 14, 2019, 1:07 PM IST

কাঁকরতলা, 14 মে : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কাঁকরতলা থানার বড়া গ্রাম । এলাকা দখলকে কেন্দ্র করে চলে বোমাবাজি, গুলি । ভাঙচুর করা হয় একাধিক বাড়ি ।

স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরি ও শেখ কালোর অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর আগেও একাধিকবার দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। এলাকায় বোমাবাজিও হয়েছে । এই বড়া গ্রামেই মজুত বোমা বিস্ফোরণে উড়ে গেছিল এক গোষ্ঠীর কার্যালয় । ভোটের পর পরই এলাকা কার দখলে থাকবে এই নিয়ে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকরতলার বড়া গ্রাম ।

অভিযোগ, ভোররাতে হঠাৎ শেখ কালোর বাড়িতে হামলা চালায় উজ্জ্বল কাদেরি গোষ্ঠীর লোকজন । পালটা বোমাবাজি শুরু করে শেখ কালোর অনুগামীরা । আজ সকাল পর্যন্ত দফায় দফায় চলে বোমাবাজি । দুই গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় । গুলিও চলে বলে অভিযোগ ।

খবর পেয়ে পুলিশ, কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

কাঁকরতলা, 14 মে : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কাঁকরতলা থানার বড়া গ্রাম । এলাকা দখলকে কেন্দ্র করে চলে বোমাবাজি, গুলি । ভাঙচুর করা হয় একাধিক বাড়ি ।

স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরি ও শেখ কালোর অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর আগেও একাধিকবার দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। এলাকায় বোমাবাজিও হয়েছে । এই বড়া গ্রামেই মজুত বোমা বিস্ফোরণে উড়ে গেছিল এক গোষ্ঠীর কার্যালয় । ভোটের পর পরই এলাকা কার দখলে থাকবে এই নিয়ে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকরতলার বড়া গ্রাম ।

অভিযোগ, ভোররাতে হঠাৎ শেখ কালোর বাড়িতে হামলা চালায় উজ্জ্বল কাদেরি গোষ্ঠীর লোকজন । পালটা বোমাবাজি শুরু করে শেখ কালোর অনুগামীরা । আজ সকাল পর্যন্ত দফায় দফায় চলে বোমাবাজি । দুই গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় । গুলিও চলে বলে অভিযোগ ।

খবর পেয়ে পুলিশ, কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.