সিউড়ি, 21 অগাস্ট : ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠল এক হোমগার্ডের বিরুদ্ধে ৷ সিউড়ির কড়িধ্যা গ্রামের ঘটনা ৷ মৃতের নাম তারাপদ পাল (৫০) ৷ অভিযুক্ত হোমগার্ডের নাম গুরুদাস ৷ আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷
জমিকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই গুরুদাসের সঙ্গে তারাপদের বিবাদ চলছিল ৷ গতকাল তা চরমে ওঠে ৷ অভিযোগ, গতকাল তারাপদকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷ গুরুতর জখম অবস্থায় তারাপদকে হাসপাতালে ভরতি করে তাঁর পরিবারের লোকজন ৷ সেখানেই আজ মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর গুরুদাসের বিরুদ্ধে আজ সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার ৷ আজ গুরুদাসকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ ৷
তারাপদর মা প্রতিমা বলেন, "হোমগার্ড গুরুদাস জমির দালালি করে এলাকায় । ও একটি জমি হস্তান্তর করার জন্য আমাদের চাপ দিচ্ছিল । রাজি না হওয়ায় আমরা ওর রোষে পড়ি ৷ গতকাল বিকেলে আমাদের জমির পাশে থাকা অন্য জমিগুলি মাপছিল গুরুদাস । বিষয়টি দেখতে যায় আমার ছেলে ৷ তখন ও আমার ছেলের উপর চড়াও হয় ৷ ওকে বেধড়ক মারধর করে গুরুদাস ৷"