ETV Bharat / state

Panchayat Elections 2023: হড়পা বানে বুথের ভেতর এক কোমর জল; সরানো হল ভোটগ্রহণ কেন্দ্র

প্রকৃতির তাণ্ডবের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেল । ভুটান বস্তির বুথে হড়পা বানের ফলে বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে গিয়েছে ৷

Panchayat Elections 2023
ভোটগ্রহণ কেন্দ্র
author img

By

Published : Jul 8, 2023, 1:33 PM IST

হড়পা বানের ফলে বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেল

আলিপুরদুয়ার, 8 জুলাই: সন্ত্রাস নয় ৷ প্রকৃতির রোষের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেল । ভুটান পাহাড়ের হড়পা বানের ফলে বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় । হড়পা বানের ফলে এক কোমর বালি, পাথর জমে গেল বুথের ভিতরে ৷ সরিয়ে নেওয়া হল বুথ । বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে কুমারগ্রাম বিধানসভার 1 নম্বর বুথের এই অবস্থা । বুথের ভিতর দিয়ে এক কোমর জলের স্রোত বইছে । ভুটিয়া বস্তি বুথে ভোট গ্রহণ না-করতে পারায় দূরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প হাউজে বুথ তৈরি হল।

জঙ্গলের মাঝে পাহাড়ের হড়পা বান আর বন্যপ্রাণীর আক্রমণ থেকে নির্বিঘ্নে ভোট করাটা চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের । এমন সতর্কতা ছিলই । সারাটা বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পর ফের সংস্কার করা হয় বিট অফিস । সৌজন্যে পঞ্চায়েত নির্বাচন । ভোট এলেই কদর বাড়ে ভুটিয়া বস্তি বিট অফিসের । সারা বছর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ভুটিয়া বস্তির ভোটগ্রহণ কেন্দ্র । আলিপুরদুয়ার জেলায় রাজ্যের সবচেয়ে ছোট ভোটগ্রহণ কেন্দ্র ভুটিয়াবস্তি বিট অফিস । কারণ এখানকার মোট ভোটারের সংখ্যা 72 জন । ভুটিয়া বস্তির বাসিন্দা সাজন সোনার বলেন, "বুথের ভিতরে দিয়ে জল যাচ্ছে ৷ ভোট কোনওভাবেই নেওয়া সম্ভব ছিল না ৷ তাই জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প হাউজে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।"

আলিপুরদুয়ার জেলায় 64টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির 189টি আসন ও জেলা পরিষদের 18টি আসন । জেলায় মোট ভোটার রয়েছেন 11 লক্ষ 7 হাজার 80 জন । জেলায় 1212টি ভোটগ্রহণ কেন্দ্র ৷ আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মিহির কর্মকার বলেন, "এখানে ভোট নেওয়া সম্ভব নয় ৷ তাই আমরা বিকল্প জায়গায় ভোটের ব্যবস্থা করেছি । জঙ্গলের মাঝে ভুটিয়া বস্তি থাকায় আশেপাশে কোনও স্কুল কলেজ বা কোনও সরকারি ঘর নেই । তাই পরিত্যক্ত বিট অফিসকেই আমাদের ভোটদানের জন্য সংস্কার করে নিতে হয় । ভোটকর্মীদের নিরাপত্তার জন্য আমাদের বনকর্মীদের মোতায়েন করা হয়েছে ।"

আরও পড়ুন: রক্তে ভাসছে বুথ ! কোচবিহারে বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন

হড়পা বানের ফলে বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেল

আলিপুরদুয়ার, 8 জুলাই: সন্ত্রাস নয় ৷ প্রকৃতির রোষের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেল । ভুটান পাহাড়ের হড়পা বানের ফলে বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় । হড়পা বানের ফলে এক কোমর বালি, পাথর জমে গেল বুথের ভিতরে ৷ সরিয়ে নেওয়া হল বুথ । বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে কুমারগ্রাম বিধানসভার 1 নম্বর বুথের এই অবস্থা । বুথের ভিতর দিয়ে এক কোমর জলের স্রোত বইছে । ভুটিয়া বস্তি বুথে ভোট গ্রহণ না-করতে পারায় দূরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প হাউজে বুথ তৈরি হল।

জঙ্গলের মাঝে পাহাড়ের হড়পা বান আর বন্যপ্রাণীর আক্রমণ থেকে নির্বিঘ্নে ভোট করাটা চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের । এমন সতর্কতা ছিলই । সারাটা বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পর ফের সংস্কার করা হয় বিট অফিস । সৌজন্যে পঞ্চায়েত নির্বাচন । ভোট এলেই কদর বাড়ে ভুটিয়া বস্তি বিট অফিসের । সারা বছর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ভুটিয়া বস্তির ভোটগ্রহণ কেন্দ্র । আলিপুরদুয়ার জেলায় রাজ্যের সবচেয়ে ছোট ভোটগ্রহণ কেন্দ্র ভুটিয়াবস্তি বিট অফিস । কারণ এখানকার মোট ভোটারের সংখ্যা 72 জন । ভুটিয়া বস্তির বাসিন্দা সাজন সোনার বলেন, "বুথের ভিতরে দিয়ে জল যাচ্ছে ৷ ভোট কোনওভাবেই নেওয়া সম্ভব ছিল না ৷ তাই জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প হাউজে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।"

আলিপুরদুয়ার জেলায় 64টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির 189টি আসন ও জেলা পরিষদের 18টি আসন । জেলায় মোট ভোটার রয়েছেন 11 লক্ষ 7 হাজার 80 জন । জেলায় 1212টি ভোটগ্রহণ কেন্দ্র ৷ আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মিহির কর্মকার বলেন, "এখানে ভোট নেওয়া সম্ভব নয় ৷ তাই আমরা বিকল্প জায়গায় ভোটের ব্যবস্থা করেছি । জঙ্গলের মাঝে ভুটিয়া বস্তি থাকায় আশেপাশে কোনও স্কুল কলেজ বা কোনও সরকারি ঘর নেই । তাই পরিত্যক্ত বিট অফিসকেই আমাদের ভোটদানের জন্য সংস্কার করে নিতে হয় । ভোটকর্মীদের নিরাপত্তার জন্য আমাদের বনকর্মীদের মোতায়েন করা হয়েছে ।"

আরও পড়ুন: রক্তে ভাসছে বুথ ! কোচবিহারে বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.