ETV Bharat / state

প্রতিবেশী 'দাদু'র ধর্ষণের শিকার কিশোরী - handicaped girl brutaly rapped

প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 65 বছরের বৃদ্ধ । ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ।

প্রতীকী ছবি
author img

By

Published : Sep 21, 2019, 8:06 AM IST

আলিপুরদুয়ার, 21 সেপ্টেম্বর : বিশেষভাবে সক্ষম এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 65 বছরের বৃদ্ধ । গতকাল রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ।

কিশোরীর মা চা শ্রমিক । তিনি রাতে কাজ থেকে বাড়ি ফেরেন । দেখেন, মেয়ে কান্নাকাটি করছে । মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারেন প্রতিবেশী 'দাদু' তাকে ধর্ষণ করেছে । গতকাল রাতে কালচিনি থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । রাতেই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ।

আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে ।

আলিপুরদুয়ার, 21 সেপ্টেম্বর : বিশেষভাবে সক্ষম এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 65 বছরের বৃদ্ধ । গতকাল রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ।

কিশোরীর মা চা শ্রমিক । তিনি রাতে কাজ থেকে বাড়ি ফেরেন । দেখেন, মেয়ে কান্নাকাটি করছে । মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারেন প্রতিবেশী 'দাদু' তাকে ধর্ষণ করেছে । গতকাল রাতে কালচিনি থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । রাতেই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ।

আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে ।

Intro:আলিপুরদুয়ারঃ-শারীরিক প্রতিবন্ধী এক ষোড়শীকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্ৰেপ্তার 65 বছরের এক বৃদ্ধ ।

Body:ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নয়টা নাগাদ কালচিনি ব্লকের হ‍্যামিলণ্টণগঞ্জের নেতাজিপল্লী এলাকায়।

নাবালিকার মার অভিযোগ আমরা চা বাগানে শ্রমিকের কাজ করি। এদিন ঘরে ফিরে দেখি আমার মেয়ে কান্নাকাটি করছে । এরপর মেয়েকে জিঞ্জাসা করে জানতে পারি যে প্রতিবেশী উমানন্দ বর্মন ৬৫ ঘরে কেউ না থাকার সূযোগে ঘরে ঢুকে আমার মেয়েকে বলপূর্বক ধর্ষণ করেছে ।
এই বিষয়ে নাবালিকার মা আজ রাত দশটা নাগাদ কালচিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কালচিনি থানার পুলিশ অভিযুক্ত উমানন্দকে বর্মনকে তার বাড়ি থেকেই গ্ৰেপ্তার করে ।

Conclusion:কালচিনি থানার পুলিশ জানিয়েছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে আদালতে পাঠানো হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.