বিষ্ণুপুর, 22 জুন : BJP-তে যোগ দিলেন প্রায় 700 তৃণমূল ও CPI(M) কর্মী । বিষ্ণুপুরের হেতিয়া, রাউতোড় এবং সলদা অঞ্চল থেকে তৃণমূল ও CPI(M) কর্মীরা যোগ দেন । কলেজ রোডে BJP-র জেলা কার্যালয়ে আজ অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন BJP-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার ও দলের অন্যান্য নেতৃত্ব ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ । দলে যোগদান কারী দের হাতে তিনি দলীয় পতাকা তুলে দেন । সৌমিত্র খাঁঁ বলেন, “আমাদের 90 জন কর্মীর হাত ধরে প্রায় 700 তৃণমূল এবং CPI(M) কর্মী আজ BJP-তে যোগ দিলেন । একে একে তৃণমূল ও CPI(M) ছেড়ে সবাই BJP-তে যোগ দেবেন । আগামী এক মাসের মধ্যে বাঁকুড়া থেকে তৃণমূল কে উচ্ছেদ করব ।”
পাশাপাশি তিনি আরও বলেন, "রাজ্যের 12 জন মন্ত্রী BJP-র সঙ্গে যোগাযোগ রাখছে ।