ETV Bharat / state

বিষ্ণুপুরে আক্রান্ত BJP মণ্ডল সভাপতি, অভিযুক্ত তৃণমূল

বিষ্ণুপুরের 147 নম্বর বুথে আক্রান্ত BJP-র মণ্ডল সভাপতি বিমল ঘরামি । তৃণমূলের গুণ্ডাবাহিনী তাঁকে মারধর করে বলে অভিযোগ ।

আক্রান্ত BJP মণ্ডল সভাপতি
author img

By

Published : May 12, 2019, 11:17 AM IST

Updated : May 12, 2019, 4:46 PM IST

বিষ্ণুপুর, 12 মে: বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত মড়ার অঞ্চলের 147 নম্বর বুথে আক্রান্ত হলেন BJP-র মণ্ডল সভাপতি । নাম বিমল ঘরামি । অভিযোগ, 147 নম্বর বুথে গেলে তাঁর বাইক ভাঙচুর করা হয় । লাঠি দিয়ে তাঁর মাথা ফাটানো হয় বলেও অভিযোগ ।

ভিডিয়োয় দেখুন

বিমল ঘরামির বক্তব্য, 224 নম্বর বুথের পোলিং এজেন্ট তাঁকে ফোন করে জানান, পূরণ করার পর তাঁর ফর্ম ছিঁড়ে দিয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনী । সেই কারণে সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসার বুথে বসতে দিচ্ছেন না । তাই তিনি ফর্ম নিয়ে বুথে যান । ফেরার পথে যান মড়ারের 147 নম্বর বুথে । বুথের বাইরে তৃণমূলের গুণ্ডাবাহিনী তাঁর বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয় । সব জায়গায় তিনি অভিযোগ জানিয়েছেন । কিন্তু পুলিশ-প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিষ্ণুপুর, 12 মে: বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত মড়ার অঞ্চলের 147 নম্বর বুথে আক্রান্ত হলেন BJP-র মণ্ডল সভাপতি । নাম বিমল ঘরামি । অভিযোগ, 147 নম্বর বুথে গেলে তাঁর বাইক ভাঙচুর করা হয় । লাঠি দিয়ে তাঁর মাথা ফাটানো হয় বলেও অভিযোগ ।

ভিডিয়োয় দেখুন

বিমল ঘরামির বক্তব্য, 224 নম্বর বুথের পোলিং এজেন্ট তাঁকে ফোন করে জানান, পূরণ করার পর তাঁর ফর্ম ছিঁড়ে দিয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনী । সেই কারণে সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসার বুথে বসতে দিচ্ছেন না । তাই তিনি ফর্ম নিয়ে বুথে যান । ফেরার পথে যান মড়ারের 147 নম্বর বুথে । বুথের বাইরে তৃণমূলের গুণ্ডাবাহিনী তাঁর বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয় । সব জায়গায় তিনি অভিযোগ জানিয়েছেন । কিন্তু পুলিশ-প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Intro:বিষ্ণুপুরে বিজেপির মন্ডল সভাপতি আক্রান্তBody:🖕মড়ার অঞ্চলের বিজেপি মন্ডল সভাপতি আক্রান্ত । আক্রান্ত বিজেপি মন্ডল সভাপতির নাম বিমল ঘোরামি 147 নং বুথে গেলে বাইক ভাংচুর ও লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।অভিযোগ অস্বীকার তৃনমূলেরConclusion:বিষয় সম্পর্কে অভিযোগ করা হয়েছে কমিশনের প্রতিনিধিদেরকে
Last Updated : May 12, 2019, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.