ETV Bharat / state

হাসপাতালে ভরতি করে বেপাত্তা মা বাবা, সুরভিকে দেখছে নার্সরা - surabhibed

অসুস্থ কন্যা সন্তানকে হাসপাতালে ভর্তি করে বেপাত্তা মা বাবা। ভুল ঠিকানা নথিভুক্ত করায় তাদের সন্ধান পেলনা পুলিশ।

সুরভি
author img

By

Published : Feb 26, 2019, 9:55 PM IST

বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ভরতি হয় বছর চারের সুরভি বেদ। ভরতির সময় হাসপাতালের রেজিস্টারে ঠিকানা লেখা হয় ছাতনা থানার কমলপুর গ্রামের। কিন্তু এক মাস পরও কোনও খোঁজ মেলেনি তার বাবা মায়ের। অসুস্থ কন্যাসন্তানকে হাসপাতালে ভরতি করে বেপাত্তা হয়ে যান তাঁরা।

নার্স

প্রাথমিক পর্যায়ে মনে করা হয় সে টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত। মাসখানেক চিকিৎসার পর সুরভি রীতিমতো সুস্থ হয়ে উঠেছে। তবে শুধু মা ডাক ছাড়া আর কিছুই বলতে পারছে না। শিশুটির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে সুস্থ করতে চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। ভরতির পর থেকেই পরিবারের লোক হাসপাতালের সাথে কোনও যোগাযোগ না করায় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর মেডিকেল কলেজের তরফে বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানানো হয়। থানার তরফে খোঁজখবরও করা হয়। তবে এখনও পর্যন্ত সুরভির বাবা-মার কোনও হদিশ মেলেনি।

এই অবস্থায় সুরভির এখন দেখভাল করছেন ওই হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা।

বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ভরতি হয় বছর চারের সুরভি বেদ। ভরতির সময় হাসপাতালের রেজিস্টারে ঠিকানা লেখা হয় ছাতনা থানার কমলপুর গ্রামের। কিন্তু এক মাস পরও কোনও খোঁজ মেলেনি তার বাবা মায়ের। অসুস্থ কন্যাসন্তানকে হাসপাতালে ভরতি করে বেপাত্তা হয়ে যান তাঁরা।

নার্স

প্রাথমিক পর্যায়ে মনে করা হয় সে টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত। মাসখানেক চিকিৎসার পর সুরভি রীতিমতো সুস্থ হয়ে উঠেছে। তবে শুধু মা ডাক ছাড়া আর কিছুই বলতে পারছে না। শিশুটির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে সুস্থ করতে চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। ভরতির পর থেকেই পরিবারের লোক হাসপাতালের সাথে কোনও যোগাযোগ না করায় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর মেডিকেল কলেজের তরফে বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানানো হয়। থানার তরফে খোঁজখবরও করা হয়। তবে এখনও পর্যন্ত সুরভির বাবা-মার কোনও হদিশ মেলেনি।

এই অবস্থায় সুরভির এখন দেখভাল করছেন ওই হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.