ETV Bharat / state

সিউড়িতে জমি বিবাদে ব্যবসায়ী খুন, গ্রেপ্তার হোমগার্ড - সিউড়ির কড়িধ্যা গ্রাম

জমি নিয়ে কয়েকদিন ধরেই গুরুদাসের সঙ্গে তারাপদের বিবাদ চলছিল ৷ গতকাল তা চরমে ওঠে ৷ অভিযোগ, গতকাল জমি বিবাদের জেরে তারাপদবাবুকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷

ব্যবসায়ী খুন
author img

By

Published : Aug 21, 2019, 8:00 PM IST

সিউড়ি, 21 অগাস্ট : ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠল এক হোমগার্ডের বিরুদ্ধে ৷ সিউড়ির কড়িধ্যা গ্রামের ঘটনা ৷ মৃতের নাম তারাপদ পাল (৫০) ৷ অভিযুক্ত হোমগার্ডের নাম গুরুদাস ৷ আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷

জমিকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই গুরুদাসের সঙ্গে তারাপদের বিবাদ চলছিল ৷ গতকাল তা চরমে ওঠে ৷ অভিযোগ, গতকাল তারাপদকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷ গুরুতর জখম অবস্থায় তারাপদকে হাসপাতালে ভরতি করে তাঁর পরিবারের লোকজন ৷ সেখানেই আজ মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর গুরুদাসের বিরুদ্ধে আজ সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার ৷ আজ গুরুদাসকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ ৷

home guard
তারাপদবাবু পরিবারের সদস্যরা

তারাপদর মা প্রতিমা বলেন, "হোমগার্ড গুরুদাস জমির দালালি করে এলাকায় । ও একটি জমি হস্তান্তর করার জন্য আমাদের চাপ দিচ্ছিল । রাজি না হওয়ায় আমরা ওর রোষে পড়ি ৷ গতকাল বিকেলে আমাদের জমির পাশে থাকা অন্য জমিগুলি মাপছিল গুরুদাস । বিষয়টি দেখতে যায় আমার ছেলে ৷ তখন ও আমার ছেলের উপর চড়াও হয় ৷ ওকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷"

সিউড়ি, 21 অগাস্ট : ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠল এক হোমগার্ডের বিরুদ্ধে ৷ সিউড়ির কড়িধ্যা গ্রামের ঘটনা ৷ মৃতের নাম তারাপদ পাল (৫০) ৷ অভিযুক্ত হোমগার্ডের নাম গুরুদাস ৷ আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷

জমিকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই গুরুদাসের সঙ্গে তারাপদের বিবাদ চলছিল ৷ গতকাল তা চরমে ওঠে ৷ অভিযোগ, গতকাল তারাপদকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷ গুরুতর জখম অবস্থায় তারাপদকে হাসপাতালে ভরতি করে তাঁর পরিবারের লোকজন ৷ সেখানেই আজ মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর গুরুদাসের বিরুদ্ধে আজ সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার ৷ আজ গুরুদাসকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ ৷

home guard
তারাপদবাবু পরিবারের সদস্যরা

তারাপদর মা প্রতিমা বলেন, "হোমগার্ড গুরুদাস জমির দালালি করে এলাকায় । ও একটি জমি হস্তান্তর করার জন্য আমাদের চাপ দিচ্ছিল । রাজি না হওয়ায় আমরা ওর রোষে পড়ি ৷ গতকাল বিকেলে আমাদের জমির পাশে থাকা অন্য জমিগুলি মাপছিল গুরুদাস । বিষয়টি দেখতে যায় আমার ছেলে ৷ তখন ও আমার ছেলের উপর চড়াও হয় ৷ ওকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷"

Intro:হোমগার্ডের মারে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য সিউড়ি কড়িধ্যা গ্রামে। জানা গিয়েছে, জমির বিবাদ ঘিরে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছিল কড়িধ্যা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তারাপদ পাল (৫০) ও এলাকারই বাসিন্দা পেশায় হোমগার্ড গুরুদাস দাসের। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। Body:সিউড়ি, ২১ আগস্টঃ হোমগার্ডের মারে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য সিউড়ি কড়িধ্যা গ্রামে। জানা গিয়েছে, জমির বিবাদ ঘিরে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছিল কড়িধ্যা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তারাপদ পাল (৫০) ও এলাকারই বাসিন্দা পেশায় হোমগার্ড গুরুদাস দাসের। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

জমির বিবাদ নিয়ে গত মঙ্গলবার বিকেলে দুজনের বিবাদ চরমে পৌছায়। সেই সময় গুরুদাস দাস বেধড়ক মারে তারাপদ পালকে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ওই হোমগার্ডের বিরুদ্ধে। মৃতের মা প্রতিমা পালের অভিযোগ, হোমগার্ড গুরুদাস দাস জমির দালালী করে এলাকায়। আমাদের একটি জমি হস্তাগত করার জন্য আমাদের খুব চাপ দিচ্ছিল। আমরা রাজি না হওয়ার রোষ ছিল আমাদের উপর। মঙ্গলবার বিকেলে আমাদের জমির পাশে থাকা অন্যান্য জমি গুলি মাপামাপি করছিল গুরুদাস। তা দেখতে গেলে ছেলের উপর চড়াও হয়ে বুকে, মুখে, মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় ছূটে পালিয়ে আসে ছেলে। তাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। মৃতের দাদা সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিস অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.