ETV Bharat / state

হাতির তাণ্ডবে আলিপুরদুয়ারে গ্রামছাড়া বাসিন্দারা - আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব

গতকাল রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গ্রামে ঢুকে 25টি হাতি । রাতভর তারা গ্রামে তাণ্ডব চালায় ।

Elephant entered into alipurduar from jaldapara
হাতির তাণ্ডবে তছনছ ফসল
author img

By

Published : Jun 4, 2020, 8:32 PM IST

মাদারিহাট, 4 জুন : রাতভর হাতির তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসী । আলিপুরদুয়ারের মাদারিহাট এর পিঙ্কি চৌপথি এলাকার ঘটনা । গতকাল রাতে এলাকায় 25টি হাতির একটি দল তাণ্ডব চালায় । ভয়ে বাড়ি ছেড়ে পালায় বাসিন্দারা। আজ সকালে এসে তারা দেখে, হাতি কার্যত তছনছ করে দিয়েছে গোটা গ্রাম ।

গ্রামবাসী জানায়, গতকাল রাত একটা নাগাদ ২৫টি হাতি একসঙ্গে গ্রামে হামলা চালায় । ভুট্টা ক্ষেত, সুপারি বাগান, কলাবাগান, সব লন্ডভন্ড করে দিয়েছে । জমির ফসল সাবাড় করার পর হাতির ঘর-বাড়ি ভেঙে দেয় । হাতির দল গ্রামের তিনটি পরিবারের ঘর গুঁঁড়িয়ে দিয়েছে । বেশ কিছু ধানের গোলা থেকে কয়েক কুইন্টাল ধান খেয়েছে ।

দুলাল দাস, বিকাশ মাহালি, চন্দন মুণ্ডারা জানান, “হাতির দলটি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গভীর রাতে গ্রামে ঢোকে । এতগুলো হাতি একসঙ্গে আসায় আমাদের মোকাবিলা করার ক্ষমতা ছিল না । তাই পাশের গ্রামে চলে যাই । রাত তিনটে নাগাদ বনদপ্তর আসে । কিন্তু হাতি তাড়াতে সকাল হয়ে যায় । তবে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ।”

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, 'হাতির পালটি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে । ওদের উপর বনদপ্তরের কর্মীরা নজর রাখছেন।

মাদারিহাট, 4 জুন : রাতভর হাতির তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসী । আলিপুরদুয়ারের মাদারিহাট এর পিঙ্কি চৌপথি এলাকার ঘটনা । গতকাল রাতে এলাকায় 25টি হাতির একটি দল তাণ্ডব চালায় । ভয়ে বাড়ি ছেড়ে পালায় বাসিন্দারা। আজ সকালে এসে তারা দেখে, হাতি কার্যত তছনছ করে দিয়েছে গোটা গ্রাম ।

গ্রামবাসী জানায়, গতকাল রাত একটা নাগাদ ২৫টি হাতি একসঙ্গে গ্রামে হামলা চালায় । ভুট্টা ক্ষেত, সুপারি বাগান, কলাবাগান, সব লন্ডভন্ড করে দিয়েছে । জমির ফসল সাবাড় করার পর হাতির ঘর-বাড়ি ভেঙে দেয় । হাতির দল গ্রামের তিনটি পরিবারের ঘর গুঁঁড়িয়ে দিয়েছে । বেশ কিছু ধানের গোলা থেকে কয়েক কুইন্টাল ধান খেয়েছে ।

দুলাল দাস, বিকাশ মাহালি, চন্দন মুণ্ডারা জানান, “হাতির দলটি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গভীর রাতে গ্রামে ঢোকে । এতগুলো হাতি একসঙ্গে আসায় আমাদের মোকাবিলা করার ক্ষমতা ছিল না । তাই পাশের গ্রামে চলে যাই । রাত তিনটে নাগাদ বনদপ্তর আসে । কিন্তু হাতি তাড়াতে সকাল হয়ে যায় । তবে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ।”

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, 'হাতির পালটি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে । ওদের উপর বনদপ্তরের কর্মীরা নজর রাখছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.