ETV Bharat / state

ঘোষণাই সার, মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রামেই চলছে প্রকাশ্যে মলত্যাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে মলত্যাগ করছে সাধারণ মানুষ ৷

ঘোষণাই সার, মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রামেই চলছে প্রকাশ্যে মলত্যাগ
author img

By

Published : Aug 5, 2019, 8:44 AM IST

Updated : Aug 5, 2019, 9:56 AM IST

রামপুরহাট, 5 অগাস্ট : 2018 সালের মার্চেই নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বীরভূমকে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির গ্রামেই দেখা গেল অন্য দৃশ্য ৷ এখনও কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে মলত্যাগ করছে সাধারণ মানুষ ৷ কারও বাড়িতে শৌচাগার হয়নি এখনও, কেউ বা সচেতনতার অভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন ।

গ্রাম বাংলাকে নির্মল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ, উন্মুক্ত মলমূত্র ত্যাগ বন্ধ করতে সচেতনতা ও প্রচারে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু, এত কিছুর পরও থেকে গিয়েছে বেশ খানিকটা ফাঁকফোকর ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট মহকুমার কুসুম্বা গ্রামে । এই গ্রামেই ছেলেবেলা কেটেছে তাঁর । মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুবার মামার বাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে মলত্যাগ করছে সাধারণ মানুষ

এই কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা গ্রামে দেখা গিয়েছে নির্মল বাংলার ভিন্ন দৃশ্য ।

গ্রামের বহু মানুষ উন্মুক্ত মল ত্যাগ করেন বলেই জানা গিয়েছে । কারও বাড়িতে এখনও শৌচাগার নির্মাণ হয়নি, কেউ বা শৌচাগার থাকা সত্ত্বেও প্রশাসনিক সচেতনতার অভাবে উন্মুক্ত স্থানে মল ত্যাগ করছেন । এতে রোগের আশঙ্কা বাড়ছে ।
এই প্রসঙ্গে রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল বলেন, "আমরা প্রশাসনের সব স্তরের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে দেখছি।"

রামপুরহাট, 5 অগাস্ট : 2018 সালের মার্চেই নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বীরভূমকে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির গ্রামেই দেখা গেল অন্য দৃশ্য ৷ এখনও কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে মলত্যাগ করছে সাধারণ মানুষ ৷ কারও বাড়িতে শৌচাগার হয়নি এখনও, কেউ বা সচেতনতার অভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন ।

গ্রাম বাংলাকে নির্মল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ, উন্মুক্ত মলমূত্র ত্যাগ বন্ধ করতে সচেতনতা ও প্রচারে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু, এত কিছুর পরও থেকে গিয়েছে বেশ খানিকটা ফাঁকফোকর ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট মহকুমার কুসুম্বা গ্রামে । এই গ্রামেই ছেলেবেলা কেটেছে তাঁর । মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুবার মামার বাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে মলত্যাগ করছে সাধারণ মানুষ

এই কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা গ্রামে দেখা গিয়েছে নির্মল বাংলার ভিন্ন দৃশ্য ।

গ্রামের বহু মানুষ উন্মুক্ত মল ত্যাগ করেন বলেই জানা গিয়েছে । কারও বাড়িতে এখনও শৌচাগার নির্মাণ হয়নি, কেউ বা শৌচাগার থাকা সত্ত্বেও প্রশাসনিক সচেতনতার অভাবে উন্মুক্ত স্থানে মল ত্যাগ করছেন । এতে রোগের আশঙ্কা বাড়ছে ।
এই প্রসঙ্গে রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল বলেন, "আমরা প্রশাসনের সব স্তরের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে দেখছি।"

Intro:রামপুরহাট, ৪ আগস্টঃ নির্মল বাংলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁরই মামার বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য দৃশ্য। শৌচাগার না থাকায় উন্মুক্ত মল ত্যাগ করছেন অনেকেই। কারও বাড়িতে এখনও শৌচাগার হয়নি, কেউবা সচেতনতার অভাবে উন্মুক্ত মল ত্যাগ করেন।Body:রামপুরহাট, ৪ আগস্টঃ নির্মল বাংলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁরই মামার বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য দৃশ্য। শৌচাগার না থাকায় উন্মুক্ত মল ত্যাগ করছেন অনেকেই। কারও বাড়িতে এখনও শৌচাগার হয়নি, কেউবা সচেতনতার অভাবে উন্মুক্ত মল ত্যাগ করেন।

গ্রাম বাংলাকে নির্মল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ, উন্মুক্ত মলমূত্র ত্যাগ না করার হচ্ছে সরকারি উদ্যোগে সচেতনতা প্রভৃতির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু, এত কিছুর পরেও থেকে গিয়েছে বহু ফাঁক ফোকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট মহকুমার কুসুম্বা গ্রামে। এই গ্রামেই ছেলেবেলা কেটেছে তাঁর। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রায় সময় মামার বাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা গ্রামে ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল নির্মল বাংলার ভিন্ন দৃশ্য। দেখা যাচ্ছে গ্রামের বহু মানুষ সকাল বিকেল উন্মুক্ত মল ত্যাগ করছেন। কারও বাড়িতে এখনও শৌচাগার নির্মাণ হয়নি, কেউবা শৌচাগার থাকা সত্ত্বেও প্রশাসনিক সচেতনতার অভাবে উন্মুক্ত মল ত্যাগ করছেন। এতে গ্রামে বাড়ছে ব্যাধি।
যদিও, এই প্রসঙ্গে রামপুরহাট মহকুমা শাসক স্বেতা আগরওয়াল বলেন, "আমরা প্রশাসনের সব স্তরের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে দেখছি।"Conclusion:গ্রামবাসীরা জানান, বাড়িতে শৌচালয় নেই তাই মাঠে ঘাটেই মলত্যাগ করতে হয়
Last Updated : Aug 5, 2019, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.