বাঁকুড়া,1 এপ্রিল : দ্বিতীয় দফার ভোটে সবার নজর ছিল নন্দীগ্রাম ৷ তবে আজ দ্বিতীয় দফায় চার রাজ্যে ছিল ভোট ৷ চার রাজ্যে মোট 30 বিধানসভা কেন্দ্রে ছিল ভোট ৷ এর মধ্য়ে বাঁকুড়ার আটটি কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় । বিষ্ণুপুর, বাঁকুড়া, ইন্দাস, তালডাংরা, ওন্দা, সোনামুখী, কোতুলপুর ও বড়জোড়ায় বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয় । মোট দুই হাজার 171 বুথে 161 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সকাল থেকে বাঁকুড়ায় তাপমাত্রার পারদ ছিল 40 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে এই গরমকে উপেক্ষা করেও মানুষের ভোটের লাইনে ভিড় করা ছিল চোখে পড়ার মতো ৷ দিনের শেষে জেলায় মোট ভোটের শতাংশ 82.92 ৷ নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে বলা চলে ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন হিংসার খবর বাঁকুড়ার আট কেন্দ্র থেকে পাওয়া যায়নি ৷ টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না..আজ সকাল 7:30 থেকে বুথ নং 114, 115, 118, 119, ও 119Aতে বেশ কিছু ইভিএম কাজ না-করায় আমার প্রচুর মা-বোনেরা ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন । আমাদের প্রতিটি সেফ বুথে এই ইভিএম সংক্রান্ত সমস্যা হচ্ছে ।"
আরও পড়ুন : বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট দক্ষিণ 24 পরগনার 4 কেন্দ্রে
এছাড়াও গ্রাম থেকে ভোট কেন্দ্রের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার হওয়ায় ভোট বয়কটের ডাক দেন তালডাংরার গ্রামের 43 নম্বর বুথের গ্রামবাসীরা । প্রায় 600 জন ভোটার এদিন ভোট বয়কটের ডাক দিয়েছেন । এছাড়া বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার তাজপুর 68 নম্বর বুথে সচিত্র সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট না দিয়ে ফিরে যেতে হয় এক বৃদ্ধাকে ৷ তবে সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে ৷