ETV Bharat / state

আলিপুরদুয়ারে নির্বাচন সংক্রান্ত আলোচনা নিয়ে বৈঠকে আধিকারিকরা - meeting

আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ার্ভার জেলার অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

a
author img

By

Published : Mar 28, 2019, 5:58 AM IST

আলিপুরদুয়ার, ২৮ মার্চ : নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন ধরে অস্বস্তিতে ছিল ডুয়ার্স কন্যার প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার বিকেলের পর থেকে স্বস্তি ফিরেছে এই প্রশাসনিক ভবনে। ডুয়ার্স কন্যা সূত্রের খবর, মঙ্গলবার আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ার্ভার মুকেশ কুমার ছাড়াই স্ক্রুটিনি হয়েছিল প্রার্থীদের মনোনয়নপত্রের। তবে সেসময় সেখানে উপস্থিত ছিলেন কমিশনের পুলিশ অবজা়র্ভার বিনোদ কুমার। সূত্রের খবর অনুযায়ী, জেনেরাল অবজ়ার্ভার মুকেশ কুমার দেরিতে আসায় নির্বাচন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না প্রশাসনিক ভবনের কর্তারা।

মঙ্গলবার বিকেলে মুকেশ কুমার আলিপুরদুয়ারে এসে নির্বাচন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের খুঁটিনাটি তথ্যের খবর নেন। এরপর গতকাল সকাল ১১ টা নাগাদ জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে ম্যারাথন বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ অবজ়ার্ভার বিনোদ কুমার, জেলাশাসক শুভাঞ্জন দাস, SP সুনীল কুমার যাদব, মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ এবং একাধিক ব্লক উন্নয়ন আধিকারিক।

সূত্রের খবর, বৈঠকে মুকেশ কুমার সমস্ত আধিকারিকদের কাছ থেকে জেলার নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ের তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি জেলার কোথায়, কোন ব্লকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে তা নিয়েও নির্দেশ দেন। জেলার স্পর্শকাতর বুথ নিয়েও আলোচনা করেন তিনি।

আলিপুরদুয়ার, ২৮ মার্চ : নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন ধরে অস্বস্তিতে ছিল ডুয়ার্স কন্যার প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার বিকেলের পর থেকে স্বস্তি ফিরেছে এই প্রশাসনিক ভবনে। ডুয়ার্স কন্যা সূত্রের খবর, মঙ্গলবার আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ার্ভার মুকেশ কুমার ছাড়াই স্ক্রুটিনি হয়েছিল প্রার্থীদের মনোনয়নপত্রের। তবে সেসময় সেখানে উপস্থিত ছিলেন কমিশনের পুলিশ অবজা়র্ভার বিনোদ কুমার। সূত্রের খবর অনুযায়ী, জেনেরাল অবজ়ার্ভার মুকেশ কুমার দেরিতে আসায় নির্বাচন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না প্রশাসনিক ভবনের কর্তারা।

মঙ্গলবার বিকেলে মুকেশ কুমার আলিপুরদুয়ারে এসে নির্বাচন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের খুঁটিনাটি তথ্যের খবর নেন। এরপর গতকাল সকাল ১১ টা নাগাদ জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে ম্যারাথন বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ অবজ়ার্ভার বিনোদ কুমার, জেলাশাসক শুভাঞ্জন দাস, SP সুনীল কুমার যাদব, মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ এবং একাধিক ব্লক উন্নয়ন আধিকারিক।

সূত্রের খবর, বৈঠকে মুকেশ কুমার সমস্ত আধিকারিকদের কাছ থেকে জেলার নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ের তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি জেলার কোথায়, কোন ব্লকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে তা নিয়েও নির্দেশ দেন। জেলার স্পর্শকাতর বুথ নিয়েও আলোচনা করেন তিনি।

Intro:আলিপুরদুয়ার:- ধর্মের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। ধর্মের বাইরে কিছু নেই। অর্থনীতি থেকে রাজনীতি সমস্ত কিছুই ধর্ম নির্ভর। ধর্মের প্রতি মানুষের এই আস্তা সমাজের জন্য খুব ভালো। জানালেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী।


Body:সোমবার আলিপুরদুয়ার দু নম্বর ওয়ার্ডের প্রভাত সংঘ মোড়ে 26 ফুট দীর্ঘ 1 শিব পুজোর উদ্বোধন করতে এসে এ কথা জানান ডঃ সৌরভ চক্রবর্তী। সাম্প্রতিককালে ধর্মকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ব্যাপক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসেবে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে তৎপর হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে শিব পুজো উদ্বোধনে এসে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী ধর্মীয় সংক্রান্ত এ ধরনের বক্তব্য কিসের ইঙ্গিত তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিজেপি নেতা মুকুল রায় ঘনিষ্ঠ বলেই পরিচিত আলিপুরদুয়ারের তৃণমূলের এই বিধায়ক। প্রকাশ্যে না হলেও সৌরভ চক্রবর্তী প্রতি কঠিন নজর রয়েছে তৃণমূলের শীর্ষ রাজ্য নেতৃত্বের। মুকুল রায় তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন সৌরভ চক্রবর্তী উত্তরবঙ্গের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছিলেন। তবে মুকুল রায়ের সাথে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকায় ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে সৌরভ চক্রবর্তীর ক্ষমতা হ্রাস পেতে থাকে। বর্তমানে একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় বিজেপির এক হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত। মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। ধর্ম নিয়ে তৃণমূল বিধায়ক সৌরভের এই উন্মাদনা তবে কিসের ইঙ্গিত? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।


Conclusion:চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর মাঝেই এই শিব পুজো কে কেন্দ্র করে তার সরে বাজছে মাইক। 10-15 টি ঢাকের তালে দিশেহারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। যদিও মন খুলে আনন্দ করার আর্জি জানিয়েছেন এলাকার স্থানীয় গৃহবধূরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.