শান্তিনিকেতন, 11 ফেব্রুয়ারি : ফের স্থান পরিবর্তন হল বসন্তোৎসবের৷ আশ্রম মাঠের পরিবর্তে পৌষমেলার মাঠে হবে বসন্তোৎসব । প্রায় ঘন্টা তিনেক বৈঠকের পর সমস্ত জল্পনা কাটিয়ে স্থির হয় দোলের দিনই হবে বসন্তোৎসব । সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব বিশ্বভারতীর । কিন্তু মেলার প্রশাসনিক বিষয় দেখবে জেলা প্রশাসন৷
পৌষমেলার মতো এবার বসন্তোৎসব নিয়েও জল্পনা চলছিল । সেই জল্পনার অবসান হল আজকের বৈঠকে । বসন্তোৎসবে রাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । রাজ্য সরকারের তরফে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিরাপত্তার দিকে প্রতিবছর যেভাবে সাহায্য করা হয় তেমনই করা হবে৷ এদিন, বিকেল সাড়ে পাঁচটা থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে বসন্তোৎসব নিয়ে বৈঠক হয়৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে এই বৈঠকে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন, জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, SDPO (বোলপুর) অভিষেক রায়, মহকুমা শাসক অভ্র অধিকারী প্রমুখ । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়, রাষ্ট্রপতি মনোনীত কর্মসমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন বিভাগের অধ্যক্ষ ও আধিকারিকরা ছিলেন ।
বৈঠকে ঠিক হয়, দোলের দিনই হবে বসন্তোৎসব । তবে আশ্রম মাঠের পরিবর্তে পৌষমেলার মাঠে হবে এই উৎসব৷ পুলিশ প্রশাসনের পরামর্শ মতো এই স্থান পরিবর্তন বলে জানান উপাচার্য । 2014 সালে পৌষমেলার মাঠে হয়েছিল বসন্তোৎসব । সেই সময় আইনশৃঙ্খলার অবনতি হয় । তাই পরের বছর থেকে পুনরায় আশ্রম মাঠেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল উৎসব । ফের পৌষমেলার মাঠে হতে চলেছে ঐতিহ্যবাহী বসন্তোৎসব । সমস্ত রকম সহযোগিতা করবে জেলা প্রশাসন বলেই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।