ETV Bharat / state

Amartya Sen on Land Controversy: জমি বিতর্কে জবাব অমর্ত্যের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ফের চিঠি বিশ্বভারতীর

জমিবিবাদ নিয়ে মুখ খুললেন অমর্ত্য সেন (Amartya Sen on Land Controversy) ৷ বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) দিলেন কড়া জবাব ৷ এরই মধ্য়ে এবার অমর্ত্যকে ফের একবার চিঠি পাঠিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

Amartya Sen reply to Bidyut Chakraborty on Land Controversy
অমর্ত্য সেনের জবাব
author img

By

Published : Jan 27, 2023, 5:46 PM IST

Updated : Jan 27, 2023, 6:36 PM IST

জমি বিতর্ক নিয়ে মুখ খুললেন অমর্ত্য সেন

বোলপুর, 27 জানুয়ারি: জমি বিতর্কে এবার মুখ খুললেন অমর্ত্য সেন (Amartya Sen on Land Controversy) ৷ জবাব দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) তোলা দখলদারির অভিযোগের ৷ তবে, উপাচার্য যেভাবে প্রবীণ অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ করেছেন, তার কোনও জবাব দেননি অমর্ত্য ৷ বদলে তাঁর মুখে দেখা গিয়েছে অনাবিল হাসি ! যদিও এরই মধ্যে ফের একবার বিশ্বভারতীর তরফ থেকে অমর্ত্য সেনকে চিঠি পাঠানো হয় ৷ তাতে তাঁকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, হয় অমর্ত্য 'দখল করে রাখা' 13 ডেসিমেল জমি বিশ্বভারতীকে ফেরত দিন ৷ আর তা না-হলে এবার তাঁর বিরুদ্ধে বিশ্বভারতী কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ করতে বাধ্য হবে ৷

জমি বিতর্কে বিদ্যুৎ চক্রবর্তীর অভিযোগ:

বিশ্বভারতীর উপাচার্যের দাবি ছিল, অমর্ত্য সেনের পরিবারকে বিশ্বভারতীর তরফে যে জমি দেওয়া হয়েছিল, তার সঙ্গে অতিরিক্ত 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন সেন পরিবারের সদস্যরা ৷ যা আদতে বিশ্বভারতীর সম্পত্তি ৷ অমর্ত্যকে চিঠি পাঠিয়ে সেই 13 ডেসিমেল জমিই ফেরত চাওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ ৷

জমি বিতর্কে অমর্ত্য সেনের জবাব:

বিদ্যুৎ চক্রবর্তী জমি নিয়ে যে দাবি করেছেন, তার জবাবে শুক্রবার অমর্ত্য জানান, এটা ঠিক যে বিশ্বভারতীর তরফ থেকে তাঁর পূর্বপুরুষকে জমি দান করা হয়েছিল ৷ কিন্তু, পরবর্তীকালে সেই জমির লাগোয়া আরও কিছুটা অংশ কিনে নেন অমর্ত্য সেনের বাবা ৷ বর্তমানে শান্তিনিকেতনে প্রতীচী নামে সেন পরিবারের যে বাড়ি রয়েছে, তার চৌহদ্দির মধ্যে উল্লেখিত দুই পর্যায়ের সমস্ত জমিই রয়েছে ৷ অর্থাৎ, এদিন সংবাদমাধ্যমের সামনে জমি দখলের অভিযোগ কার্যত অস্বীকার করেছেন অমর্ত্য ৷

Amartya Sen reply to Bidyut Chakraborty on Land Controversy
শুক্রবার ফের চিঠি পাঠাল বিশ্বভারতী

আরও পড়ুন: 'অমর্ত্য সেন নোবেলজয়ী নন !' ফের বিস্ফোরক বিদ্যুৎ চক্রবর্তী

নোবেল নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর দাবি:

বিশ্বভারতীর উপাচার্য বৃহস্পতিবার রাতে দাবি করেন, অমর্ত্য সেন মোটেও নোবেলজয়ী নন ! কারণ, অর্থনীতিতে সরাসরি কোনও নোবেল দেওয়া হয় না ৷ এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে ৷

নোবেল নিয়ে অমর্ত্য সেনের উত্তর:

বিদ্যুৎ চক্রবর্তীর নোবেল সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অমর্ত্য বলেন, "কেউ কোনও দাবি করতেই পারেন ৷ এতে আমার কিছু বলার নেই ৷" এরপরও সাংবাদিকরা এ নিয়ে তাঁকে প্রশ্ন করেন ৷ কিন্তু, প্রথিতযশা মানুষটি মুখভরা হাসি ছাড়া আর কোনও উত্তর দেননি ৷

আদালত নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর কটাক্ষ:

বিদ্যুৎ চক্রবর্তীর দাবি, জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেন আদালতে যাচ্ছেন না, কারণ তিনি জানেন, আদালতে গেলে প্রকৃত সত্য সামনে চলে আসবে ৷ অর্থাৎ, আদালতে যাওয়া নিয়ে যে অমর্ত্য সেনের কোথাও না কোথাও সংশয় এবং আশঙ্কা রয়েছে, সেটাই বলতে চেয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ৷ ওয়াকিবহাল মহল অন্তত উপাচার্যের মন্তব্যের তেমনই ব্যাখ্য়া করছে ৷

আদালত নিয়ে অমর্ত্য সেনের জবাব:

আদালত সংক্রান্ত প্রশ্নের উত্তরে এদিন অমর্ত্য বলেন, "উপাচার্য যদি মনে করেন আমি ভয়ে আদালতে যাচ্ছি না, তাহলে ওঁর চিন্তাশক্তি নিয়েই ভাবার প্রয়োজন রয়েছে ৷"

এই দড়ি টানাটানির মধ্যেই শুক্রবার ফের অমর্ত্য সেনকে চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ সেই চিঠির প্রতিলিপি ইটিভি ভারতের কাছেও এসেছে ৷ চিঠির বয়ান দেখে জমিবিবাদ আরও চরমে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, এই চিঠিতে অমর্ত্য সেনকে সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এখন অমর্ত্য এর কী জবাব দেন, সেটাই দেখার ৷

জমি বিতর্ক নিয়ে মুখ খুললেন অমর্ত্য সেন

বোলপুর, 27 জানুয়ারি: জমি বিতর্কে এবার মুখ খুললেন অমর্ত্য সেন (Amartya Sen on Land Controversy) ৷ জবাব দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) তোলা দখলদারির অভিযোগের ৷ তবে, উপাচার্য যেভাবে প্রবীণ অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ করেছেন, তার কোনও জবাব দেননি অমর্ত্য ৷ বদলে তাঁর মুখে দেখা গিয়েছে অনাবিল হাসি ! যদিও এরই মধ্যে ফের একবার বিশ্বভারতীর তরফ থেকে অমর্ত্য সেনকে চিঠি পাঠানো হয় ৷ তাতে তাঁকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, হয় অমর্ত্য 'দখল করে রাখা' 13 ডেসিমেল জমি বিশ্বভারতীকে ফেরত দিন ৷ আর তা না-হলে এবার তাঁর বিরুদ্ধে বিশ্বভারতী কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ করতে বাধ্য হবে ৷

জমি বিতর্কে বিদ্যুৎ চক্রবর্তীর অভিযোগ:

বিশ্বভারতীর উপাচার্যের দাবি ছিল, অমর্ত্য সেনের পরিবারকে বিশ্বভারতীর তরফে যে জমি দেওয়া হয়েছিল, তার সঙ্গে অতিরিক্ত 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন সেন পরিবারের সদস্যরা ৷ যা আদতে বিশ্বভারতীর সম্পত্তি ৷ অমর্ত্যকে চিঠি পাঠিয়ে সেই 13 ডেসিমেল জমিই ফেরত চাওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ ৷

জমি বিতর্কে অমর্ত্য সেনের জবাব:

বিদ্যুৎ চক্রবর্তী জমি নিয়ে যে দাবি করেছেন, তার জবাবে শুক্রবার অমর্ত্য জানান, এটা ঠিক যে বিশ্বভারতীর তরফ থেকে তাঁর পূর্বপুরুষকে জমি দান করা হয়েছিল ৷ কিন্তু, পরবর্তীকালে সেই জমির লাগোয়া আরও কিছুটা অংশ কিনে নেন অমর্ত্য সেনের বাবা ৷ বর্তমানে শান্তিনিকেতনে প্রতীচী নামে সেন পরিবারের যে বাড়ি রয়েছে, তার চৌহদ্দির মধ্যে উল্লেখিত দুই পর্যায়ের সমস্ত জমিই রয়েছে ৷ অর্থাৎ, এদিন সংবাদমাধ্যমের সামনে জমি দখলের অভিযোগ কার্যত অস্বীকার করেছেন অমর্ত্য ৷

Amartya Sen reply to Bidyut Chakraborty on Land Controversy
শুক্রবার ফের চিঠি পাঠাল বিশ্বভারতী

আরও পড়ুন: 'অমর্ত্য সেন নোবেলজয়ী নন !' ফের বিস্ফোরক বিদ্যুৎ চক্রবর্তী

নোবেল নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর দাবি:

বিশ্বভারতীর উপাচার্য বৃহস্পতিবার রাতে দাবি করেন, অমর্ত্য সেন মোটেও নোবেলজয়ী নন ! কারণ, অর্থনীতিতে সরাসরি কোনও নোবেল দেওয়া হয় না ৷ এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে ৷

নোবেল নিয়ে অমর্ত্য সেনের উত্তর:

বিদ্যুৎ চক্রবর্তীর নোবেল সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অমর্ত্য বলেন, "কেউ কোনও দাবি করতেই পারেন ৷ এতে আমার কিছু বলার নেই ৷" এরপরও সাংবাদিকরা এ নিয়ে তাঁকে প্রশ্ন করেন ৷ কিন্তু, প্রথিতযশা মানুষটি মুখভরা হাসি ছাড়া আর কোনও উত্তর দেননি ৷

আদালত নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর কটাক্ষ:

বিদ্যুৎ চক্রবর্তীর দাবি, জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেন আদালতে যাচ্ছেন না, কারণ তিনি জানেন, আদালতে গেলে প্রকৃত সত্য সামনে চলে আসবে ৷ অর্থাৎ, আদালতে যাওয়া নিয়ে যে অমর্ত্য সেনের কোথাও না কোথাও সংশয় এবং আশঙ্কা রয়েছে, সেটাই বলতে চেয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ৷ ওয়াকিবহাল মহল অন্তত উপাচার্যের মন্তব্যের তেমনই ব্যাখ্য়া করছে ৷

আদালত নিয়ে অমর্ত্য সেনের জবাব:

আদালত সংক্রান্ত প্রশ্নের উত্তরে এদিন অমর্ত্য বলেন, "উপাচার্য যদি মনে করেন আমি ভয়ে আদালতে যাচ্ছি না, তাহলে ওঁর চিন্তাশক্তি নিয়েই ভাবার প্রয়োজন রয়েছে ৷"

এই দড়ি টানাটানির মধ্যেই শুক্রবার ফের অমর্ত্য সেনকে চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ সেই চিঠির প্রতিলিপি ইটিভি ভারতের কাছেও এসেছে ৷ চিঠির বয়ান দেখে জমিবিবাদ আরও চরমে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, এই চিঠিতে অমর্ত্য সেনকে সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এখন অমর্ত্য এর কী জবাব দেন, সেটাই দেখার ৷

Last Updated : Jan 27, 2023, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.