ETV Bharat / sports

Tokyo Olympics : ভারী বৃষ্টিতে আপাতত বন্ধ ডিসকাস থ্রো, দুই পর্বে সপ্তমে কমলপ্রীত

দুই রাউন্ড মিলিয়ে সবার আগে রয়েছেন আমেরিকার প্রতিযোগী ভ্যালেরি আলমান (68.98 মিটার) ৷

s
s
author img

By

Published : Aug 2, 2021, 5:25 PM IST

Updated : Aug 2, 2021, 7:04 PM IST

টোকিয়ো, 2 অগস্ট : ভারী বৃষ্টিতে আপাতত ডিসকাস থ্রো বন্ধ ৷ দুই রাউন্ডে মিলিয়ে সপ্তমে রয়েছেন ভারতের কমলপ্রীত কাউর ৷ এদিন ভাল শুরু করেন কমলপ্রীত ৷ প্রথম রাউন্ডে 61. 62 মিটার ছোঁড়েন ৷ ষষ্ঠ হন ৷ দ্বিতীয় রাউন্ডে ফাউল করে বসে পিছিয়ে যান প্রতিযোগিতায় ৷

দুই রাউন্ড মিলিয়ে সবার আগে রয়েছেন আমেরিকার প্রতিযোগী ভ্যালেরি আলমান (68.98 মিটার) ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কিউবার ইয়েমি পেরেজ় (65.72 মিটার) ৷ আপাতত তৃতীয় জার্মানির ক্রিস্টিন পুডনেজ় (65.34 মিটার) ৷ ভারতের কমলপ্রীত রয়েছেন সপ্তমে স্থানে ৷

আরও পড়ুন: Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে কমলপ্রীত, ছিটকে গেলেন সীমা

ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য 64 মিটার থ্রো করতে হত অথবা দুই গ্রুপে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ কমলপ্রীত ডিসকাস থ্রো করেন 64.00 মিটার ৷ দুটি গ্রুপ মিলিয়ে ডিসকাস থ্রো-তে দ্বিতীয় স্থানে শেষ করেন কমলপ্রীত ৷ নিজের তিনটি থ্রো-তে যথাক্রমে 60.29, 63.97 ও 64.00 স্কোর করেন কমলপ্রীত ৷ তৃতীয় সুযোগে 64.00 স্কোর করায় সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতের এই অ্যাথলিট ৷

টোকিয়ো, 2 অগস্ট : ভারী বৃষ্টিতে আপাতত ডিসকাস থ্রো বন্ধ ৷ দুই রাউন্ডে মিলিয়ে সপ্তমে রয়েছেন ভারতের কমলপ্রীত কাউর ৷ এদিন ভাল শুরু করেন কমলপ্রীত ৷ প্রথম রাউন্ডে 61. 62 মিটার ছোঁড়েন ৷ ষষ্ঠ হন ৷ দ্বিতীয় রাউন্ডে ফাউল করে বসে পিছিয়ে যান প্রতিযোগিতায় ৷

দুই রাউন্ড মিলিয়ে সবার আগে রয়েছেন আমেরিকার প্রতিযোগী ভ্যালেরি আলমান (68.98 মিটার) ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কিউবার ইয়েমি পেরেজ় (65.72 মিটার) ৷ আপাতত তৃতীয় জার্মানির ক্রিস্টিন পুডনেজ় (65.34 মিটার) ৷ ভারতের কমলপ্রীত রয়েছেন সপ্তমে স্থানে ৷

আরও পড়ুন: Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে কমলপ্রীত, ছিটকে গেলেন সীমা

ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য 64 মিটার থ্রো করতে হত অথবা দুই গ্রুপে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ কমলপ্রীত ডিসকাস থ্রো করেন 64.00 মিটার ৷ দুটি গ্রুপ মিলিয়ে ডিসকাস থ্রো-তে দ্বিতীয় স্থানে শেষ করেন কমলপ্রীত ৷ নিজের তিনটি থ্রো-তে যথাক্রমে 60.29, 63.97 ও 64.00 স্কোর করেন কমলপ্রীত ৷ তৃতীয় সুযোগে 64.00 স্কোর করায় সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতের এই অ্যাথলিট ৷

Last Updated : Aug 2, 2021, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.