ETV Bharat / state

10 বছর বয়সেই 6টি অ্যাপ বানিয়ে তাক লাগিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত - Alipurduar kid developed apps

বয়স মাত্র 10 ৷ এই বয়সেই একের পর এক অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত সরকার ৷

অনুব্রত সরকার
অনুব্রত সরকার
author img

By

Published : Jul 4, 2020, 4:52 AM IST

আলিপুরদুয়ার, 3 জুলাই : মাত্র দশ বছর বয়সেই জাভা স্ক্রিপ্ট সহ বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তার কাছে জলভাত । এই বয়সেই তৈরি করে ফেলেছে ছ'টি অ্যাপ । অ্যাপগুলি ইতিমধ্যেই স্থান করে নিয়েছে গুগল প্লে-স্টোরেও । সে হল আলিপুরদুয়ারের অনুব্রত সরকার ।

বাবার থেকে বিল গেটসের গল্প শুনে ছোটো থেকেই আ্যপ বানানোর স্বপ্ন দেখে অনুব্রত । এই অ্যাপগুলির প্রাইভেসি পলিসি থেকে সিকিউরিটি সবই রয়েছে অনুব্রতর হাতে । আর সবথেকে মজার ব্যাপার হল, এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না চিন থেকে । সেভাবেই অ্যাপগুলির প্রাইভেসি পলিসি ও সিকিউরিটি তৈরি করেছে সে ।

অনুব্রতর দাবি, চিন বাদে বিশ্বের অন্য সব দেশ থেকেই ডাউনলোড করা যাবে এই অ্যাপগুলি । অনুব্রতর কথায়, অস্ট্রেলিয়া, ভারত,বাংলাদেশ, ব্রিটেনে এই আ্যপ ডাউনলোড করা হয়েছে ।

Alipurduar news
মাত্র 10 বছর বয়সেই অ্যাপ বানিয়ে ফেলেছে অনুব্রত

সে বলে, "চিন আমাদের সেনাবাহিনীর জওয়ানদের মেরে ফেলছে । আমাদের দেশের তৈরি অ্যাপ ওদের ব্যবহার করতে দেব না ।" দশ বছরের খুদে আরও জানিয়েছে, "আমার সবগুলি অ্যাপ ফায়ার বেস করে রেখেছি । যাতে কেউ আমার অ্যাপ হ্যাক করতে না পারে ।"

কী বলছে অনুব্রত সরকার ?
আলিপুরদুয়ার শহরের ছ'নম্বর ওয়ার্ডের নিউটাউনে বাড়ি অনুব্রতর । বাবা কৌশিক সরকার ও মা শান্তা ভট্টাচার্য দু'জনেই পেশায় স্কুল শিক্ষক । মাত্র 8 বছর বয়সে প্রথম অ্যাপ তৈরি করে অনুব্রত । ক্লাস থ্রি থেকেই রিজিওনিং, কোডিং, ডিকোডিংয়ের চর্চা শুরু ।

অনুব্রত ইতিমধ্যেই দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ অলিম্পিয়াডে অংশ নিয়েছে । সিলভারজ়োন অলিম্পিয়াডের ট্যালেন্ট হান্টে আন্তর্জাতিক স্তরে সোনার পদক জিতেছিল সে । আপাতত তার তৈরি অ্যাপের তালিকায় রয়েছে লুডোশিপ, মিটঅ্যাপ, পিঞ্চহিটার ব্যাটসম্যান, ব্রিক-ও-মিটার এবং লেজেন্ডারি রানার্স । এরমধ্যে দু'টি গেমিং অ্যাপ থাকলেও মিটঅ্যাপ কার্যত তাক লাগিয়ে দেওয়ার মত একটি চ্যাটিং অ্যাপ ।

অনুব্রতর বয়স যখন মাত্র সাত তখনই সে প্রথম গেমিং সফটওয়্যার তৈরি করে ফেলে । ছটফটে অনুব্রতর ভাষায়, "নির্ভয়ে, নিশ্চিন্তে আমার চ্যাটিং অ্যাপ যে কেউ ব্যবহার করতে পারেন । এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ।"

অনুব্রতর বাবা কৌশিকবাবু বলেন, "অনেক সময় আমরা নিজেরাও অবাক হয়ে যাই । কীভাবে ও এসব শিখল ! তবে ছোটোবেলা থেকেই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করত ।"

ক্লাস ওয়ানেই সে HTML শিখে নিয়েছিল । মাত্র 15-20 দিন আগে তার প্রথম অ্যাপ গুগলে আপলোড হয় । আর তিনদিন আগে তার তৈরি মিটআ্যপ গুগলে আপলোড হয়েছে ।

আলিপুরদুয়ার, 3 জুলাই : মাত্র দশ বছর বয়সেই জাভা স্ক্রিপ্ট সহ বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তার কাছে জলভাত । এই বয়সেই তৈরি করে ফেলেছে ছ'টি অ্যাপ । অ্যাপগুলি ইতিমধ্যেই স্থান করে নিয়েছে গুগল প্লে-স্টোরেও । সে হল আলিপুরদুয়ারের অনুব্রত সরকার ।

বাবার থেকে বিল গেটসের গল্প শুনে ছোটো থেকেই আ্যপ বানানোর স্বপ্ন দেখে অনুব্রত । এই অ্যাপগুলির প্রাইভেসি পলিসি থেকে সিকিউরিটি সবই রয়েছে অনুব্রতর হাতে । আর সবথেকে মজার ব্যাপার হল, এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না চিন থেকে । সেভাবেই অ্যাপগুলির প্রাইভেসি পলিসি ও সিকিউরিটি তৈরি করেছে সে ।

অনুব্রতর দাবি, চিন বাদে বিশ্বের অন্য সব দেশ থেকেই ডাউনলোড করা যাবে এই অ্যাপগুলি । অনুব্রতর কথায়, অস্ট্রেলিয়া, ভারত,বাংলাদেশ, ব্রিটেনে এই আ্যপ ডাউনলোড করা হয়েছে ।

Alipurduar news
মাত্র 10 বছর বয়সেই অ্যাপ বানিয়ে ফেলেছে অনুব্রত

সে বলে, "চিন আমাদের সেনাবাহিনীর জওয়ানদের মেরে ফেলছে । আমাদের দেশের তৈরি অ্যাপ ওদের ব্যবহার করতে দেব না ।" দশ বছরের খুদে আরও জানিয়েছে, "আমার সবগুলি অ্যাপ ফায়ার বেস করে রেখেছি । যাতে কেউ আমার অ্যাপ হ্যাক করতে না পারে ।"

কী বলছে অনুব্রত সরকার ?
আলিপুরদুয়ার শহরের ছ'নম্বর ওয়ার্ডের নিউটাউনে বাড়ি অনুব্রতর । বাবা কৌশিক সরকার ও মা শান্তা ভট্টাচার্য দু'জনেই পেশায় স্কুল শিক্ষক । মাত্র 8 বছর বয়সে প্রথম অ্যাপ তৈরি করে অনুব্রত । ক্লাস থ্রি থেকেই রিজিওনিং, কোডিং, ডিকোডিংয়ের চর্চা শুরু ।

অনুব্রত ইতিমধ্যেই দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ অলিম্পিয়াডে অংশ নিয়েছে । সিলভারজ়োন অলিম্পিয়াডের ট্যালেন্ট হান্টে আন্তর্জাতিক স্তরে সোনার পদক জিতেছিল সে । আপাতত তার তৈরি অ্যাপের তালিকায় রয়েছে লুডোশিপ, মিটঅ্যাপ, পিঞ্চহিটার ব্যাটসম্যান, ব্রিক-ও-মিটার এবং লেজেন্ডারি রানার্স । এরমধ্যে দু'টি গেমিং অ্যাপ থাকলেও মিটঅ্যাপ কার্যত তাক লাগিয়ে দেওয়ার মত একটি চ্যাটিং অ্যাপ ।

অনুব্রতর বয়স যখন মাত্র সাত তখনই সে প্রথম গেমিং সফটওয়্যার তৈরি করে ফেলে । ছটফটে অনুব্রতর ভাষায়, "নির্ভয়ে, নিশ্চিন্তে আমার চ্যাটিং অ্যাপ যে কেউ ব্যবহার করতে পারেন । এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ।"

অনুব্রতর বাবা কৌশিকবাবু বলেন, "অনেক সময় আমরা নিজেরাও অবাক হয়ে যাই । কীভাবে ও এসব শিখল ! তবে ছোটোবেলা থেকেই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করত ।"

ক্লাস ওয়ানেই সে HTML শিখে নিয়েছিল । মাত্র 15-20 দিন আগে তার প্রথম অ্যাপ গুগলে আপলোড হয় । আর তিনদিন আগে তার তৈরি মিটআ্যপ গুগলে আপলোড হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.