বাঁকুড়া, 11 এপ্রিল: এক পুলিশ আধিকারিকের সমালোচনা করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপি নেতা তথা দলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখীতে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট থানার আইসির পরিবারের সদস্যদের সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠল এই নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ! আইসির বাবা, তাঁর বাড়ির মহিলা সদস্য থেকে শুরু পরিবারের ছোটরা, কেউ নিস্তার পেলেন না সাংসদের কটূ কথা থেকে ! তাঁর এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
এদিন বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার মানিকবাজারে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন সৌমিত্র ৷ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই বিক্ষোভ করেন ৷ সেই কর্মসূচিতেই মাইক হাতে জ্বালাময়ী ভাষণ দিতে দেখা যায় সৌমিত্রকে ৷ স্থানীয় থানার আইসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি ৷ বলেন, আইসি এলাকার 'মা-বোনেদের টাকা আত্মসাৎ' করেছেন ! এর জন্য আইসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন সৌমিত্র ৷ কলকাতা হাইকোর্টে ভুক্তভোগীদের পাশে থেকে মামলা করার প্রতিশ্রুতি দেন ৷ এমনকী, সংশ্লিষ্ট ব্য়াংক আধিকারিকেরও চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন !
এসবের মধ্যেই হঠাৎ করে স্থানীয় থানার আইসিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন সৌমিত্র ! বলেন, আইসির বাড়ির ছোট ছেলেমেয়েদের তাঁরা দেখে নেবেন ! এমনকী, ওই পুলিশ আধিকারিকের বাড়ির মা, বোনেদের নিয়ে অকথ্য এবং অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন সাংসদ ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: 'বাঁকুড়ায় চুরি করতে আসছেন', অভিষেককে কটাক্ষ সৌমিত্রর
এ নিয়ে প্রশ্ন করা হলে পালটা সৌমিত্রকে সংযত হওয়ার পরামর্শ দেন স্থানীয় তৃণমূল যুব নেতা সুব্রত দত্ত ৷ তিনি বলেন, সৌমিত্র থানার আইসিকে যা বলেছেন, তার প্রেক্ষিতে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে ৷ কিন্তু, রাজনৈতিক কর্মসূচির মঞ্চ থেকে একজন সাংসদ যেভাবে এক পুলিশ আধিকারিকের বাড়ির মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, তা কখনই মেনে নেওয়া যায় না ৷ সুব্রতর পরামর্শ, সৌমিত্রর এইসব বিষয়ে নিজেকে সংযত রাখা উচিত, নিজের মুখে লাগাম পরানো উচিত ৷ তা না হলে একদিন এমন মন্তব্যের জন্যই সমস্যায় পড়তে হবে তাঁকে ৷