রামপুরহাট, 5 অগাস্ট : 2018 সালের মার্চেই নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বীরভূমকে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির গ্রামেই দেখা গেল অন্য দৃশ্য ৷ এখনও কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে মলত্যাগ করছে সাধারণ মানুষ ৷ কারও বাড়িতে শৌচাগার হয়নি এখনও, কেউ বা সচেতনতার অভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন ।
গ্রাম বাংলাকে নির্মল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ, উন্মুক্ত মলমূত্র ত্যাগ বন্ধ করতে সচেতনতা ও প্রচারে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু, এত কিছুর পরও থেকে গিয়েছে বেশ খানিকটা ফাঁকফোকর ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট মহকুমার কুসুম্বা গ্রামে । এই গ্রামেই ছেলেবেলা কেটেছে তাঁর । মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুবার মামার বাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এই কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা গ্রামে দেখা গিয়েছে নির্মল বাংলার ভিন্ন দৃশ্য ।
গ্রামের বহু মানুষ উন্মুক্ত মল ত্যাগ করেন বলেই জানা গিয়েছে । কারও বাড়িতে এখনও শৌচাগার নির্মাণ হয়নি, কেউ বা শৌচাগার থাকা সত্ত্বেও প্রশাসনিক সচেতনতার অভাবে উন্মুক্ত স্থানে মল ত্যাগ করছেন । এতে রোগের আশঙ্কা বাড়ছে ।
এই প্রসঙ্গে রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল বলেন, "আমরা প্রশাসনের সব স্তরের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে দেখছি।"
-
I'm delighted to announce that rural Bengal is now open defecation free. Here is my Facebook post pic.twitter.com/KDVI2Ea3i3
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I'm delighted to announce that rural Bengal is now open defecation free. Here is my Facebook post pic.twitter.com/KDVI2Ea3i3
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2019I'm delighted to announce that rural Bengal is now open defecation free. Here is my Facebook post pic.twitter.com/KDVI2Ea3i3
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2019