ETV Bharat / state

অনুপম হাজরাকে সর্বভারতীয় পদ থেকে অপসারণ, নাড্ডার নির্দেশে বিজ্ঞপ্তি দিল বিজেপি - BJP

Anupam Hazra Removed: শাহী বৈঠকের পরই এল বিজ্ঞপ্তি ৷ সর্বভারতীয় সম্পাদকের পদ খোয়ালেন অনুপম হাজরা ৷ দল বিরোধী কার্যকলাপের জন্যই এই নির্দেশ বলে খবর ৷

Etv Bharat
অনুপম হাজরাকে সর্বভারতীয় পদ থেকে অপসারণ বিজেপির
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 6:42 AM IST

Updated : Dec 27, 2023, 7:06 AM IST

বোলপুর, 27 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বৈঠকের পরই বড় সিদ্ধান্ত নিল দল । বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে পদ থেকে অপসারণ করল বিজেপি । রাজনৈতিক মহলের মতে, বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্বের খেসারত দিতে হল অনুপমকে ৷ দীর্ঘদিন ধরেই অনুপম বিজেপির একাধিক কর্মসূচির বিরুদ্ধে সরব হয়েছেন । আর অমিত শাহ ও জেপি নাড্ডার বঙ্গ সফরের পরই বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন । তাতে লেখা রয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুসারে অনুপম হাজরাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হল ৷ সুতরাং, বুঝতে বাকি নেই যে শাহী বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Anupam hazra
বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংয়ের দেওয়া বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদে ছিলেন অনুপম হাজরা । বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও অতীতে সর্বভারতীয় পদ থেকে অপসারণ করা হয়েছিল ৷ প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে ৷ ফেসবুকে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। বেশ কয়েকটি ক্ষেত্রে নাম করে প্রতিবাদ পর্যন্ত করেছেন ৷ শুধু তাই নয়, পৌষমেলায় দুটি স্টল দেওয়া হয়েছে । একটি অনুপম হাজরার অনুগামীদের, অন্যটি বঙ্গ বিজেপির স্টল ৷ যা নিয়ে গোষ্ঠী কোন্দলের কটাক্ষ করেছিল তৃণমূল । এবার অনুপমকে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করল গেরুয়া শিবির । ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে এবার 35টি আসন জয়ে মরিয়া বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনের জন্য একটি ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে বিজেপির তরফে ৷ মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে এই টিম তৈরি করেন অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ ওই ইলেকশন ম্যানেজমেন্ট টিমে 17 জন থাকবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷ এই খবর নিয়ে রাজনৈতিক মহলে যখন চর্চা চলছে ঠিক তখনই অনুপম হাজরাকে অপসারণের খবর মিলল। বিজেপির ভিতর এই সিদ্ধান্তের কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার।

আরও পড়ুন :

1 পৌষমেলায় মুখোমুখি অনুপম হাজরা ও বঙ্গ বিজেপির স্টল! গোষ্ঠীকোন্দলের কটাক্ষ তৃণমূলের

2 অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে

3 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম

বোলপুর, 27 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বৈঠকের পরই বড় সিদ্ধান্ত নিল দল । বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে পদ থেকে অপসারণ করল বিজেপি । রাজনৈতিক মহলের মতে, বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্বের খেসারত দিতে হল অনুপমকে ৷ দীর্ঘদিন ধরেই অনুপম বিজেপির একাধিক কর্মসূচির বিরুদ্ধে সরব হয়েছেন । আর অমিত শাহ ও জেপি নাড্ডার বঙ্গ সফরের পরই বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন । তাতে লেখা রয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুসারে অনুপম হাজরাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হল ৷ সুতরাং, বুঝতে বাকি নেই যে শাহী বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Anupam hazra
বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংয়ের দেওয়া বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদে ছিলেন অনুপম হাজরা । বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও অতীতে সর্বভারতীয় পদ থেকে অপসারণ করা হয়েছিল ৷ প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে ৷ ফেসবুকে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। বেশ কয়েকটি ক্ষেত্রে নাম করে প্রতিবাদ পর্যন্ত করেছেন ৷ শুধু তাই নয়, পৌষমেলায় দুটি স্টল দেওয়া হয়েছে । একটি অনুপম হাজরার অনুগামীদের, অন্যটি বঙ্গ বিজেপির স্টল ৷ যা নিয়ে গোষ্ঠী কোন্দলের কটাক্ষ করেছিল তৃণমূল । এবার অনুপমকে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করল গেরুয়া শিবির । ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে এবার 35টি আসন জয়ে মরিয়া বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনের জন্য একটি ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে বিজেপির তরফে ৷ মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে এই টিম তৈরি করেন অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ ওই ইলেকশন ম্যানেজমেন্ট টিমে 17 জন থাকবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷ এই খবর নিয়ে রাজনৈতিক মহলে যখন চর্চা চলছে ঠিক তখনই অনুপম হাজরাকে অপসারণের খবর মিলল। বিজেপির ভিতর এই সিদ্ধান্তের কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার।

আরও পড়ুন :

1 পৌষমেলায় মুখোমুখি অনুপম হাজরা ও বঙ্গ বিজেপির স্টল! গোষ্ঠীকোন্দলের কটাক্ষ তৃণমূলের

2 অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে

3 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম

Last Updated : Dec 27, 2023, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.